কেবল অভিনয়, লেখাপড়া ও রূপচর্চা নয়, মৌনির একাধিক শখও আছে। তিনি বই পড়তে ভালবাসেন। ছবি আঁকতে, বেড়াতে যেতে ও নাচতে ভালবাসেন মৌনি। খেতে ভালবাসেন কড়ি চাওয়াল, খিচুড়ি, মিষ্টি দই ও চাইনিজ়। বলিউডে তাঁর প্রিয় নায়ক শাহরুখ খান। যদিও এখনও পর্যন্ত শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ আসেনি তাঁর। হলিউডে তাঁর প্রিয় নায়ক লিওনার্ডো ডি কেপ্রিও, রায়ান গসলিং। প্রিয় অভিনেত্রী একজনই—মাধুরী দীক্ষিত। প্রিয় গান লতা মঙ্গেশকরের গাওয়া 'লগ যা গলে'। প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা লন্ডন ও প্যারিস। প্রিয় লেখক উইলিয়াম শেক্সপিয়ার। ৭০ কোটি টাকার সম্পত্তি আছে মৌনির।