Paris 2024: যদি সুযোগ মেলে… লম্ফঝম্ফ করে অলিম্পিক ভিলেজের বিছানা পরীক্ষা করলেন অ্যাথলিটরা
Paris Olympics: অতীতে একাধিক অ্যাথলিট এই খাটে শোয়া নিয়ে সমস্যার কথা তুলে ধরেছিলেন। জানিয়েছিলেন, তাঁদের এমন খাটে শোবার জন্য আরামের সঙ্গে আপোশ করতে হয়েছে। এ বার প্যারিসের অলিম্পিকের (Paris Olympics) গেমস ভিলেজে কয়েকজন অ্যাথলিট পরীক্ষা করলেন এই 'অ্যান্টি সেক্স বেড।'
কলকাতা: প্রেমের শহর প্যারিসে এ বার অলিম্পিক। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে চর্চা চলছে প্যারিস গেমস ভিলেজের বিশেষ খাট নিয়ে। যে বিশেষ খাটকে বলা হচ্ছে ‘অ্যান্টি সেক্স বেড।’ অলিম্পিকের ইতিহাসে প্রথম বার এই বিশেষ খাট নিয়ে আলোচনা হচ্ছে না। এর আগে টোকিও অলিম্পিকের সময় এই ‘অ্যান্টি সেক্স বেড’ কনসেপ্ট চালু হয়েছিল। অতীতে একাধিক অ্যাথলিট এই খাটে শোয়া নিয়ে সমস্যার কথা তুলে ধরেছিলেন। জানিয়েছিলেন, তাঁদের এমন খাটে শোবার জন্য আরামের সঙ্গে আপোশ করতে হয়েছে। এ বার প্যারিসের অলিম্পিকের (Paris Olympics) গেমস ভিলেজে কয়েকজন অ্যাথলিট পরীক্ষা করলেন এই ‘অ্যান্টি সেক্স বেড।’
গ্রেটেস্ট শো অন দ্য আর্থে কিনা কার্ডবোর্ডের খাট! অতীতে মেনে নিতে পারেননি অনেক অ্যাথলিট। আর এ বার প্যারিসে কী অবস্থা? একাধিক অ্যাথলিট এ বার অবশ্য ‘অ্যান্টি সেক্স বেড’ নিয়ে বেশ মজা পেয়েছেন। কার্ডবোর্ডর খাট শুনলেই ভেঙে যেতে পারে, মনে হয় অনেকের। এই ভাবনা ভুল প্রমাণিত করেছেন একাধিক অ্যাথলিট। প্যারিসে অলিম্পিকে পারফর্ম করতে চলা একাধিক অ্যাথলিট ওই ‘অ্যান্টি সেক্স বেডে’ এ রীতিমতো লম্ফঝম্ফ করেছেন। তাতেও সেই বেডের কিছু নড়চড় হয়নি।
যেমন- আইরিশ জিমন্যাস্ট ইন্সটাগ্রামে ওই ‘অ্যান্টি সেক্স বেডে’ লাফানোর এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি লাফ ঝাঁপ থেকে শুরু করে নানান কাণ্ড কারখানা করেন। কিন্তু সেই বেডের কোনও ক্ষতি হয়নি। তাঁরও কোথাও আঘাত লাগেনি।
View this post on Instagram
সেখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার দুই মহিলা টেনিস তারকাও পরীক্ষা করেছেন প্যারিস অলিম্পিকের বিশেষ বিছানা নিয়ে। তাঁরা ভলি প্র্যাক্টিস করেছেন, স্কোয়াট জাম্প করেছেন, স্টেপ-আপস করেছেন। কিন্তু তাতে বেডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এবং তাঁদেরও কোনও সমস্যা হয়নি। তাঁরা ওই ভিডিয়ো শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ক্যাপশনে লেখেন, ‘অলিম্পিক ভিলেজে কার্ডবোর্ড বিছানা পরীক্ষা করলাম।’
View this post on Instagram
একদিকে একাধিক অ্যাথলিট ওই অ্যান্টি সেক্স বেড নিয়ে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন। উল্টো স্রোতের অ্যাথলিটও রয়েছেন। যাঁরা জানিয়েছেন, ওই বিছানায় শুয়ে তাঁরা আরাম পাচ্ছেন না, সমস্যা হচ্ছে।