Chris Cairns Health: সংকটজনক ক্রিস কেয়ার্নস

রক্ত ঠিকমতো সঞ্চারিত না হওয়াতে শারীরিক সমস্যা বাড়ে কেয়ার্নসের (Chris Cairns)। তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাইছে না। ৫১ বছরের এই প্রাক্তন অলরাউন্ডার দেশের হয়ে ৬২ টেস্ট এবং ২১৫ একদিনের ম্যাচ খেলেছেন। ২টো টি-টোয়েন্টি (Twenty Twenty) ম্যাচও খেলেছেন কেয়ার্নস (Chris Cairns)।

Chris Cairns Health: সংকটজনক ক্রিস কেয়ার্নস
সংকটজনক অবস্থায় হাসপাতালে কেয়ার্নস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 5:30 PM

মেলবোর্ন: সংকটজনক নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস (Chris Cairns)। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক হাসপাতালে লাইফ সাপোর্টে (Life Support) রাখা হয়েছে তাঁকে। হৃদজনিত সমস্যার কারণে এর আগে অনেক বারই তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোনও চিকিৎসাতেই সাড়া দেননি। অবস্থা আরও খারাপ হওয়ায় অস্ট্রেলিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন কিউই অলরাউন্ডারকে। রক্ত ঠিকমতো সঞ্চারিত না হওয়াতে শারীরিক সমস্যা বাড়ে কেয়ার্নসের (Chris Cairns)। তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাইছে না। ৫১ বছরের এই প্রাক্তন অলরাউন্ডার দেশের হয়ে ৬২ টেস্ট এবং ২১৫ একদিনের ম্যাচ খেলেছেন। ২টো টি-টোয়েন্টি (Twenty Twenty) ম্যাচও খেলেছেন কেয়ার্নস (Chris CairnNs)। ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন। ভারতে একটি ক্রিকেট লিগে ম্যাচ গড়াপেটার কারণে পরবর্তীতে নির্বাসিত করা হয় কেয়ার্নসকে (Chris Cairns)।

আরও পড়ুন: Lionel Messi: ঘণ্টা খানের মধ্যেই প্যারিস পৌঁছবেন মেসি

বিগত বেশ কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকেন ক্রিস কেয়ার্নস। ২০০০ সালে উইজডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। দেশের হয়ে মিনি বিশ্বকাপ জিতেছেন। পরবর্তীতে অকল্যান্ডে বাস পরিষ্কার এবং ট্রাক চালাতেও দেখা যায় কেয়ার্নসকে।