AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2023: পঞ্জিকা মতে, এবছর কবে পড়েছে কালীপুজো? ধনতেরাস ও দিওয়ালিই বা কবে?

Hindu Festival: কালীর গায়ের রঙ হল কালো। আদ্যাশক্তির দেবী হিসেবে তিনি মানুষের ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে মনের ও সমাজের অন্ধকারময় দিকগুলিকে দূর করেন। এমনটাই বিশ্বাস। শক্তির আরাধনার জন্য এদিন কালীরূপকেই প্রাধান্য দেওয়া হয়। এবছর কবে পালিত হবে বাঙালির অন্যতম জনপ্রিয় কালী পুজো?

Kali Puja 2023: পঞ্জিকা মতে, এবছর কবে পড়েছে কালীপুজো? ধনতেরাস ও দিওয়ালিই বা কবে?
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 4:16 PM
Share

লক্ষ্মীপুজোর পরই বাংলায় সব রোশনাই এক নিমেষে নিভে যায়। মনটা বিষাদে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সামনের দিকে তাকালে রয়েছে আরও রঙিন ও আলোর উত্‍সব। সামনেই রয়েছে কালীপুজো, দেওয়ালি, ধনতেরাসের মতো জমকালো উত্‍সবগুলি। কার্তিক মাসের অমাবস্যা পালিত হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পুজো কালী বা শ্যামা পুজো। আগেকার দিন কালীপুজোর দিন বাঙালির ঘরে ঘরে দীপান্বিতা পুজো। এদিন আবার অনেক বাঙালির বাড়িতে ধনলক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে।

হিন্দু পুরাণ অনুযায়ী, কালীপুজো হল শাক্তদেবীর আরাধনা। কার্তিক মাসের অমাবস্যার রাতে দেবীলক্ষ্মীর যেমন পুজো করা হয়, তেমনি শ্যামারও আরাধনা করা হয়ে থাকে। শাক্ত বাঙালিরা কালীভক্ত। তাই এদিন তন্ত্রমতে, কালী পুজোর বিশেষ তাত্‍পর্য রয়েছে। পুরাণ মতে, দেবী কালীর ভয়ঙ্কর রূপকেই আরাধনা করা হয়। অশুভ শক্তিকে বিনাস করতে তিনি নিজেই সর্বোচ্চ শক্তির প্রকাশ করেছিলেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই হল কালী পুজোর মূল উদ্দেশ্য। দশমহাবিদ্যার অন্যতম রূপ হল এই কালী। অনেকে এদিন অলৌকিক শক্তির দেবী রূপেও পুজো করে থাকেন।

কালীর গায়ের রঙ হল কালো। আদ্যাশক্তির দেবী হিসেবে তিনি মানুষের ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে মনের ও সমাজের অন্ধকারময় দিকগুলিকে দূর করেন। এমনটাই বিশ্বাস। শক্তির আরাধনার জন্য এদিন কালীরূপকেই প্রাধান্য দেওয়া হয়। এবছর কবে পালিত হবে বাঙালির অন্যতম জনপ্রিয় কালী পুজো? বাংলা ক্যালেন্ডার মতে, চলতি বছরের ১২ নভেম্বর, রবিবার আদ্যাশক্তির আরাধনা করবেন বাঙালি। কার্তিক মাসের অমাবস্যা পড়েছে দুপুর ২টো ৪০ মিনিটে। সমাপ্ত হবে পরের দিন ১৩ নভেম্বর, সোমবার বেলা ২টো ৫০ মিনিট। প্রদোষে সন্ধ্যা ঘ ৪।৫১ গতে রাত্রি ঘ ৬।২৭ মধ্যে শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি।

কালীপুজোর আগে ও পরে পালিত হয় ধনতেরাস ও দিওয়ালি উত্‍সব। ধনতেরাস নিয়ে বাঙালির মনে উত্‍সাহ না থাকলেও হালে এই উত্‍সব নিয়ে বাংলায় বেশ আলোড়ন পড়েছে। ধনতেরাসকে শিবচতুর্দশীও বলা হয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, এদিনই সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিলে। দুধসাগর থেকে দেবী এই আবির্ভাবের সময়কালকেই স্মরণে রেখে পালিত হয় ধনতেরাস উত্‍সব।

কথিত আছে, ধনতেরাসের দিন বিধি-রীতি মেনে পুজো করলে ও প্রদীপ জ্বালালে অকালমৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, হাতে আসে প্রচুর ধনসম্পত্তি। এ বছর ধনতেরাস উত্‍সব কবে পালিত হবে? এ বছর কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই জমকালো উত্‍সব। আগামী ১০ নভেম্বর, শুক্রবার, বেলা ১২.৩০ মিনিটে পড়ছে শুভমুহূর্ত। শেষ হবে ১১ নভেম্বর, শনিবার , বেলা ১টা ৫০ মিনিটে।