মিডিয়ার সঙ্গে খুব একটা মিশতে দেখা যায় না শাহরুখ খানের ছেলেমেয়েদের।
কেন তাঁরা চুপ থাকেন মিডিয়ার সামনে কিংবা থাকেন ভাবলেশহীন?
এমনটা কিন্তু লক্ষ্য করা যায় না অন্যান্য স্টারকিডদের ক্ষেত্রে।
তবে পাপারাৎজ়িদের অনুমান শাহরুখের তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রাম একদিন ঠিকই মুখ খুলবেন পাপারাৎজ়ির সামনে।
সুহানার ডেবিউ ছবি 'দ্য আর্চিজ়' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তখন হয়তো তিনি মিডিয়ার সামনে মুখ খুলবেন।
আরিয়ানও নিজের পরিচালিত ছবি নিয়ে আসছেন, হয়তো তখন মুখ খুলবেন তিনিও।