CWG 2022 Updates Highlights, Day 11: সিন্ধু ও লক্ষ্যর পর সাত্বিক-চিরাগ জুটির সোনা, শরথের স্বর্ণপদক, হকিতে রুপো

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 2:40 AM

Commonwealth Games 2022 Day 11 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিনে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের খুটিনাটি খবর জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

CWG 2022 Updates Highlights, Day 11: সিন্ধু ও লক্ষ্যর পর সাত্বিক-চিরাগ জুটির সোনা, শরথের স্বর্ণপদক, হকিতে রুপো
কমনওয়েলথ গেমসের শেষ দিন নজর রাখুন লাইভ আপডেটে

বার্মিংহ্যাম: নাচ, গান, বর্ণাঢ্য আনুষ্ঠানের মাধ্যমে শেষ হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। এ বারের কমনওয়েলথে কুস্তি থেকে এসেছে সব থেকে বেশি ১২টি পদক। ভারোত্তোলন থেকে এসেছে ১০টি পদক। টেবল টেনিস ও প্যারা টেবল টেনিস মিলিয়ে এসেছে ৭টি পদক। বক্সিং থেকে ৭টি পদক এনে দিয়েছেন অমিত-নীতু-নিখাতরা। থলেটিক্স থেকে ভারতকে ৮টি পদক দিয়েছেন এলডোস পল-অবিনাশ সাবলেরা। ব্যাডমিন্টন থেকে এসেছে ৬টি পদক। প্যারা পাওয়ারলিফ্টিং থেকে এসেছে ১টি পদক। জুডো থেকে এসেছে ৩টি পদক। লন বলে ইতিহাস গড়ে সোনা জিতেছেন ভারতের মহিলা দল এবং রুপো পেয়েছেন ভারতের পুরুষ দল। ২টি পদক এসেছে স্কোয়াশ থেকে। অ্যা পাশাপাশি পুরুষ হকি দল রুপো পেয়েছে এবং মহিলা হকি দল ব্রোঞ্জ পেয়েছে। এবং ক্রিকেটে রুপো পেয়েছেন হরমনপ্রীত কৌররা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Aug 2022 02:36 AM (IST)

    সমাপ্তির ঘোষণা

    ১১ দিনের অ্যাকশন প্যাকড পারফরম্যান্সের পর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষিত হল।

  • 09 Aug 2022 02:29 AM (IST)

    বার্মিংহ্যাম থেকে ভিক্টোরিয়া

    পরবর্তী কমনওয়েলথ গেমসের আয়োজক অস্ট্রেলিয়া। গেমস আয়োজিত হবে ভিক্টোরিয়া শহরে। ফ্ল্যাগ বিয়ারার হ্যান্ডওভার সেরিমনি শুরু হয়েছে।

  • 09 Aug 2022 02:15 AM (IST)

    পুরস্কৃত ফেং তিয়ানওয়েই

    ডেভিড ডিক্সন পুরস্কার দেওয়া হল সিঙ্গাপুরের ফেং তিয়ানওয়েইকে।

  • 09 Aug 2022 02:06 AM (IST)

    ডেম লুইস মার্টিনের বক্তৃতা

    স্টেডিয়ামে উপস্থিত জনতা ও অ্যাথলিটদের উদ্দেশে বক্তব্য রাখলেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ডেম লুইস মার্টিন।

  • 09 Aug 2022 01:55 AM (IST)

    স্টেজে জর্জা স্মিথ

    জর্জা স্মিথ তার সুরেলা কণ্ঠে জনতাকে মন্ত্রমুগ্ধ করলেন। জোনস ২০১৯ সালে দ্য ব্রিট অ্যাওয়ার্ডে সেরা ব্রিটিশ মহিলা শিল্পী হিসাবে মনোনীত হন এবং তার বি অনেস্ট গানের জন্য পরিচিত।

  • 09 Aug 2022 01:35 AM (IST)

    বার্মিংহ্যামে ভাংড়া!

