Vastu Tips: অশান্তি-অর্থ সঙ্কট কি নিত্যসঙ্গী? ভুলেও বাড়ির এই ৫ জায়গায় জুতো-চপ্পল রাখবেন না
Vastu Tips for Home:
বাস্তুশাস্ত্রে দিকনির্দেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঘরে সবসময় সুখ-সমৃদ্ধি বজায় রাখতে বাস্তুর নিয়ম মেনে চলার পক্ষপাতী অনেকেই। বিশ্বাস করা হয় যে বাড়িতে বাস্তুর নিয়ম না মানলে অশান্তি, মানসিক চাপ, আর্থিক সমস্যা ও নেতিবাচক শক্তি সবসময়ই বজায় থাকে। এর ফলে জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাস্তুমতে ঘরে রাখা জিনিসগুলি সঠিক পথে থাকলে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি জিনিস কোন দিকে রাখা উচিত, সঠিক দিকনির্দেশ রাখার কথা উল্লেখ রয়েছে।ঠাকুরঘর, রান্নাঘর বা বাথরুম নিয়ে যেমন বাস্তুশাস্ত্র রয়েছে, তেমনি জুতা ও চপ্পল রাখার কিছু নিয়ম বাস্তুতেও বলা হয়েছে। এই নিয়মগুলি না মানা হলে গৃহে রোজ অশান্তি লেগেই থাকবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে জুতো ও চপ্পল রাখা উচিত, কিন্তু কোথায় কোথায় রাখবেন, তা জানেন না অধিকাংশ।
জুতা ও চপ্পল কখনওই এই জায়গায় রাখবেন না
বাস্তুশাস্ত্রবিদদের মতে, জুতা ও চপ্পল কখনওই বাড়ির তুলসী গাছের কাছে রাখা উচিত নয়। এর জেরে ঘরে দারিদ্র্যের ছায়া নেমে আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ দেখা দিতে পারে। যার ফলে ঘরে নেতিবাচক শক্তিতে ভরে যায়।
জুতা ও চপ্পল কখনওই ঘরের বেডরুমে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এমনটা করা ঠিক নয়। শোওয়ার ঘরে জুতা ও চপ্পল রাখলে দাম্পত্য জীবনে নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে। শুধু তাই নয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বেড়ে গিয়ে দুরত্ব বৃদ্ধি ঘটতে পারে।
বাড়ির প্রধান দরজায় জুতা ও চপ্পল রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, বাড়ির প্রধান দরজায় চপ্পল ও জুতো সরিয়ে রাখলে দেবী লক্ষ্মী বেশ রেগে যেতে পারে। আর্থিক সংকটের সম্মুখীন হওয়ারও সম্ভাবনা বেড়ে যায়।
অনেকে জুতা ও চপ্পল পরে রান্নাঘরে কাজ করেন বা সেখানেও জুতা ও চপ্পল রাখেন। এটাও মারাত্মর ক্ষতিকর। বাস্তুশাস্ত্র অনুসারে অগ্নি ও খাদ্য উভয়ই পুজোর যোগ্য বলে মনে করা হয়। এই কারণে, রান্নাঘরে জুতা ও চপ্পল রাখা অশুভ মনে করা হয়।
কখনওই ঘরে রাখা আলমারির আশেপাশে জুতা ও চপ্পল রাখবেন না। বাস্তুমতে বিশ্বাস করা হয় যে যেখানে টাকা রাখা হয়, সেখানে দেবী লক্ষ্মীর বাস। তাই সেখানে জুতা-চপ্পল রাখলে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন।
জুতা ও চপ্পল কোন দিকে রাখা শুভ
বাস্তুমতে, জুতো ও চপ্পল রাখার সঠিক দিক নিয়েও বাস্তুশাস্ত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ঘরে জুতা ও চপ্পল রাখার জন্য জুতার র্যাক তৈরি করা হয় বা জায়গা বেছে নিয়ে সবসময় জুতা ও চপ্পল সেখানেই রাখা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে জুতো ও চপ্পল রাখার জন্য দক্ষিণ বা পশ্চিম দিক বেছে নিতে পারেন। জুতা ও চপ্পল এ দিকে রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। আর্থিক সমস্যা দূর হয়।