Fatakeshta Kali Puja: ফাটাকেষ্টর কালীপুজোয় পাশাপাশি মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়; দেখুন ছবি

Kali Puja: কলেজ স্ট্রিট লাগোয়া সীতারাম ঘোষ স্ট্রিটের নামকরা বারোয়ারি কালীপুজো। যা সকলের কাছে ফাটাকেষ্টর কালীপুজো নামে পরিচিত। সেই কালীপুজোর উদ্বোধনে একসঙ্গে দেখা গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মুকুল রায়কে।

| Edited By: | Updated on: Oct 28, 2022 | 4:34 PM
কলেজ স্ট্রিট লাগোয়া সীতারাম ঘোষ স্ট্রিটের নামকরা বারোয়ারি কালীপুজো। যা সকলের কাছে ফাটাকেষ্টর কালীপুজো নামে পরিচিত। সেই কালীপুজোর উদ্বোধনে একসঙ্গে দেখা গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মুকুল রায়কে।

কলেজ স্ট্রিট লাগোয়া সীতারাম ঘোষ স্ট্রিটের নামকরা বারোয়ারি কালীপুজো। যা সকলের কাছে ফাটাকেষ্টর কালীপুজো নামে পরিচিত। সেই কালীপুজোর উদ্বোধনে একসঙ্গে দেখা গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মুকুল রায়কে।

1 / 5
কিছুটা অন্তরাল পর্বে মুকুল রায় ছিলেন, তা মানেন তাঁর অতি বড় ঘনিষ্ঠও। কিন্তু পুজোপর্ব থেকে খানিকটা সক্রিয় হতে দেখা যাচ্ছে মুকুলকে। তা সে তাঁর কাঁচড়াপাড়া কিংবা সল্টলেকের বাড়িতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার বিজয়ার শুভেচ্ছা বিনিময় হোক কিংবা কালীপুজোর উদ্বোধনে হোক। কিছুটা হলেও প্রকাশ্যে দেখা যাচ্ছে একদা তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ডকে।

কিছুটা অন্তরাল পর্বে মুকুল রায় ছিলেন, তা মানেন তাঁর অতি বড় ঘনিষ্ঠও। কিন্তু পুজোপর্ব থেকে খানিকটা সক্রিয় হতে দেখা যাচ্ছে মুকুলকে। তা সে তাঁর কাঁচড়াপাড়া কিংবা সল্টলেকের বাড়িতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার বিজয়ার শুভেচ্ছা বিনিময় হোক কিংবা কালীপুজোর উদ্বোধনে হোক। কিছুটা হলেও প্রকাশ্যে দেখা যাচ্ছে একদা তৃণমূলের সেকেন্ড-ইন কমান্ডকে।

2 / 5
আগামী সোমবার কালীপুজো। কলকাতার নামজাদা পুজোগুলির উদ্বোধন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শনিবার ফাটা কেষ্টর উদ্বোধন হয়। সেখানে ছিলেন মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আগামী সোমবার কালীপুজো। কলকাতার নামজাদা পুজোগুলির উদ্বোধন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শনিবার ফাটা কেষ্টর উদ্বোধন হয়। সেখানে ছিলেন মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়।

3 / 5
নবযুবক সংঘের পুজো একটা সময়ের পর ফাটাকেষ্টর কালীপুজো হিসাবেই মুখে মুখে ফেরে। ৬৫ বছর হয়ে গেল এই পুজোর। এখানে প্রতিমা নীলবর্ণের, মুক্তকেশী। একটা সময় মুম্বই থেকে তারকারাও এসেছেন ফাটাকেষ্টর পুজো দেখতে।

নবযুবক সংঘের পুজো একটা সময়ের পর ফাটাকেষ্টর কালীপুজো হিসাবেই মুখে মুখে ফেরে। ৬৫ বছর হয়ে গেল এই পুজোর। এখানে প্রতিমা নীলবর্ণের, মুক্তকেশী। একটা সময় মুম্বই থেকে তারকারাও এসেছেন ফাটাকেষ্টর পুজো দেখতে।

4 / 5
এই পুজোর উদ্বোধনে আসতেন মহানায়ক উত্তম কুমার। এসেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও। এতগুলো দশক ধরে এতটুকু কৌলিন্য হারায়নি এই পুজোর আয়োজন।

এই পুজোর উদ্বোধনে আসতেন মহানায়ক উত্তম কুমার। এসেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও। এতগুলো দশক ধরে এতটুকু কৌলিন্য হারায়নি এই পুজোর আয়োজন।

5 / 5
Follow Us: