Maha Shivratri 2025 Date: মহা শিবরাত্রির দিন পুজো করার শ্রেষ্ঠ সময় কখন জানেন?
Maha Shivratri 2025 Date: এই বছর মহা শিবরাত্রি পড়েছে ২৬ ফেব্রুয়ারি। অদ্ভুত সমাপতনে সেই দিন আবার মহা কুম্ভের শেষ স্নান এবং মেলার অন্তিম দিন। কখন শুরু শিব রাত্রির তিথি? কখন শেষ?

শিবপুরাণ অনুসারে আদি শক্তির অনন্ত আধার মহাদেব। তিনি সর্ব প্রথম। শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি। শাস্ত্র মতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব। ভক্তদের মনবাঞ্ছা পূরণ করেন তিনি। কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবনসঙ্গী পান তাঁরা।
এই বছর মহা শিবরাত্রি পড়েছে ২৬ ফেব্রুয়ারি। অদ্ভুত সমাপতনে সেই দিন আবার মহা কুম্ভের শেষ স্নান এবং মেলার অন্তিম দিন। কখন শুরু শিব রাত্রির তিথি? কখন শেষ? রইল তিথির খুঁটিনাটি।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –
চতুর্দশী তিথি শুরু ১৪ ফাল্গুন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৬ ফেব্রুয়ারি, বুধবার। সকাল ১১টা ১০ মিনিটে।
চতুর্দশী তিথি শেষ হচ্ছে ১৫ ফাল্গুন। ইংরেজি ক্যালেন্ডার মতে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সকাল ৮টা ৫৫ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –
চতুর্দশী তিথি শুরু ১৩ ফাল্গুন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৬ ফেব্রুয়ারি, বুধবার। সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ডে।
চতুর্দশী তিথি শেষ হবে ১৪ ফাল্গুন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সময় সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে।
নিশীথ কাল –
শাস্ত্র মতে মহা শিবরাত্রির দিন পুজো করার শ্রেষ্ঠ মুহূর্ত নিশীথ কাল। নিশীথ কাল শুরু ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টা বেজে ৯ মিনিটে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি ১২টা বেজে ৫৯ মিনিটে।
এই দিন চার প্রহরে আরাধনা করতে হয় মহাদেবের। কেউ একটি প্রহরে পুজো করেন আবার কেউ কেউ চার প্রহরে পুজো করেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী, ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। ব্রত পালনের আগের দিন সংযম করতে হয়। ওই দিন আমিষ খাবার খাওয়া উচিত নয়। ময়দার কিছু খাওয়া যেতে পারে। নুনের ক্ষেত্রেও সন্দক লবণ দিয়েই রান্না সারতে হবে। বিশ্বাস, এইদিন নিষ্ঠাভরে কিছু নিয়ম পালন করলে মনোবাঞ্ছা পূরণ করেন ভগবান শিব।