    হঠাৎই বদলে গেল চারিদিকের পরিবেশ। আলেকজান্ডার স্টেডিয়ামে বেজে উঠল পঞ্জাবি গান। ভাংড়া নৃত্যশিল্পীরা দখল নিলেন স্টেজের। ঢোল পৈ রংবেরংয়ের পোশাক ও ভাংড়ায় দুলে উঠল গোটা স্টেডিয়াম। পাঁচ মিনিটের পারফরম্যান্সে গোটা স্টেডিয়াম নেচে উঠল।

  • 09 Aug 2022 01:33 AM (IST)

    বুম-শ্যাক-এ-ল্যাকে জমে গেল অনুষ্ঠান

    অ্যাথলিটরা ক্লোজিং সেরিমনির অংশ হতে স্টেডিয়ামে এলেন। ব্রিটিশ গায়ক অ্যাপাচে ইন্ডিয়ান তাঁর বিখ্যাত বুম-শ্যাক-এ-ল্যাকে জমে গেল অনুষ্ঠান।

  • 09 Aug 2022 01:18 AM (IST)

    ডিক্সি-র পারফরম্যান্স

    আলেকজান্ডার স্টেডিয়ামে বার্মিংহ্যামের ব্যান্ড ডিক্সি পারফর্ম করল সমাপ্তি অনুষ্ঠানে।

  • 09 Aug 2022 01:15 AM (IST)

    পতাকা হাতে প্যারেড

    শুরু হল কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী দেশগুলির প্যারেড। প্রথমেই আয়োজক ইংল্য়ান্ড। ভারতের পতাকা হাতে দেখা গেল শরথ কমল এবং নিখাত জারিনকে।

  • 09 Aug 2022 01:10 AM (IST)

    শুরু হল সমাপ্তি অনুষ্ঠান

    এবারের মতো শেষ। শুরু হল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান। নাচে, গানে, আলোকছটায় জমজমাট সমাপ্তি অনুষ্ঠান।

  • 08 Aug 2022 07:22 PM (IST)

    কোন ইভেন্ট থেকে ভারতে এল কটি পদক?

    এ বারের কমনওয়েলথে কুস্তি থেকে এসেছে সব থেকে বেশি ১২টি পদক। ভারোত্তোলন থেকে এসেছে ১০টি পদক। টেবল টেনিস ও প্যারা টেবল টেনিস মিলিয়ে এসেছে ৭টি পদক। বক্সিং থেকে ৭টি পদক এনে দিয়েছেন অমিত-নীতু-নিখাতরা। থলেটিক্স থেকে ভারতকে ৮টি পদক দিয়েছেন এলডোস পল-অবিনাশ সাবলেরা। ব্যাডমিন্টন থেকে এসেছে ৬টি পদক। প্যারা পাওয়ারলিফ্টিং থেকে এসেছে ১টি পদক। জুডো থেকে এসেছে ৩টি পদক। লন বলে ইতিহাস গড়ে সোনা জিতেছেন ভারতের মহিলা দল এবং রুপো পেয়েছেন ভারতের পুরুষ দল। ২টি পদক এসেছে স্কোয়াশ থেকে। অ্যা পাশাপাশি পুরুষ হকি দল রুপো পেয়েছে এবং মহিলা হকি দল ব্রোঞ্জ পেয়েছে। এবং ক্রিকেটে রুপো পেয়েছেন হরমনপ্রীত কৌররা।

  • 08 Aug 2022 07:22 PM (IST)

    শেষ দিনও এল ৬টি পদক

    মাল্টি স্পোর্টস ইভেন্টের শেষ দিনেও পদক প্রাপ্তি হয়েছে ভারতের। এ বারের কমনওয়েলথ গেমস থেকে ভারতে এল মোট ৬১টি পদক। যার মধ্যে রয়েছে ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ।

  • 08 Aug 2022 06:31 PM (IST)

    হকি: রুপো জুটল ভারতের কপালে

    অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে ফাইনালে হারল ভারত। যার ফলে এ বারের কমনওয়েলথ গেমস থেকে রুপো পাচ্ছেন মনপ্রীতরা

