India vs New Zealand Highlights, WTC Final 2021 Day 4: বৃষ্টির কোপ চতুর্থ দিনেও, বল গড়াল না এসেজ বোলে

| Updated on: Jun 21, 2021 | 7:44 PM

India vs New Zealand Live Score in Bengali: সাউদাম্পটনে আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Today WTC Final Match) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)।

India vs New Zealand Highlights, WTC Final 2021 Day 4: বৃষ্টির কোপ চতুর্থ দিনেও, বল গড়াল না এসেজ বোলে
India vs New Zealand WTC Final Live Score: সাউদাম্পটনে মুখোমুখি বিরাট-উইলিয়ামসন

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) মুখোমুখি টেস্ট ক্রিকেটের সেরা দুই দল। বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)। আজ, সোমবার চতুর্থ দিনের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু সাউদাম্পটনে ক্রমাগত বৃষ্টির কারণে প্রথম দিনের মতো বাতিল হল চতুর্থ দিনের খেলা। প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। কিউয়ি বোলার কাইল জেমিসনের খাতায় ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাসহ আরও তিন উইকেট এসেছে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানের (৪৯)। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১০১। WTC ফাইনালে প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৫৪)। কিউয়ি অধিনায়ক অপরাজিত ১২ রানে। উইলিয়ামসনের সঙ্গে ব্যাটিং করছেন রস টেলর (০*)।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Jun 2021 07:37 PM (IST)

    বৃষ্টির কারণে ভেস্তে গেল চতুর্থ দিনের খেলা

    সাউদাম্পটনে আজ বৃষ্টির কারণে খেলা শুরু করাই গেল না। বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চতুর্থ দিনের খেলা আর আজ হচ্ছে না।

  • 21 Jun 2021 05:28 PM (IST)

    প্রথম সেশনের একটি বলও মাঠে গড়াল না

    সাউদাম্পটনে চতুর্থ দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়াল না। খেলা শুরু না হওয়ায় সেখানে লাঞ্চ পর্ব হয়ে গেছে, জানাল আইসিসি।

  • 21 Jun 2021 03:36 PM (IST)

    সাউদাম্পটনে বৃষ্টি থামছেই না

    বৃষ্টি থামছে না সাউদাম্পটনে। চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু হওয়ার কথা জানিয়ে দিল আইসিসি।

  • 21 Jun 2021 02:58 PM (IST)

    বৃষ্টির কোপ চতুর্থ দিনের খেলায়

    সাউদাম্পটনে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু হবে। ৫ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে ধরাশায়ী করা কিউয়ি বোলার কাইল জেমিসন এখন মত্ত টেবল টেনিসে। নিউজিল্যান্ডের টুইটারে সেই ছবি পোস্ট করা হয়েছে। দেখুন ছবি….

  • 21 Jun 2021 02:17 PM (IST)

    সাউদাম্পটনের ওয়েদার আপডেট

    বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে চতুর্থ দিনের খেলা শুরুর আগে, পুরো মাঠ কভার দিয়ে ঢাকা রয়েছে। বৃষ্টির কারণে পিচ ঢেকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ দিনের খেলা শুরু হওয়া নিয়ে বাড়ছে আশঙ্কা।

Published On - Jun 21,2021 2:15 PM

Follow Us: