Argentina Vs Venezuela: রাত পোহালেই মাঠে কোপা চ্যাম্পিয়নরা
সদ্য কোপা চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার (Argentina) আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে। ২০টা ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। সেই ধারা বজায় রাখতে সচেষ্ট স্কালোনিও। প্রাক বিশ্বকাপে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সব ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল (Brazil)। কাল ভোরে ভেনেজুয়েলা ম্যাচের পরই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে হবে কোপা চ্যাম্পিয়নদের। রবিবার রাতে মুখোমুখি হবে মেসি-নেইমার।
কারাকাস: রাত পোহালে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা (Argentina)। কাল ভোরে বিশ্বকাপের বাছাই পর্বে ভেনেজুয়েলার (Venezuela) সামনে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা (Copa America Champion)। ১০ জুলাইয়ের পর ফের মাঠে নামছে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। গত রবিবার প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint Germain) জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির (Lionel Messi)। মাঠে ছিলেন শেষ ২৪ মিনিট। ১০ জুলাইয়ের পর সে দিনই মাঠে নেমেছিলেন মেসি। কোচ স্কালোনি অবশ্য জানিয়েছেন, শুক্রবারের ম্যাচে ৯০ মিনিট খেলার মতোই ফিট এলএম টেন (LM 10)।
#SelecciónMayor ¡Últimos detalles!
Los futbolistas de @Argentina realizaron hoy el entrenamiento final antes del partido con @SeleVinotinto. #ModoSelección ???
¡Más que nunca! ? pic.twitter.com/tNKawn4o5r
— Selección Argentina ?? (@Argentina) September 2, 2021
সদ্য কোপা চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার (Argentina) আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে। ২০টা ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। সেই ধারা বজায় রাখতে সচেষ্ট স্কালোনিও। প্রাক বিশ্বকাপে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সব ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল (Brazil)। কাল ভোরে ভেনেজুয়েলা ম্যাচের পরই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে হবে কোপা চ্যাম্পিয়নদের। রবিবার রাতে মুখোমুখি হবে মেসি-নেইমার।
#SelecciónMayor Postales ? del entrenamiento en el estadio Olímpico.
¡Todo listo banda! ??⚡ pic.twitter.com/qON93IfV8R
— Selección Argentina ?? (@Argentina) September 2, 2021
এ দিকে জাতীয় দলের ম্যাচ থাকলেও ফুটবলারদের ছাড়তে নারাজ ইপিএল (EPL) ক্লাবগুলো। তবুও সেই বাধা এড়িয়ে আর্জেন্টিনার শিবিরে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলার (Aston Villa) দুই ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) এবং বুয়েন্দিয়া (Emiliano Buendia)। টটেনহ্যাম হটস্পারে (Tottenham Hotspurs) খেলা দুই আর্জেন্টাইন ফুটবলার লো সেলসো (Giovani Lo Celso) আর ক্রিশ্চিয়ান রোমেরোও (Cristian Romero) যোগ দিয়েছেন শিবিরে। ব্রিটেনের লাল তালিকাভুক্ত দেশগুলোতে ফুটবলার ছাড়তে নারাজ ইপিএল ক্লাবগুলো। সেই নিয়েই মূল সমস্যা। ভেনেজুয়েলার বিরুদ্ধে গোলে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে শুরু মন্তিয়েল, রোমেরো, ওটামেন্ডি আর আকুনা। মাঝমাঠে লো সেলসো, পারেদেস , ডি’পল। ফরোয়ার্ডে ডি’মারিয়া, মেসি আর মার্টিনেজ। প্রাক বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছে পাওলো দিবালাকে। স্কালোনি তাঁকে খেলান কিনা সেটাও দেখার।
আরও পড়ুন: RONALDO : ১১১, বিশ্বরেকর্ড সিআর সেভেনের