Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photo Gallery: বাইক ছুটিয়ে গঙ্গা বাঁচানোর ডাক

১০ সেপ্টেম্বর রওনা হয়ে ১০ অক্টোবর ফিরে আসার পরিকল্পনা রয়েছে এই দুই মাউন্টেন বাইকারের। এক মাসের অভিযানে প্রায় ৬০০০ কিলোমিটারের মত পথ বাইকে আর প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ট্রেক করবেন তাঁরা।

| Edited By: | Updated on: Sep 11, 2021 | 2:34 PM
১৯৭৭ এ স্যার এডমন্ড হিলারি ও তাঁর পুত্র পিটার হিলারি গঙ্গার মোহনা থেকে উৎসমুখ পর্যন্ত একটি জেটবোট অভিযান করেন। “ফ্রম ওসান টু স্কাই” (From Ocean to Sky ) শীর্ষক সেই অভিযানের স্মৃতিকে উসকে দিয়ে ৪৫ বছর পর ওই একই পথে বাইক নিয়ে অভিযানে চললেন দুই বাঙালি মাউন্টেন বাইকার। নৈহাটির সুজয় মণ্ডল আর বারাসাতের রবিশঙ্কর গায়েন আগামী ১০ সেপ্টেম্বর বাইকে স্টার্ট দিচ্ছেন। পাড়ি দেবেন প্রায় ৬০০০ কিলোমিটার পথ। আর এই সারাটা যাত্রাপথ জুড়ে তাঁরা ছড়াতে ছড়াতে যাবেন গঙ্গাকে নির্মল ও নিষ্কলুষ রাখার সচেতনতার বার্তা।

১৯৭৭ এ স্যার এডমন্ড হিলারি ও তাঁর পুত্র পিটার হিলারি গঙ্গার মোহনা থেকে উৎসমুখ পর্যন্ত একটি জেটবোট অভিযান করেন। “ফ্রম ওসান টু স্কাই” (From Ocean to Sky ) শীর্ষক সেই অভিযানের স্মৃতিকে উসকে দিয়ে ৪৫ বছর পর ওই একই পথে বাইক নিয়ে অভিযানে চললেন দুই বাঙালি মাউন্টেন বাইকার। নৈহাটির সুজয় মণ্ডল আর বারাসাতের রবিশঙ্কর গায়েন আগামী ১০ সেপ্টেম্বর বাইকে স্টার্ট দিচ্ছেন। পাড়ি দেবেন প্রায় ৬০০০ কিলোমিটার পথ। আর এই সারাটা যাত্রাপথ জুড়ে তাঁরা ছড়াতে ছড়াতে যাবেন গঙ্গাকে নির্মল ও নিষ্কলুষ রাখার সচেতনতার বার্তা।

1 / 7
পর্বতারোহণের প্রশিক্ষক হিসাবে ৩০টিরও বেশি রক-ক্লাইম্বিং কোর্স করিয়েছেন নৈহাটির বিজয়নগরের সুজয়বাবু। ১২টি পর্বতারোহণ অভিযানে লিডার, ডেপুটি লিডার এবং ক্লাইম্বিং লিডার হিসাবেও কাজ করেছেন। আর ২০১২- তে পাহাড়ে বাইকিং এর নেশায় করে ফেলেছেন দুটি জাতীয় রেকর্ডও। পৃথিবীর সর্বোচ্চ ৯টি গিরিবর্ত্ম ঘুরে এসেছে সুজয়ের ১০০ সিসির মোটরসাইকেল।

পর্বতারোহণের প্রশিক্ষক হিসাবে ৩০টিরও বেশি রক-ক্লাইম্বিং কোর্স করিয়েছেন নৈহাটির বিজয়নগরের সুজয়বাবু। ১২টি পর্বতারোহণ অভিযানে লিডার, ডেপুটি লিডার এবং ক্লাইম্বিং লিডার হিসাবেও কাজ করেছেন। আর ২০১২- তে পাহাড়ে বাইকিং এর নেশায় করে ফেলেছেন দুটি জাতীয় রেকর্ডও। পৃথিবীর সর্বোচ্চ ৯টি গিরিবর্ত্ম ঘুরে এসেছে সুজয়ের ১০০ সিসির মোটরসাইকেল।

2 / 7
১০ সেপ্টেম্বর রওনা হয়ে ১০ অক্টোবর ফিরে আসার পরিকল্পনা এই দুই মাউন্টেন বাইকারের। মোট প্রায় ৬০০০ কিলোমিটারের মত বাইকে আর প্রায় ৪০ কিলোমিটার ট্রেক করবেন তাঁরা এক মাসের অভিযানে। তাঁদের যাত্রাপথে পড়বে ভাগলপুর, বারাণসী, কানপুর, দিল্লী, হরিদ্বার আর উত্তরকাশী। গঙ্গোত্রী থেকে ফেরার পথে এই দুই বাইকার যাবেন শ্রীনগর হয়ে বদ্রীনাথ, মানা পাস ও কর্ণপ্রয়াগ। ফিরতি পথে নৈনিতাল, বারেলি, এলাহাবাদ, বারাণসী, গয়া ও ধানবাদ হয়ে ২২০ সিসির মোটরসাইকেল নিয়ে ফিরবেন বাংলায়। যাত্রা শুরু করে দশম দিনে গঙ্গোত্রী পৌছনোর পরিকল্পনা সুজয় মণ্ডল আর বারাসাতের রবিশঙ্কর গায়েনের।