  • 08 Aug 2022 06:20 PM (IST)

    ব্যাডমিন্টন: লক্ষ্যর প্রশংসায় মোদী

    ২০ বছরের ভারতীয় তারকা শাটলারকে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 08 Aug 2022 06:13 PM (IST)

    হকি: তৃতীয় কোয়ার্টারেও গোল করতে পারল না ভারত

    ভারত ০ : অস্ট্রেলিয়া ৬

    অস্ট্রেলিয়ার দাপট ফাইনালে। অজিদের বিরুদ্ধে তৃতীয় কোয়ার্টারেও কোনও গোল করতে পারল না ভারত।

  • 08 Aug 2022 05:59 PM (IST)

    টেবল টেনিস: সোনা শরথকমলের

    টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে হারিয়ে সোনা জিতলেন অচিন্ত্য শরথকমল। পিটফোর্ডের বিরুদ্ধে প্রথম গেমটা শরথকমল হারেন ১৩-১১ ব্যবধানে। এরপর ১১-৭ ব্যবধানে দ্বিতীয় গেমটা জিতে নিয়ে ম্যাচে ফেরেন শরথকমল। তারপর তৃতীয় গেমটাও ১১-২ ব্যবধানে জিতে নেন তিনি। চতুর্থ গেমে শরথ জেতেন ১১-৬ ব্যবধানে। আর পঞ্চম গেমে শরথকমল জেতেন ১১-৮ ব্যবধানে।

  • 08 Aug 2022 05:54 PM (IST)

    ব্যাডমিন্টন: সাত্বিক-চিরাগ জুটির সোনা

    ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা পেল সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ফাইনালে ইংল্যান্ডের লেন বেন-ভেন্ডি সিন জুটিকে স্ট্রেট গেমে ২-০ ব্যবধানে হারাল ভারতের সাত্বিক-চিরাগ। ম্যাচের ফল ২১-১৫, ২১-১৩ সাত্বিক-চিরাগ জুটির পক্ষে। এই প্রথমবার ভারতের পুরুষদের ডাবলস জুটি কমনওয়েলথে সোনা জিতল।

  • 08 Aug 2022 05:45 PM (IST)

    হকি: দ্বিতীয় কোয়ার্টারেও গোলদর্শন হল না ভারতের

    ভারত ০ : অস্ট্রেলিয়া ৫

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারেও গোল করতে পারল না ভারত।

  • 08 Aug 2022 05:31 PM (IST)

    টেবল টেনিস: শরথের কামব্যাক

    টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে ১১-৭ ব্যবধানে দ্বিতীয় গেমটা জিতে নিয়ে ম্যাচে ফিরলেন শরথকমল।

  • 08 Aug 2022 05:29 PM (IST)

    ব্যাডমিন্টন: প্রথম গেমে জিতল সাত্বিক-চিরাগ জুটি

    ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ইংল্যান্ডের লেন বেন-ভেন্ডি সিনের বিরুদ্ধে ২১-১৫ ব্যবধানে প্রথম গেমে জিতল ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি

  • 08 Aug 2022 05:26 PM (IST)

    টেবল টেনিস: প্রথম গেমে হেরে গেলেন শরথকমল

    টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে প্রথম গেমে ১৩-১১ ব্যবধানে হেরে গেলেন শরথকমল।

  • 08 Aug 2022 05:25 PM (IST)

    টেবল টেনিস: অ্যাকশনে শরথকমল

    ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে অ্যাকশনে শরথকমল।

  • 08 Aug 2022 05:14 PM (IST)

    হকি: প্রথম কোয়ার্টারে জোড়া গোল অজিদের

    প্রথম কোয়ার্টারে জোড়া গোল অস্ট্রেলিয়ার।

    ভারত ০ : অস্ট্রেলিয়া ২

  • 08 Aug 2022 05:07 PM (IST)

    ব্যাডমিন্টন: পুরুষদের ডাবলস ফাইনাল শুরু

    ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনাল শুরু। সোনার পদকের ম্যাচে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির প্রতিপক্ষ ইংল্যান্ডের লেন বেন-ভেন্ডি সিন।

