‘তোমাকে রোজ মিস করি সুপ্রিয়া’, স্ত্রীর উদ্দেশে ছবি আঁকলেন স্মৃতিমেদুর শোভনদেব

১৯৭৪ সালে বিয়ে করেছিলেন শোভেনদেব এবং সুপ্রিয়া। সেই দাম্পত্য অটুট থেকেছে ৪৫ বছর।

‘তোমাকে রোজ মিস করি সুপ্রিয়া’, স্ত্রীর উদ্দেশে ছবি আঁকলেন স্মৃতিমেদুর শোভনদেব
ছবি - শোভনদেব চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে নেওয়া।
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 8:56 PM

TV9 বাংলা ডিজিটাল: শিল্পকে সংজ্ঞায়িত করা কঠিন। তবে অনেকেই মনে করেন শিল্পীর অন্তরাত্মার প্রকাশই হল শিল্প। প্রতিটি মানুষের মধ্যেই যে এই ভাব সঞ্চারিত হয়, তা আরও একবার প্রমাণিত হল।  রাজ্যের প্রথম তৃণমূল বিধায়ক, মমতা মন্ত্রিসভার মন্ত্রী, দলের নেতা- এত পরিচয়ের মধ্যে ধামাচাপা পড়ে যাওয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) শিল্পীসত্ত্বার প্রকাশ ঘটল ৩০ নভেম্বর। আচমকাই।

আরও পড়ুন : ‘ক্ষুব্ধ’ শুভেন্দুর মেসেজ সৌগতকে, ‘কেন সংবাদমাধ্যমে এল ব্যক্তিগত আলোচনা?’

সাদা পাতায় নীল কালির কলমে একটা স্কেচ। এক পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। তাকে জড়িয়ে বুকে আশ্রয় নিয়েছেন এক নারী। ছবিতে লেখা ‘একান্তে’। সঙ্গে স্বাক্ষর- ‘শোভনদেব চট্টোপাধ্যায়, ৩০.১১.২০২০।


গত সোমবার ছিল রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকী, যেখান নেই তাঁর জীবনসঙ্গী। গত বছর দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন শোভেনদেবের স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায়। স্ত্রীর চলে যাওয়ার পর মন্ত্রীর হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা স্পষ্ট এই ছবিতে। মিষ্টভাষী মন্ত্রী শোভনদেব টিভি নাইন বাংলাকে জানালেন, স্ত্রীকে তিনি ভীষণ ‘মিস’ করেন। সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের (Supriya Chattopadhyay) অসুস্থতার কারণে এক সময় প্রায়ই হাসপাতালে ছুটতে হত তাঁকে। এখনও অনেক সময়ই বাড়ি ফেরার সময় ভুলেই যান যে সুপ্রিয়াদেবী আর নেই। তাঁকে আর হাসপাতালে নিয়ে যেতে হবে না, তাঁকে যে আর হাসপাতালে নিয়ে যেতে হবে না সে কথা স্মরণে থাকে না।

আরও পড়ুন : গেরুয়া ডিজিটাল প্লেটে শীলভদ্র লিখলেন ‘বন্ধু দেখা হবে’

১৯৭৪ সালে বিয়ে করেছিলেন শোভেনদেব এবং সুপ্রিয়া। সেই দাম্পত্য অটুট থেকেছে ৪৫ বছর। সুপ্রিয়া দেবী ছিলেন প্রিয় রঞ্জন দাশমুন্সি ও সুব্রত মুখোপাধ্যায়ের খুব কাছের। এমনও শোনা যায় যে কংগ্রেসের অনেক নেতাই সে সময় সুপ্রিয়া বলতেই ‘অজ্ঞান’ ছিলেন। আর সেই সুপ্রিয়াদেবীই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন শোভনদেবকে। বক্সার, সুপুরুষ শোভনদেবকেই মালা পরিয়েছিলেন সুপ্রিয়া। তারপর সাড়ে চার দশকের সংসার। গত বছর পাকাপাকি ‘বিচ্ছেদ’। চিরকালের জন্য শোভনদেবকে ‘একা’ করে দিয়ে চলে গিয়েছেন সু্প্রিয়া দেবী। তাঁর স্মৃতিতেই এদিন স্মৃতিমেদুর শোভনদেব চট্টোপাধ্যায়।