US Open 2022: ইউএস ওপেনে উনিশের উন্মেষ, চ্যাম্পিয়ন ও কনিষ্ঠতম এক নম্বর কার্লোস আলকারাজ

Carlos Alcaraz: বছর ১৯-র স্প্যানিশ তরুণ ফাইনালের আগে টানা তিনটি ম্যাচ পাঁচ সেটে জিতেছেন। তারপরও এত্ত এনার্জি! আলকারাজের কাছে সবকিছুই নতুন। প্রথম বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন। জয়ের আনন্দ কেমন হয়, জানা ছিল না। তেমনই জানা ছিল না হারের হতাশাও। হারানোর কিছু ছিল না।

US Open 2022: ইউএস ওপেনে উনিশের উন্মেষ, চ্যাম্পিয়ন ও কনিষ্ঠতম এক নম্বর কার্লোস আলকারাজ
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 9:30 PM

নিউইয়র্ক : রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, রজার ফেডেরার। যুক্তরাষ্ট্রে ওপেনের ফাইনালে ছিলেন না এই ত্রয়ী। যারা দীর্ঘ সময় ধরে টেনিস বিশ্বে অবিসংবিদিত সেরা। এ বারের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল তারকাহীন। তবু মহাকাব্যিক। উনিশের উন্মেষ দেখল টেনিস বিশ্ব। ক্যাসপার রুডকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন বছর ১৯ এর স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। প্রথম কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন। চ্যাম্পিয়নও হলেন। সঙ্গে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে। মহাকাব্যিক ম্যাচে নরওয়ের ক্যাসপার রুডকে হারালেন ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জিতেই ছুটলেন স্ট্যান্ডে, নিজের টিমের কাছে। স্ট্যান্ডে ছিলেন তাঁর বাবা-ও।

ম্যাচ শুরুর আগের মুহূর্ত। টস হতেই কোর্টে নিজের সাইডে দৌঁড় কার্লোস আলকারাজের। তাঁকে ডাকতে হল। প্রতিপক্ষ ক্যাসপার রুডের সঙ্গে ফটোসেশন বাকি। যেভাবে দৌড়ে গিয়েছিলেন, সেভাবেই ফিরলেন। ছবি তোলার পর ফের দৌড়। বছর ১৯-র স্প্যানিশ তরুণ ফাইনালের আগে টানা তিনটি ম্যাচ পাঁচ সেটে জিতেছেন। তারপরও এত্ত এনার্জি! তাঁকে প্রশ্নও করা হয়। আপনি কি ক্লান্ত? আলকারাজ ক্লান্তি শব্দটাই যেন প্রথম শুনেছেন। সাফ জানালেন, ‘ক্লান্ত হওয়ার সময় নেই।’ আলকারাজের কাছে সবকিছুই নতুন। প্রথম বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন। জয়ের আনন্দ কেমন হয়, জানা ছিল না। তেমনই জানা ছিল না হারের হতাশাও। হারানোর কিছু ছিল না। ম্যাচের আগে জোর দিয়েই বললেন, ‘এই একটা ম্যাচই বাকি। এই ম্যাচটা জিতলে অনেক কিছু পাব।’ প্রতিপক্ষ ক্যাসপার রুড গ্ল্যান্ড স্লাম জেতেননি। হারের স্বাদ পেয়েছেন। এ বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। লাল-সুড়কির রাজা রাফায়েল নাদালের কাছে হার। ফাইনালের দুই তরুণের কাছেই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ এবং ক্রমতালিকায় শীর্ষস্থান দখলের হাতছানি।

প্রথম সেট থেকেই বোঝা গেল, কেউ কাউকে এক বিন্দুও জমি ছাড়বেন না। প্রথম সেটের তৃতীয় গেমেই রুডের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। ২-১ এগিয়ে যান। নিজের সার্ভ ধরে রেখে ৩-১। পরের সার্ভে আর ভুল করেননি রুড। ২-৩ করেন। বেস লাইন থেকে নেটে এত দ্রুত দৌড়। টেনিসের পাশাপাশি দৌড়েও আলকারাজকে হারানো কঠিন। নেট পয়েন্টে, ড্রপ শটের ক্ষেত্রে এগিয়ে থাকলেন আলকারাজ। শেষ অবধি ৬-৪’এ প্রথম সেট জিতলেন আলকারাজ। প্রথম সেটে তিনটি এস মারেন স্প্যানিশ তরুণ। একটা সার্ভিস ব্রেক করাই পার্থক্য গড়ে দেয় আলকারাজের পক্ষে। আত্মবিশ্বাসে কিছুটা যেন পিছিয়ে পড়েন ক্যাসপার রুড।

দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই। আলকারাজের তুলনায় অনেক বেশি কপি-বুক মনে হয়েছে ক্যাসপার রুডকে। দ্বিতীয় সেটে তাঁর বুদ্ধিদীপ্ত খেলা মুগ্ধ করল। যে নেট পয়েন্ট এবং ড্রপ শট আলকারাজের অন্যতম শক্তি ছিল, তাই হাতিয়ার করলেন রুড। ষষ্ঠ গেমে আলকারাজের সার্ভিস ব্রেক করে ৪-২ এগিয়ে যান। আলকারাজের স্ফূর্তি কিছুটা হলেও ধাক্কা খায়। দ্বিতীয় সেটে ক্রমশ ভুলের সংখ্যা বাড়ে। ওভার হেড ব্যাক হ্যান্ডে অনবদ্য পয়েন্ট নেন রুড। রাফায়েল নাদালের দেশের আলকারাজের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত টেনিসে ম্যাচে ফেরার চেষ্টা নাদাল অ্যাকাডেমির ছাত্র ক্যাসপার রুডের। আলকারাজের কাছে সুযোগ এসেছিল সার্ভিস ব্রেক করার। সেখান থেকে সার্ভ ধরে রাখেন ক্য়াসপার। দ্বিতীয় সেটে যেন অন্য রুডকে দেখা যায়। ৫-২ এগিয়ে থাকায় শুধুমাত্র সার্ভিস ধরে রাখলেই হত। আলকারাজারের ভুলের সুযোগে আরও একটা ব্রেক পয়েন্ট। দ্বিতীয় সেট ৬-২ জিতে সমতা ফেরান ক্য়াসপার।

তৃতীয় সেটের শুরুতেই রুডের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। তৃতীয় গেমেও ব্রেক পয়েন্টের সুযোগ ছিল আলকারাজের সামনে। কোনওরকমে পরিস্থিতি সামাল দিয়ে ১-২ করেন রুড। পরের গেমেই আলকারাজের সার্ভিস ব্রেক করে ২-২ রুডের। সার্ভিস ধরে রেখে ৩-২। গত তিন ম্যাচেরই শুধু নয়, এ দিনের প্রথম সেটে যে আলকারাজকে দেখা গিয়েছিল, ক্রমশ ফিঁকে হচ্ছিল। ফুটওয়ার্ক, ব্যালান্স কিংবা এনার্জি। সবই কমে আসছিল। তৃতীয় সেটে ৫-৪ এগিয়ে রুড। সার্ভিস ব্রেক করলেই সেট তাঁর। অনবদ্য পারফরম্যান্সে সার্ভ ধরে রেখে ৫-৫ করেন আলকারাজ। পুরনো আবেগ যেন ফিরে পাচ্ছিলেন। ৬-৫ এ এগিয়ে থেকে সেট পয়েন্টে দাঁড়িয়েছিলেন রুড। এক বার নয়, তিন বার। ১০ মিনিটের বেশি সময় চলে একটা গেম। অবশেষে তৃতীয় সেট টাইব্রেকারে নিয়ে যান আলকারাজ এবং জেতেন ৭-৬ (৭-১)।

চ্যাম্পিয়ন হওয়া থেকে আর এক সেট দূরে। চতুর্থ সেটের প্রথম পাঁচ গেমে নিজেদের সার্ভিস ধরে রাখেন রুড ও আলকারাজ। ষষ্ঠ গেমে ব্রেক পয়েন্ট নিয়ে ৪-২ এগিয়ে যান স্প্য়ানিশ তরুণ। সার্ভিস ধরে রেখে ৫-২। গ্র্যান্ড স্লাম, ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান সময়ের অপেক্ষা আলকারাজের। তাঁর সার্ভিসের মুহূর্ত আসতেই গগনভেদী চিৎকার। এস মেরে সার্ভ শুরু, এস মেরেই চ্যাম্পিনশিপ পয়েন্ট। প্রথম বার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন। কেরিয়ার এবং এ বছরে দ্বিতীয় ফাইনালে উঠে রানার্স হয়েই থাকলেন ক্যাসপার রুড।