Lionel Messi: ঘণ্টা খানেকের মধ্যেই প্যারিস পৌঁছবেন মেসি
মঙ্গলবার সব জল্পনার অবসান। মেসি (Lionel Messi) রাজি প্যারিস সাঁ জাঁ'য় (PSG) সই করতে। মেসিকে চুড়ান্ত করে পিএসজি এবার দল বদলের বাজারে নতুন নজির তৈরি করল। গত মরসুমে মেসি ও র্যামস ছিলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক।
প্যারিস: সব জল্পনার অবসান। বার্সেলোনা (Barcelona) থেকে প্যারিসের পথে মেসি (Lionel Messi)। ২ বছরের চুক্তিতে প্যারিস সাঁ জাঁ’র (Paris Saint Germain) সংসারে পা দিতে চলেছেন লিও মেসি (Lionel Messi)। প্রতি বছরে ৩৫ মিলিয়ন ইউরো মেসির পারিশ্রমিক। নেইমারের সঙ্গে এবার মেসিকে দেখা যাবে ৩০ নম্বর জার্সিতে। রবিবার বার্সেলোনায় মেসির ফেয়ারওয়েলের দিনই পিএসজির চুক্তি পত্র পৌঁছে যায় মেসির কাছে। সেই চুক্তি পত্র নিয়ে মেসির বাবা ও আইনজীবী দীর্ঘ আলোচনা করেন। মঙ্গলবার চুক্তি সইয়ের চুড়ান্ত সিদ্ধান্ত। ঘন্টা খানের মধ্যেই মেসি পৌঁছে যাবেন প্যারিস। আজই হতে পার তাঁর মেডিক্যাল টেস্ট।
Lionel Messi and his family have arrived at the airport ⏳
(via @mariagarridos)pic.twitter.com/K16ttVWu8l
— ESPN FC (@ESPNFC) August 10, 2021
সোমবার গোটা দিন পিএসজি (PSG) সমর্থকরা ক্লাবের বাইরে ভিড় জমিয়েছিলেন। প্যারিস বিমানবন্দরের বিরুদ্ধে ফরাসি সংবাদ মাধ্যমের ভিড়। তবে মঙ্গলবার মেসিকে (Lionel Messi) তাঁর বাড়িতেই দেখা যায়। সঙ্গে ছিলেন আরেক ফুটবলার। মেসির বন্ধু সুয়ারেজ। পিএসজিতে মেসির চুক্তিপত্রের নানান জল্পনার মধ্যে খবর ছড়িয়ে পরে একটি ইংলিশ ক্লাবের প্রস্তব নতুন করে এসেছে। তারপরের খবর বার্সেলোনা আরও একবার প্রস্তাব দিয়েছে লিওকে। এই সব জল্পনায় একদিকে যেমন উদ্বেগ ছিল তেমনই ছিল জল্পনা। মেসির বার্সেলোনা থেকে কোন ক্লাবে পা রাখবেন।
Lionel Messi has left his home in Barcelona ???
(via @FlorentTorchut)pic.twitter.com/vyfPnuHsMB
— ESPN FC (@ESPNFC) August 10, 2021
আরও পড়ুন: SPECIAL STORY NEERAJ CHOPRA : সোনায় বসতি বিজ্ঞাপন
মঙ্গলবার সব জল্পনার অবসান। মেসি (Lionel Messi) রাজি প্যারিস সাঁ জাঁ’য় (PSG) সই করতে। মেসিকে চুড়ান্ত করে পিএসজি এবার দল বদলের বাজারে নতুন নজির তৈরি করল। গত মরসুমে মেসি ও র্যামস ছিলেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক। এবার দুজনই প্যারিসে। পাশাপাশি ইউরো কাপের সেরা ফুটবলার ডোনারুম্মা ও কোপার সেরা ফুটবলার মেসি। দুজনই এবার প্যারিস সাঁ জাঁ’য়।