সুন্দরবনে শুটিং, সহ-অভিনেতাকে ‘কুকুর’ বলেছিলেন নোরা ফতেহি, পরিণাম হয়েছিল ভয়ানক

Nora Fatehi Secrets: সহ-অভিনেতার সঙ্গে বিশ্রী বচসায় জড়িয়ে পড়েছিলেন নোরা ফতেহি। সেই শুটিং প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। থানা-পুলিশও হচ্ছিল। তিনি তো বটেই, সহ-অভিনেতাও চড় মেরেছিলেন নোরাকে। জঘন্য অবস্থা তৈরি হয়েছিল সেই সেটে।

| Updated on: Jan 08, 2024 | 5:31 PM
কেরিয়ারের শুরুতে এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী নোরা ফতেহি। মারামারি, চুলোচুলি হয়েছিল সহ-অভিনেতার সঙ্গে।

কেরিয়ারের শুরুতে এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী নোরা ফতেহি। মারামারি, চুলোচুলি হয়েছিল সহ-অভিনেতার সঙ্গে।

1 / 8
নোরা তখন স্ট্রাগল করছিলেন। একটি ছবিতে অভিনয়ের জন্য অফার আসে তাঁর কাছে। শুটিং করতে যেতে হয় বাংলার সুন্দরবনে।

নোরা তখন স্ট্রাগল করছিলেন। একটি ছবিতে অভিনয়ের জন্য অফার আসে তাঁর কাছে। শুটিং করতে যেতে হয় বাংলার সুন্দরবনে।

2 / 8
রাতের বেলা শুটিং চলাকালীন ঘটে যায় সেই অপ্রীতিকর ঘটনা। যা এখনও পর্যন্ত ভুলতে পারেননি নোরা।

রাতের বেলা শুটিং চলাকালীন ঘটে যায় সেই অপ্রীতিকর ঘটনা। যা এখনও পর্যন্ত ভুলতে পারেননি নোরা।

3 / 8
সেই আউটডোর শুটিংয়ে অভিনেতার সঙ্গে বচসা হয়। তিনি কষিয়ে থাপ্পড় মেরেছিলেন সেই সহ-অভিনেতাকে।

সেই আউটডোর শুটিংয়ে অভিনেতার সঙ্গে বচসা হয়। তিনি কষিয়ে থাপ্পড় মেরেছিলেন সেই সহ-অভিনেতাকে।

4 / 8
পাল্টা সেই সহ-অভিনেতাও চুপ থাকেননি। নোরাকে উল্টে চড় মেরেছিলেন। তারপরই মারামারি হয়েছিল তাঁদের। ইউনিটের সক্কলে ছুট্টে এসেছিল সেই ঝগড়া থামাতে।

পাল্টা সেই সহ-অভিনেতাও চুপ থাকেননি। নোরাকে উল্টে চড় মেরেছিলেন। তারপরই মারামারি হয়েছিল তাঁদের। ইউনিটের সক্কলে ছুট্টে এসেছিল সেই ঝগড়া থামাতে।

5 / 8
নোরা ফাতেহি- প্রথম ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নোরা। বাংলাদেশে তাঁর সহকর্মী ভাল অভিনয় না করায় তিনি সপাটে একটি চড় মেরেছিলেন মেজাজ হারিয়ে।

নোরা ফাতেহি- প্রথম ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নোরা। বাংলাদেশে তাঁর সহকর্মী ভাল অভিনয় না করায় তিনি সপাটে একটি চড় মেরেছিলেন মেজাজ হারিয়ে।

6 / 8
সেই ঘটনার কথা 'দ্য কাপিল শর্মা' শোতে এসে বলেছিলেন নোরা। বলতে-বলতে যদিও হাসিতে গড়িয়ে গিয়েছিলেন তিনি।

সেই ঘটনার কথা 'দ্য কাপিল শর্মা' শোতে এসে বলেছিলেন নোরা। বলতে-বলতে যদিও হাসিতে গড়িয়ে গিয়েছিলেন তিনি।

7 / 8
অত পুরনো মারামারি মনে পড়তেই মনের ক্ষোভপ্রকাশ করতে গিয়ে তৎকালীন সহ-অভিনেতাকে 'কুত্তা' (পড়ুন কুকুর) বলেছিলেন নোরা।

অত পুরনো মারামারি মনে পড়তেই মনের ক্ষোভপ্রকাশ করতে গিয়ে তৎকালীন সহ-অভিনেতাকে 'কুত্তা' (পড়ুন কুকুর) বলেছিলেন নোরা।

8 / 8
Follow Us: