CWG 2022-Cricket: নাটকীয় ম্যাচে অধিনায়কের লড়াইয়েও সোনা হাতছাড়া ভারতের

Commonwealth Games 2022 : বড় মঞ্চ। বিশাল রানের লক্ষ্য। শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল ভারতের। হল না। পাওয়ার প্লে-তেই ফিরলেন দুই ওপেনার। ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত কৌর।

CWG 2022-Cricket: নাটকীয় ম্যাচে অধিনায়কের লড়াইয়েও সোনা হাতছাড়া ভারতের
অধিনায়কের অর্ধশতরানের ইনিংস কাজে এল না।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 1:09 AM

বার্মিংহ্যাম: নাটকীয়। ঘটনাবহুল ম্যাচ। সব অর্থেই। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ইতিহাসে প্রথম বার মেয়েদের ক্রিকেট। ফাইনালে কোভিড পজিটিভ প্লেয়ার খেললেন। কনকাশন পরিবর্ত। পেন্ডুলামের মতো দুলল ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) সোনার পদকের ম্যাচ। শুরু থেকে শেষ অবধি। কখনও দুর্দান্ত ফিল্ডিং। কখনও বা সহজ ক্যাচ পড়ল। অনেক দোলাচলে শেষ ২ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। খুব বেশি হয়তো নয়। ফাইনালের মঞ্চে এই রানই অনেক। বিশেষত ৬ উইকেট হারানোর পর। ১৯ তম ওভারে আরও একটা রান আউট। হাল ছাড়েননি দীপ্তি শর্মা। একই ওভারে দীপ্তিকেও ফেরান মেগান শুট। সোনা ক্রমশ হাতছাড়া হতে থাকে। শেষ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১১। বল হাতে জেস জোনাসেন। স্ট্রাইকে যষ্টিকা। প্রথম বলে রানের সুযোগ থাকলেও নেননি। পরের বলে ২ রান নিতে গিয়ে রান আউট মেঘনা সিং। তৃতীয় বলে যস্তিকার লেগ বিফোর আউটে ভারতের ইনিংস শেষ ১৫২ রানে। ৯ উইকেটের জয়ে কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটে প্রথম সোনার পদক অস্ট্রেলিয়ার। কাজে লাগল না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনবদ্য ইনিংস। এক সময় ৩৪ বলে ৪৪ রান প্রয়োজন ছিল, হাতে ৮ উইকেট। সেখান থেকেও পারল না ভারত।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০২০ টি ২০ বিশ্বকাপ। ফাইনালের আগে এক ম্যাচেও বড় রান পাননি। ভারতের বিরুদ্ধে ফাইনালে মাত্র ৩৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন অ্যালিসা হিলি। তাঁর উইকেট কতটা গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখে না। এদিন প্রথম ওভারে দুটি সুযোগ তৈরি হয়। প্রথম স্লিপ ঠিক জায়গায় থাকলে ক্যাচ হতে পারত। রেনুকার স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বল। লেগ বিফোরের আবেদন করেন কিপার তানিয়া, সঙ্গ দেন রেনুকাও। উইকেটরক্ষক-বোলার দুজনই আত্মবিশ্বাসী ছিলেন। এক সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেয় ভারত। সাফল্য আসে। স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। বেথ মুনি-মেগ ল্যানিং জুটি ইনিংসে এগিয়ে নিয়ে যায়। দুর্দান্ত ফিল্ডিংয়ে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরালেন রাধা যাদব। মেগ ল্যানিংকে রানআউট করেন রাধা। তেমনই দীপ্তি শর্মার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ক্যাচে ফেরান তাহিলা ম্যাকগ্রাকে। ওপেনার বেথ মুনিকে রুখতে ব্যর্থ ভারতীয় বোলিং আক্রমণ। যার সৌজন্যে বড় স্কোর অস্ট্রেলিয়ার। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ ভারত। ২০ তম ওভারে সার্কেলের বাইরে মাত্র ৩ ফিল্ডার। ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। মেগ ল্যানিং ২৬ বলে ৩৬ এবং অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে রেনুকা সিং ঠাকুর এবং স্নেহ রানা ২টি করে উইকেট নেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ১ ওভার বোলিং করেন। তাঁর ওভারে ওঠে ১৭ রান।

বড় মঞ্চ। বিশাল রানের লক্ষ্য। শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল ভারতের। হল না। পাওয়ার প্লে-তেই ফিরলেন দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ফেরেন দ্বিতীয় ওভারেই। সবচেয়ে হতাশাজনক শেফালির আউট। কয়েক বল আগেই তাঁর ক্যাচ পড়ে। কিছুটা সময় নিতে পারতেন। একই ওভারে ক্যাচে ফিরলেন শেফালি। ফাইনালের মতো ম্যাচে তাঁর উইকেট অনেক বেশি দামি। ভারতীয় শিবির হাল ছাড়েনি। ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত কৌর। তাঁর লড়াইও ব্যর্থ। ৭১ বলে ৯৬ রানের জুটি গড়েন হরমনপ্রীত ও জেমিমা। হরমনপ্রীত ৪৩ বলে ৬৫ এবং জেমিমা ৩৩ বলে ৩৩।