UEFA Nations League: অস্ট্রিয়াকে হারিয়ে লিগ টেবল টপার ডেনমার্ক

উয়েফা নেশন্স লিগের ম্যাচে সোমবার রাতে অস্ট্রিয়াকে (Austria) নিজেদের ঘরের মাঠে হারাল ডেনমার্ক (Denmark)। পার্কেন স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে ডেনমার্ক। এই জয়ের ফলে লিগ টেবলের এক নম্বরে পৌঁছে গিয়েছে ড্যানিশরা।

| Edited By: | Updated on: Jun 14, 2022 | 12:21 PM
ম্যাচের ২১ মিনিটের মাথায় জোয়াকিম মাহেলের পাস থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন জোনাস উইন্ড (Jonas Wind)।

ম্যাচের ২১ মিনিটের মাথায় জোয়াকিম মাহেলের পাস থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন জোনাস উইন্ড (Jonas Wind)।

1 / 4
৩৭ মিনিটের মাথায় জোনাস উইন্ডের পাস থেকে ড্যানিশদের হয়ে দ্বিতীয় গোল করেন আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (Andreas Skov Olsen)।

৩৭ মিনিটের মাথায় জোনাস উইন্ডের পাস থেকে ড্যানিশদের হয়ে দ্বিতীয় গোল করেন আন্দ্রেয়াস স্কোভ ওলসেন (Andreas Skov Olsen)।

2 / 4
পাস অ্যাকিউরেসিতে ডেনমার্ককে যথেষ্ট টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল অস্ট্রিয়া। (ডেনমার্ক ৮৫%, অস্ট্রিয়া ৮৩%) তবে গোলের মুখ দেখা হয়নি অস্ট্রিয়ার।

পাস অ্যাকিউরেসিতে ডেনমার্ককে যথেষ্ট টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল অস্ট্রিয়া। (ডেনমার্ক ৮৫%, অস্ট্রিয়া ৮৩%) তবে গোলের মুখ দেখা হয়নি অস্ট্রিয়ার।

3 / 4
অস্ট্রিয়াকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবলের ফাস্ট বয় ডেনমার্ক। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯। সম সংখ্যক ম্যাচ খেলে ৩ নম্বরে রয়েছে ডেনমার্ক। তাদের পয়েন্ট ৪।

অস্ট্রিয়াকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবলের ফাস্ট বয় ডেনমার্ক। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯। সম সংখ্যক ম্যাচ খেলে ৩ নম্বরে রয়েছে ডেনমার্ক। তাদের পয়েন্ট ৪।

4 / 4
Follow Us: