Amalaki Ekadashi 2022: আমলকী গাছের নীচে আরাধনা করেই মোক্ষ লাভ করেছিলেন ব্রহ্মা! জেনে নিন আমলা একাদশীর মাহাত্ম্য
Amalaki Ekadashi: ফাল্গুণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়। কথিত আছে, এদিন বিষ্ণুর পুজো করলে রোগ-তাপ বিনাশ হয়। সেই সঙ্গে মনোবাঞ্ছাও পূরণ হয়
ফাল্গুন শুক্লপক্ষের একাদশী তিথি পঞ্জিকা মতে আমলকী একাদশী (Amalaki Ekadashi) নামে পরিচিত। এই একাদশীকে রঙ্গভারী একাদশীও (Ekadashi) বলা হয়। এই একাদশী আসলে উৎসাহ এবং উদ্দীপনার প্রতীক। প্রতি বছর দোলপূর্ণিমার ঠিক আগেই পালন করা হয় বিশেষ এই তিথি। এদিন নারায়ণের পুজোর পাশাপাশি আমলকী গাছেও পুজো করা হয়। সেই সঙ্গে আমলকী ফলও নিবেদন করা হয় নারায়ণকে। বিশ্বাস, এদিন আমলকী গাছের পুজো করলে মোক্ষ লাভ সম্ভব। আর তাই এই একাদশী আমলা একাদশী (Amala Ekadashi) নামেও পরিচিত।
এদিন খুব সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণুর পুজো করুন। এরপর বাড়ির পাশে যেখানে আমলকী গাছ রয়েছে সেখানেও বিষ্ণুর একটি ছবি বসিয়ে পুজো করতে হবে। আমলকী গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখুন। এবার ধূপ, ফুল, চন্দন আর নৈবেদ্য সাজিয়ে পুজো করুন। পুজো শেষ হলে গাছতলায় ঘি-এর প্রদীপ জ্বালিয়ে আসুন। তবে প্রসাদে একটি গোটা আমলকী যেন অবশ্যই থাকে। এদিন নিরামিষ আহারের রীতি রয়েছে। দ্বাদশীর দিন স্নান সেরে পুজোর পর ব্রাহ্মণ ভোজন এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে কিছু দান করার রীতি রয়েছে। এভাবেই প্রথা মেনে পালন করা হয় আমলকী একাদশী। দোলের আগে এই বিশেষ দিনে অনেক জায়গাতেই রাধা-কৃষ্ণর পুজো হয়।
পুরাণ অনুসারে, ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। পরমব্রহ্মকে জানার জন্য তপস্যা শুরু করেছিলেন ব্রহ্মা। সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আর্বিভূত হন। চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তাঁর চোখের জল সামলে রাখতে পারেননি। নারায়ণের পায়ে তাঁর চোখের জল পড়েছিল। আর সেখান থেকেই তৈরি হয় এই গোল সবুজ ফল। নারায়ণ তখন বলেছিলেন, ‘আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে। এই দিনে ভক্তিভরে আমলকী গাছকে পুজোর মধ্যে দিয়েই আমার আরাধনা করা হবে। আমলকী একাদশীতে পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভ যোগ’। এছাড়াও বসন্তে বাড়ে রোগ-ভোগের প্রকোপ। আর তাই শরীর সুস্থ রাখতে আমলকী খাওয়ার উদ্দেশ্যেও কিন্তু এই ব্রত পালন করা হয়। আমলকীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আছে অ্যান্টিঅক্সিডেন্টও।
এই বছর আমলকী একাদশীর ব্রত পালন হচ্ছে ১৪ মার্চ। পারনের সময় ১৪ মার্চ সকাল ৬টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ৮৮ মিনিট পর্যন্ত। আমলকী একাদশীর উপবাস রেখে আমলকী গাছ ও বিষ্ণুর পুজো করার রীতি প্রচলিত রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই ব্রত পালন রোগ মুক্ত করতে সাহায্য় করে। ব্রত ভঙ্গ হবে ১৫ মার্চ, সকাল ৮.৫৫ মিনিটে।