Camping: হিমালয়ের কোলে ক্যাম্পিং করার সুযোগ রয়েছে এই জায়গাগুলিতে…

পাহাড়ের কোলে, লেকের ধারে, প্রকৃতির মাঝে কিছুটা সময় একান্তে কাটাতে চান? ট্রেক, কাম্পিংয়ের মত অ্যাডভেঞ্চার-মূলক অভিজ্ঞতাও সঞ্চয় করতে চান? হিমালয়ের এই নৈসর্গিক পরিবেশে ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে। চাইলে একবার ঢুঁ মেরে আসতে পারেন।

| Edited By: | Updated on: Jan 24, 2022 | 2:23 PM
সাংলা ঘাটি- হিমালয়ের একটি জনপ্রিয় ক্যাম্পিং সাইট হল সাংলা ঘাটি। পাইন, দেবদার গাছে ঘেরা এই ছোট্ট জনপদে আপনি ক্যাম্পিং করতে পারবেন।

সাংলা ঘাটি- হিমালয়ের একটি জনপ্রিয় ক্যাম্পিং সাইট হল সাংলা ঘাটি। পাইন, দেবদার গাছে ঘেরা এই ছোট্ট জনপদে আপনি ক্যাম্পিং করতে পারবেন।

1 / 6
ধর্মশালা- সবুজে ঘেরা এই জনপদে আপনি নিরিবিলতে কিছুটা সময় কাটাতে পারবেন। ধর্ম‌শালার বিভিন্ন জায়গায় রয়েছে ক্যাম্পিংয়ের সুযোগ।

ধর্মশালা- সবুজে ঘেরা এই জনপদে আপনি নিরিবিলতে কিছুটা সময় কাটাতে পারবেন। ধর্ম‌শালার বিভিন্ন জায়গায় রয়েছে ক্যাম্পিংয়ের সুযোগ।

2 / 6
পাংগং লেক- ৪,৩০০ মিটার উচ্চতায় অবস্থিত পাংগং লেক বিশ্বের উচ্চতম লবণাক্ত হ্রদ। এখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন।

পাংগং লেক- ৪,৩০০ মিটার উচ্চতায় অবস্থিত পাংগং লেক বিশ্বের উচ্চতম লবণাক্ত হ্রদ। এখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন।

3 / 6
নাহন- হিমাচল প্রদেশের সোলান ভ্যালির ছোট্ট জনপদ নাহন। ৯৩২ মিটার উচ্চতায় অবস্থিত এই নাহনে রয়েছে ক্যাম্পিংয়ের সুযোগ।

নাহন- হিমাচল প্রদেশের সোলান ভ্যালির ছোট্ট জনপদ নাহন। ৯৩২ মিটার উচ্চতায় অবস্থিত এই নাহনে রয়েছে ক্যাম্পিংয়ের সুযোগ।

4 / 6
ভীমতাল- ১,৩৭০ মিটার উচ্চতায় নৈনিতালের কাছে অবস্থিত ভীমতাল। যেমন শান্ত পরিবেশন তেমনই নৈসর্গিক সৌন্দর্য। এখানে আপনি পাহাড়ের কোলে হ্রদের ধারে ক্যাম্পিং করতে পারবেন।

ভীমতাল- ১,৩৭০ মিটার উচ্চতায় নৈনিতালের কাছে অবস্থিত ভীমতাল। যেমন শান্ত পরিবেশন তেমনই নৈসর্গিক সৌন্দর্য। এখানে আপনি পাহাড়ের কোলে হ্রদের ধারে ক্যাম্পিং করতে পারবেন।

5 / 6
ভ্যালি অফ ফ্লাওয়ার- উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা নিজের মত করে সুন্দর। এখানে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকার মত। এখানে ট্রেক করতে পারেন এবং এখানে রয়েছে ক্যাম্পিংয়ের সুযোগ।

ভ্যালি অফ ফ্লাওয়ার- উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা নিজের মত করে সুন্দর। এখানে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকার মত। এখানে ট্রেক করতে পারেন এবং এখানে রয়েছে ক্যাম্পিংয়ের সুযোগ।

6 / 6
Follow Us: