AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood News: ঋতুপর্ণা সেনগুপ্তর সাহসকে বাহবা জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর ‘ইচ্ছে’পূরণ করেছিলেন অভিনেত্রী

Icche at 11: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় একাধিক ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। উল্লেখযোগ্য 'প্রাক্তন' ও 'মুক্তধারা'।

| Edited By: | Updated on: Jul 16, 2022 | 8:11 AM
Share
'ইচ্ছে' ছবিটার ১১ বছর পূরণ হল। বিগত ১৫ বছরের বাংলা ছবির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ছবি। শিবপ্রসাদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, "আজ ১৫ই জুলাই, আজ থেকে ঠিক ১১ বছর আগে (১৫ই জুলাই, ২০১১) মুক্তি পেয়েছিল নন্দিতাদি ও আমার প্রথম ছবি 'ইচ্ছে'।"

'ইচ্ছে' ছবিটার ১১ বছর পূরণ হল। বিগত ১৫ বছরের বাংলা ছবির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ছবি। শিবপ্রসাদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, "আজ ১৫ই জুলাই, আজ থেকে ঠিক ১১ বছর আগে (১৫ই জুলাই, ২০১১) মুক্তি পেয়েছিল নন্দিতাদি ও আমার প্রথম ছবি 'ইচ্ছে'।"

1 / 6
যুগটা ছিল রিমেকের। 'ইচ্ছে' নিয়ে যাঁদের কাছেই গিয়েছিলাম, সব প্রযোজকই তখন একটি রিমেক সিনেমার ডিভিডি হাতে দিয়ে বলেছিল, "তোমার গল্প ভাল, চিত্রনাট্য খুব সুন্দর, শুনলেই চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু এই সিনেমাটা করতে পারব না। বরং তুমি এই সিনেমাটা দেখো"। সেটা কোনও তামিল বা তেলেগু সিনেমা ছিল, আর আমাদের উত্তর ছিল, "করলে এই সিনেমাটাই করব। কোনও বড় তারকা ছবিতে থাকবে না। কোনও সুপারস্টার এই ছবিতে থাকবে না। মায়ের চরিত্রে সোহিনী সেনগুপ্ত এবং ছেলের চরিত্রে সমদর্শী দত্তই থাকবে"।"

যুগটা ছিল রিমেকের। 'ইচ্ছে' নিয়ে যাঁদের কাছেই গিয়েছিলাম, সব প্রযোজকই তখন একটি রিমেক সিনেমার ডিভিডি হাতে দিয়ে বলেছিল, "তোমার গল্প ভাল, চিত্রনাট্য খুব সুন্দর, শুনলেই চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু এই সিনেমাটা করতে পারব না। বরং তুমি এই সিনেমাটা দেখো"। সেটা কোনও তামিল বা তেলেগু সিনেমা ছিল, আর আমাদের উত্তর ছিল, "করলে এই সিনেমাটাই করব। কোনও বড় তারকা ছবিতে থাকবে না। কোনও সুপারস্টার এই ছবিতে থাকবে না। মায়ের চরিত্রে সোহিনী সেনগুপ্ত এবং ছেলের চরিত্রে সমদর্শী দত্তই থাকবে"।"

2 / 6
তিনি বলেন, "কলকাতা শহরের কোনও প্রযোজক বোধহয় নেই, যাঁদের কাছে 'ইচ্ছে' নিয়ে যাইনি। তাঁরা পরবর্তীকালে এই নিয়ে আমায় সাধুবাদও জানিয়েছেন। কেউ কেউ আপশোসও করেছেন। সাধুবাদ জানিয়েছেন এই কারণে, যে আমরা আমাদের মত পাল্টাইনি। 'ইচ্ছে' মুক্তি পেয়েছিল ১৫ই জুলাই। সেইদিন আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছিল - ' জিন্দেগি না মিলেগি দোবারা ' এবং ' হ্যারি পটার '।"

তিনি বলেন, "কলকাতা শহরের কোনও প্রযোজক বোধহয় নেই, যাঁদের কাছে 'ইচ্ছে' নিয়ে যাইনি। তাঁরা পরবর্তীকালে এই নিয়ে আমায় সাধুবাদও জানিয়েছেন। কেউ কেউ আপশোসও করেছেন। সাধুবাদ জানিয়েছেন এই কারণে, যে আমরা আমাদের মত পাল্টাইনি। 'ইচ্ছে' মুক্তি পেয়েছিল ১৫ই জুলাই। সেইদিন আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছিল - ' জিন্দেগি না মিলেগি দোবারা ' এবং ' হ্যারি পটার '।"

3 / 6
পরিচালক লিখেছেন, "'ইচ্ছে' মুক্তি পাওয়ার কথাই ছিল না। সিনেমা তৈরি হয়েছিল ২০০৮ সালে। তার তিন বছর পর অর্থাৎ ২০১১ সালে সেটি মুক্তি পায়। নানা কারণে সিনেমাটি আটকে ছিল। ইন্ডাস্ট্রির ভিতরের মানুষরা জবাব দিয়ে দিয়েছিলেন এই সিনেমা কোনোওদিন মুক্তি পাবে না। ভগবান মুখ তুলে চেয়েছিলেন। আর আপনারা ভালবাসা দিয়েছিলেন। সাহস দিয়েছিলেন। তাই মুক্তি পাওয়ার পর 'ইচ্ছে' ১২৫ দিন চলেছিল। প্রথম সপ্তাহে ওই বিশাল দুটি সিনেমা, মুক্তির আগে চলছিল ' দেলি বেলি ২' , ২২শে জুলাই ছিল ' সিংহম '। ২৯শে জুলাই ছিল অপর্ণা সেনের ' ইতি মৃণালিনী'। ১০ই আগস্ট ছিল মিঠুন চক্রবর্তীর 'আমি সুভাষ বলছি '। কাজেই সব বাধা পেরিয়ে 'ইচ্ছে' যে এতদিন টিকে থাকবে সেটা কেউ ভাবেনি।"

পরিচালক লিখেছেন, "'ইচ্ছে' মুক্তি পাওয়ার কথাই ছিল না। সিনেমা তৈরি হয়েছিল ২০০৮ সালে। তার তিন বছর পর অর্থাৎ ২০১১ সালে সেটি মুক্তি পায়। নানা কারণে সিনেমাটি আটকে ছিল। ইন্ডাস্ট্রির ভিতরের মানুষরা জবাব দিয়ে দিয়েছিলেন এই সিনেমা কোনোওদিন মুক্তি পাবে না। ভগবান মুখ তুলে চেয়েছিলেন। আর আপনারা ভালবাসা দিয়েছিলেন। সাহস দিয়েছিলেন। তাই মুক্তি পাওয়ার পর 'ইচ্ছে' ১২৫ দিন চলেছিল। প্রথম সপ্তাহে ওই বিশাল দুটি সিনেমা, মুক্তির আগে চলছিল ' দেলি বেলি ২' , ২২শে জুলাই ছিল ' সিংহম '। ২৯শে জুলাই ছিল অপর্ণা সেনের ' ইতি মৃণালিনী'। ১০ই আগস্ট ছিল মিঠুন চক্রবর্তীর 'আমি সুভাষ বলছি '। কাজেই সব বাধা পেরিয়ে 'ইচ্ছে' যে এতদিন টিকে থাকবে সেটা কেউ ভাবেনি।"

4 / 6
পরিচালকের কথায়, "প্রথম সপ্তাহে হল পেয়েছিলাম আমরা মাত্র ৭টি। চতুর্থ সপ্তাহে সেই হল গিয়ে দাঁড়ায় ৭০টি। বলাই বাহুল্য, কোনও মাল্টিপ্লেক্সে 'ইচ্ছে' জায়গাই পায়নি।"

পরিচালকের কথায়, "প্রথম সপ্তাহে হল পেয়েছিলাম আমরা মাত্র ৭টি। চতুর্থ সপ্তাহে সেই হল গিয়ে দাঁড়ায় ৭০টি। বলাই বাহুল্য, কোনও মাল্টিপ্লেক্সে 'ইচ্ছে' জায়গাই পায়নি।"

5 / 6
ছবি নিয়ে মজার গল্প বলতে গিয়ে শিবপ্রসাদ বলেন, "'ইচ্ছে' নিয়ে অনেক গল্প আছে। 'ইচ্ছে' অনেক মিথ ভেঙেছিল। 'ইচ্ছে' সাহস দিয়েছিল। 'ইচ্ছে' স্বপ্ন দেখিয়েছিল ওড়ার। আর তাই আজও সেই সাহস নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে সিনেমা বানিয়ে যাচ্ছি। 'ইচ্ছে'র ১১তম বছরে, 'ইচ্ছে'র পরিবারের সকল মানুষকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শ্রীমতি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শ্রী রাকেশ সিংকে। ভাই রাকেশ, কেন তুমি ছবিটি প্রযোজনা করেছিলে আর কেই বা তোমাকে সাহস দিয়েছিল সে আমি জানি না। কিন্তু তোমাকে ভোলা কঠিন। আর রইল পড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজে অভিনেত্রী হয়েও অভিনেত্রী কেন্দ্রিক কোনও সিনেমাকে নিবেদক হিসেবে নিবেদন করার সাহস বা 'ইচ্ছে' মনে হয় না এর আগে কেউ দেখিয়েছেন। 'ইচ্ছে' নিয়ে অফুরান গল্প আছে, নিশ্চয়ই কোনও একদিন এক-এক করে বলব আপনাদের কাছে।

ছবি নিয়ে মজার গল্প বলতে গিয়ে শিবপ্রসাদ বলেন, "'ইচ্ছে' নিয়ে অনেক গল্প আছে। 'ইচ্ছে' অনেক মিথ ভেঙেছিল। 'ইচ্ছে' সাহস দিয়েছিল। 'ইচ্ছে' স্বপ্ন দেখিয়েছিল ওড়ার। আর তাই আজও সেই সাহস নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে সিনেমা বানিয়ে যাচ্ছি। 'ইচ্ছে'র ১১তম বছরে, 'ইচ্ছে'র পরিবারের সকল মানুষকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শ্রীমতি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শ্রী রাকেশ সিংকে। ভাই রাকেশ, কেন তুমি ছবিটি প্রযোজনা করেছিলে আর কেই বা তোমাকে সাহস দিয়েছিল সে আমি জানি না। কিন্তু তোমাকে ভোলা কঠিন। আর রইল পড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজে অভিনেত্রী হয়েও অভিনেত্রী কেন্দ্রিক কোনও সিনেমাকে নিবেদক হিসেবে নিবেদন করার সাহস বা 'ইচ্ছে' মনে হয় না এর আগে কেউ দেখিয়েছেন। 'ইচ্ছে' নিয়ে অফুরান গল্প আছে, নিশ্চয়ই কোনও একদিন এক-এক করে বলব আপনাদের কাছে।

6 / 6