TOKYO OLYMPICS : ভারতীয় দলকে ১০ কোটি সাহায্য সৌরভের বিসিসিআইয়ের
১০ কোটির মধ্যে আড়াই কোটি টাকা দেওয়া হবে ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য। আর বাকি সাড়ে ৭ কোটি খরচ করা হবে বানিজ্যিক প্রচার ও বিপননে।
মুম্বইঃমেরি কম (MARY KOM), পিভি সিন্ধুদের( P V SINDHU) সাহায্যে এবার এগিয়ে এল বিসিসিআই(BCCI)। রবিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে টোকিও অলিম্পিকে (TOKYO OLYMPICS) ভারতীয়(INDIA) দলের সদস্যদের জন্য ১০ কোটি সাহায্য করবে বিসিসিআই। যেই খবরে খুশি ক্রীড়াবিদরা। আগামি ২৩শে জুলাই থেকে টোকিও অলিম্পিক শুরু হচ্ছে। তার আগেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত।
কিভাবে এই ১০কোটি টাকা ক্রীড়াবিদদের পেছনে খরচ করা হবে, তারও একটা রূপরেখা দিয়েছে বোর্ড। ১০ কোটির মধ্যে আড়াই কোটি টাকা দেওয়া হবে ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য। আর বাকি সাড়ে ৭ কোটি খরচ করা হবে বানিজ্যিক প্রচার ও বিপননে। টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য ভারতীয় ক্রীড়াবিদদেের অনেকেই বিদেশে অনুশীলন করছেন। যার জন্য খরচও বিপুল। বিসিসিআইয়ের এই সাহায্যে অলিম্পিকগামী ক্রীড়াবিদদের উপকার হবে বলেই মনে করে ওয়াকিবহালমহল।
শুধু অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের জন্যই নয়, ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের পাশে দাঁড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। করোনার জেরে বন্ধ ঘরোয়া ক্রিকেট। ২০২০ ও ২০২১ -এই দুই বছর ঘরোয়া ক্রিকেটও তেমন হয়নি। এই পরিস্থিতিতে আর্থিক সংকট কাটাতে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। কিভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো হবে, তারজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নওয়া হবে।