World TB Day 2023: যক্ষ্মা নিয়ে এই সব ভুল ধারণা আজও গেঁথে রয়েছে মানুষের মনে, যা কিছু জানবেন
TV9 Bangla Digital | Edited By: Reshmi Pramanik
Updated on: Mar 25, 2023 | 12:37 AM
World Tuberculosis Day: সময়ে চিকিৎসা করালে যক্ষাও সেরে যায়, অযথা ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শে থাকুন
Mar 25, 2023 | 12:37 AM
একরকম ব্যাকটেরিয়া বাহিত রোগ হল যক্ষা। মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামের একরকম ব্যাকটেরিয়ায় আক্রমণে যক্ষা রোগ হয়। এই ব্যাকটেরিা ড্রপলেটের মাধ্যমে ছড়ায়।
1 / 8
কোভিড পরবর্তী সময়ে বেড়েছে যক্ষা রগের প্রকোপও। আর তাই সকলেই সাবধানে থাকতে হবে। যেহেতু হাঁচি-কাশির মাধ্যমে এই রোগ ছড়ায় তাই মাস্ক পরতে পারলে সবচাইতে ভাল।
2 / 8
অধিকাংশের ধারণা যক্ষা মূলত ফুসফুসের অসুখ। শুধুমাত্র ফুসফুসেই এর প্রভাব পড়ে। তবে এই ধারণার কিন্তু কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। মস্তিষ্ক, কিডনি, হাড় সবেতেই প্রভাব ফেলে যক্ষার ব্যাকটেরিয়া।
3 / 8
ফুসফুসের বাইরে যে যক্ষা হয় তাকে বলা হয় একস্ট্রাপালমোনারি টিউবারকিউলোসিস। আর এই যক্ষা কিন্তু সংক্রামক নয়। অর্থাৎ চট করে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে না।
4 / 8
বিশেষজ্ঞদের মতে যক্ষা কোনও জিনবাহিত রোগও নয়। ফলে এই ব্যাকটেরিয়াতে যে কেউ যে কোনও সময়ে আক্রান্ত হতে পারে। আবার বাবা-মা আক্রান্ত হলে যে সন্তান আক্রান্ত হবে এরকমটা নয় একেবারেই।
5 / 8
যক্ষারও কিন্তু চিকিৎসা রয়েছে। ঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে যক্ষা পুরোপুরি সারিয়ে তোলা যায়। এই নিয়ে অযথা ভয় পাবার কিছু নেই। শিশুদের জন্মের পর বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা প্রতিরোধ করার জন্য। কিন্তু এই টিকা নিলে যে যক্ষা হবে না এমনটা কোথাও বলা নেই।
6 / 8
প্রচুর কাশি যক্ষার প্রাথমিক লক্ষণ। এছাড়াও কাশির সঙ্গে যদি রক্তপাত হয়, বুকে ব্যথা থাকে, দুর্বলতা-ক্লান্তি এসব লেগেই থাকে, জ্বর থাকে, কোনও কারণ ছাড়াই ওজন কমতে থাকে তাহলে সাবধান। এসব লক্ষম দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন।
7 / 8
চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক চিকিৎসক দিয়ে দেবেন। ৬-৯ মাস পর্যন্ত টানা ওষুধ খেতে হয়। নিয়ম মাফিক খাওয়া-দাওয়া এবং জীবনধারায় পরিবর্তন আনলে যক্ষাও কিন্তু নিরাময়যোগ্য।