Astro Tips for Thursday: বিবাহিত জীবনে সুখ আনতে ও আর্থিক কষ্ট দূর করার সেরা দিন আজ! প্রতিকারগুলি জানুন

Astrological Remedies: যদি কোনও ব্যক্তির জন্মকুন্ডলীতে বৃহস্পতি গ্রহের অবস্থান দুর্বল হয় তাহলে তাঁকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়।

Astro Tips for Thursday: বিবাহিত জীবনে সুখ আনতে ও আর্থিক কষ্ট দূর করার সেরা দিন আজ! প্রতিকারগুলি জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2022 | 9:52 AM

প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে। তবে বৃহস্পতিবার বিষ্ণুরও পুজো করা হয়।হিন্দুধর্মে সপ্তাহের সাতটি দিনই কোনও না কোনও দেবতাকে উত্‍সর্গ করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারকে দেবগুরু বৃহস্পতি ও বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে একটি শুভ গ্রহ বলা হয়। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি এটি এমন একটি গ্রহ যা সম্পদ, সম্পতি, প্রতিপত্তি ও জ্ঞান প্রদান করে। যদি কোনও ব্যক্তির জন্মকুন্ডলীতে বৃহস্পতি গ্রহের অবস্থান দুর্বল হয় তাহলে তাঁকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। এমনটা হলে রয়েছে কিছু প্রতিকারও। যার মাধ্য়মে আপনি অর্থ সংক্রান্ত সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

বৃহস্পতিবার কেশর দিয়ে ক্ষীর বানান

যদি কোনও ব্যক্তি আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন, তাহলে বৃহস্পতিবার একটি ছোট কাজ করে প্রতিকার পেতে পারেন। এদিন পারলে চালের ক্ষীর বানিয়ে তাতে কেশর যোগ করে সুস্বাদু করে তুলুন। এরপর সেই পায়েস বা ক্ষীর বিষ্ণুকে নিবেদন করুন ও পরে সেটি প্রসাদ হিসেবে সেটি খেয়ে নিন।

কলা গাছ

শাস্ত্রে বৃহস্পতিবার কলা গাছের পুজো করার বিধান রয়েছে। গুরু বৃহস্পতির সঙ্গে কলাগাছের সম্পর্ক রয়েছে। এইদিন কলা গাছক কেন্দ্র করে সাতবার প্রদক্ষিণ করলে মনোস্কামনা পূরণ হয়। কর্মজীবনে কোনও সমস্যা হলে কলা গাছে সাতবার প্রদক্ষিণ করে জল নিবেদন করুন। যদি কারোর বিয়ে হতে দেরি হয় তাহলেও এই প্রতিকার করলে উপকার পেতে পারেন।

শিক্ষা ও বিবাহিত জীবনের প্রতিকার

শিক্ষাক্ষেত্রে কাঙ্খিত ফল পেতে হলে এইদিন আবার গুরুর আশীর্বাদ নিতে ভুলবেন না। এর পাশাপাশি এই প্রতিকার করলে গুরু দোষও প্রশমিত হয়। এর বাইরে যদি কারোর বিবাহিত জীবনে সমস্যা দেখা যায় তাহলেও এই প্রতিকার প্রয়োগ করতে পারেন।

হলুদ পোশাক পরুন

বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উত্‍সর্গ করা হয়। তাই এদিন হলুদ বস্ত্র পরিধান করে বিষ্ণুর আরাধনা করলে কাঙ্খিত ফল পাওয়া যায়। এতে বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পেতে পারেন। কারণ হলুদ রঙ হল বিষ্ণুর খুবই প্রিয়।