১০ সেপ্টেম্বর রওনা হয়ে ১০ অক্টোবর ফিরে আসার পরিকল্পনা এই দুই মাউন্টেন বাইকারের। মোট প্রায় ৬০০০ কিলোমিটারের মত বাইকে আর প্রায় ৪০ কিলোমিটার ট্রেক করবেন তাঁরা এক মাসের অভিযানে। তাঁদের যাত্রাপথে পড়বে ভাগলপুর, বারাণসী, কানপুর, দিল্লী, হরিদ্বার আর উত্তরকাশী। গঙ্গোত্রী থেকে ফেরার পথে এই দুই বাইকার যাবেন শ্রীনগর হয়ে বদ্রীনাথ, মানা পাস ও কর্ণপ্রয়াগ। ফিরতি পথে নৈনিতাল, বারেলি, এলাহাবাদ, বারাণসী, গয়া ও ধানবাদ হয়ে ২২০ সিসির মোটরসাইকেল নিয়ে ফিরবেন বাংলায়। যাত্রা শুরু করে দশম দিনে গঙ্গোত্রী পৌছনোর পরিকল্পনা সুজয় মণ্ডল আর বারাসাতের রবিশঙ্কর গায়েনের।

3 / 7
শুক্রবার সকালে যাত্রা শুরু হল গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনে ২২০ সিসির বাইকের। দুই বন্ধু WB 26 B 2423 এ সওয়ার হয়ে এক মাস ধরে ঘুরবেন গঙ্গার অববাহিকায় আর ছড়াবেন গঙ্গাকে নিস্কলুষ রাখার অঙ্গীকার।

শুক্রবার সকালে যাত্রা শুরু হল গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনে ২২০ সিসির বাইকের। দুই বন্ধু WB 26 B 2423 এ সওয়ার হয়ে এক মাস ধরে ঘুরবেন গঙ্গার অববাহিকায় আর ছড়াবেন গঙ্গাকে নিস্কলুষ রাখার অঙ্গীকার।

4 / 7
অতীত যাত্রার স্মৃতি কিছু নুড়ি, পাথর, স্ফটিক, জীবাশ্ম, জেলিফিস, শৈবাল কিংবা ভূর্জপত্র স্কুলের ছোটরা দেখতে বড় আগ্রহী। তারা সুজয়ের মনের খুব কাছের। তাদের ওই আপাত ফেলনা, আদতে খেলনার চেয়েও দামি সম্ভার দেখিয়ে প্রকৃতি বীক্ষণের প্রথম পাঠ দেন সুজয় মণ্ডল। এবার গঙ্গার উৎস থেকে মোহনা অবধি দুপাড়ের অববাহিকার কিছু সংগ্রহ আসতে চলেছে এই সম্ভারে।

অতীত যাত্রার স্মৃতি কিছু নুড়ি, পাথর, স্ফটিক, জীবাশ্ম, জেলিফিস, শৈবাল কিংবা ভূর্জপত্র স্কুলের ছোটরা দেখতে বড় আগ্রহী। তারা সুজয়ের মনের খুব কাছের। তাদের ওই আপাত ফেলনা, আদতে খেলনার চেয়েও দামি সম্ভার দেখিয়ে প্রকৃতি বীক্ষণের প্রথম পাঠ দেন সুজয় মণ্ডল। এবার গঙ্গার উৎস থেকে মোহনা অবধি দুপাড়ের অববাহিকার কিছু সংগ্রহ আসতে চলেছে এই সম্ভারে।

5 / 7
এই ১১০ সিসির মোটর সাইকেল নিয়ে অতীতে রেকর্ড করেছিলেন নৈহাটির সুজয় মণ্ডল। এবারের যাত্রা শুরুর আগে তাই অতীত স্মৃতির প্রতিফলন মনোবল বাড়াচ্ছে।

এই ১১০ সিসির মোটর সাইকেল নিয়ে অতীতে রেকর্ড করেছিলেন নৈহাটির সুজয় মণ্ডল। এবারের যাত্রা শুরুর আগে তাই অতীত স্মৃতির প্রতিফলন মনোবল বাড়াচ্ছে।

6 / 7
স্যার এডমন্ড হিলারির অভিযানে পৃষ্ঠপোষকতা ছিল নিউজিল্যান্ড সরকারের। আর এই দুই বাইকার চলেছেন সম্পূর্ণ নিজেদের খরচে। নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার শুভেচ্ছাও পেয়েছেন সুজয় আর রবিশঙ্কর। সুজয় মণ্ডলের নৈহাটির বাড়িতে এখন শেষ মুহূর্তের গোছগাছ চলছে। খুব কম খরচে এবং কম জিনিসপত্র নিয়ে কীভাবে দুরপাল্লার বাইকিং করতে হয় এ বিষয়ে সিদ্ধহস্ত সুজয়। এর আগে পাহাড় ছাড়াও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও বাইকিং করেছেন তিনি।

স্যার এডমন্ড হিলারির অভিযানে পৃষ্ঠপোষকতা ছিল নিউজিল্যান্ড সরকারের। আর এই দুই বাইকার চলেছেন সম্পূর্ণ নিজেদের খরচে। নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজার শুভেচ্ছাও পেয়েছেন সুজয় আর রবিশঙ্কর। সুজয় মণ্ডলের নৈহাটির বাড়িতে এখন শেষ মুহূর্তের গোছগাছ চলছে। খুব কম খরচে এবং কম জিনিসপত্র নিয়ে কীভাবে দুরপাল্লার বাইকিং করতে হয় এ বিষয়ে সিদ্ধহস্ত সুজয়। এর আগে পাহাড় ছাড়াও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও বাইকিং করেছেন তিনি।

7 / 7
Follow Us: