সংসারে নিত্য ঝগড়া-অশান্তি, বাস্তুর এই টিপসেই পরিবারে ফিরান সুখ

Vastu Tips: বাস্তুমতে এমন অনেক নিয়ম রয়েছে যা মানলে, ঘরে সুখ শান্তি বজায় থাকার আশা করাই যায়। যদিও তা ব্যক্তি বিশ্বাসের ওপর নির্ভরশীল। তবুও কয়েকটি বিষয় কিছুটা হলেও পরিবারের শান্তি ফিরিয়ে আনা যায়।

সংসারে নিত্য ঝগড়া-অশান্তি, বাস্তুর এই টিপসেই পরিবারে ফিরান সুখ
Follow Us:
| Updated on: Apr 09, 2024 | 3:13 PM

দিনের শেষে বাড়ি ফিরে শান্তি নেই? নিত্য লেগে রয়েছে অশান্তি? শত চেষ্টা করেও ফেরাতে পারছেন না সংসারের হাল? ভাবছেন তো, এত চেষ্টা করেও লাভ হচ্ছে না, এবার উপায়টা কী? তবে একবার বাস্তু মেনে দেখুন। হতেও পারে, এতেই ফিরল সংসারের সুখের দিন। খুব সামান্য কিছ বিষয় নজর রেখেই পাল্টে ফেলা যায় অনেককিছুই। বাস্তুমতে এমন অনেক নিয়ম রয়েছে যা মানলে, ঘরে সুখ শান্তি বজায় থাকার আশা করাই যায়। যদিও তা ব্যক্তি বিশ্বাসের ওপর নির্ভরশীল। তবুও কয়েকটি বিষয় কিছুটা হলেও পরিবারের শান্তি ফিরিয়ে আনা যায়।

১. বাড়িতে যদি ঠাকুরের আসন থাকে, তবে সেখানে কখনই সোজাসুজি প্রতিমা বসানো উচিত নয়। বেশি ঠাকুর একই আসনে রাখাও সঠিক পদ্ধতি নয়। তাতে সমস্যা বাড়ে।

২. মঙ্গলবার দিন হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান। এতে পরিবারের ওপর থেকে কু-নজর কেটে যায়।

৩. বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অনেকের বাড়িতেই থাকে। সময় করে ব্যটারিটা পাল্টে নেওয়ার সময় হয় না। এতেও পরিবারে অশান্তি বাড়ে। তাই ঘড়ি বন্ধ হয়ে গেলে তা নামিয়ে ফেলুন।

৪. বাড়িতে কোনও খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস না রাখাই ভাল। পাখা, টিউব কিংবা কোনও খারাপ হয়ে যাওয়া টুনি লাইট অনেকেই বাড়িতে রেখে দেন, তাতে কিন্তু সংসারে অশান্তি বাড়ে।

৫. বাড়ির মূল দরজার সামনে নোংরা ফেলা কখনই উচিতল নয়। মূল দরজার সামনেটা সব সময় পরিষ্কার রাখা উচিত। এতে সংসারে সুখ ফেরে।

৬.যত্রতত্র টাকা ফেলে রাখবেন না। টাকা সব সময় গুছিয়ে একটা জায়গায় তুলে রাখবেন। এতে সংসারের লক্ষ্মী চঞ্চল হয়ে যায়।