  • 08 Aug 2022 05:07 PM (IST)

    হকি: শুরু হল ভারতের সোনার পদকের লড়াই

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পুরুষ হকি দল নেমে পড়ল সোনার পদকের লড়াইয়ে।

  • 08 Aug 2022 05:04 PM (IST)

    টেবল টেনিস: ব্রোঞ্জ সাথিয়ানের

    টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলস ব্রোঞ্জ পদক ম্যাচে ভারতের সাথিয়ান গণশেখরন নেমেছিলেন ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহলের বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ব্রোঞ্জ পদকের জন্য। ৭ গেমের ম্যাচের ফলাফল ১১-৯, ১১-৩, ১১-৫, ৮-১১, ৯-১১, ১০-১২, ১১-৯।

  • 08 Aug 2022 05:04 PM (IST)

    ব্যাডমিন্টন: সিন্ধু-লক্ষ্যর কীর্তি

    এই প্রথমবার কমনওয়েলথ গেমসে পুরুষদের সিঙ্গলস ও মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হল ভারত থেকে।

  • 08 Aug 2022 04:58 PM (IST)

    টেবল টেনিস: ব্রোঞ্জ পদক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই সাথিয়ান-পলের

    টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলস ব্রোঞ্জ পদক ম্যাচে ভারতের সাথিয়ান গণশেখরন ও ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ম্যাচ গড়িয়েছে সপ্তম গেমে। প্রথম তিনটে গেম জেতেন সাথিয়ান। তারপরই কামব্যাক পলের। জিতে নেন পরের তিনটে গেম।

  • 08 Aug 2022 04:50 PM (IST)

    হকি: মনপ্রীতদের সামনে সোনার হাতছানি

    আজ হকিতে পুরুষদের ফাইনাল – ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিকেল ৫টা নাগাদ শুরু হবে মনপ্রীতদের সোনার পদকের লড়াই।

  • 08 Aug 2022 04:44 PM (IST)

    ব্যাডমিন্টন: ২০ বছরের লক্ষ্য ভারতকে এনে দিলেন ২০তম সোনার পদক

    ২০ বছরের লক্ষ্য সেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতকে এনে দিলেন ২০তম সোনার পদক।

  • 08 Aug 2022 04:43 PM (IST)

    ব্যাডমিন্টন: লক্ষ্যর 'লক্ষ্যভেদ'

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে লক্ষ্য সেনের সোনার 'লক্ষ্যভেদ'।

  • 08 Aug 2022 04:36 PM (IST)

    ব্যাডমিন্টন: লক্ষ্যর সোনা

    পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। সোনার পদক ম্যাচে মালয়েশিয়ার এনজি ইয়ং জে-র কাছে প্রথম গেমে ২১-১৯ ব্যবধানে হারার পর, দ্বিতীয় ম্যাচে কামব্যাক করলেন লক্ষ্য সেন। ২১-৯ ব্যবধানে দ্বিতীয় গেমটা জেতেন লক্ষ্য। আর তৃতীয় গেমে ২১-১৬ ব্যবধানে জিতে নিয়ে সোনা জিতলেন লক্ষ্য।

  • 08 Aug 2022 04:15 PM (IST)

    টেবল টেনিস: শরথকমলের সোনার লড়াই

    আজ বিকেল ৪.২৫ মিনিটে টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলস ফাইনালের ম্যাচ। সেই ম্যাচে ভারতের অচিন্ত্য শরথকমল নামবেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে।

  • 08 Aug 2022 04:08 PM (IST)

    ব্যাডমিন্টন: সমতা ফেরালেন লক্ষ্য

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল ম্যাচে অ্যাকশনে লক্ষ্য সেন। সোনার পদক ম্যাচে লক্ষ্যর প্রতিপক্ষ মালয়েশিয়ার এনজি ইয়ং জে-র কাছে প্রথম গেমে হারার পর দ্বিতীয় গেম জিতে ম্যাচে কামব্যাক করলেন লক্ষ্য সেন। ২১-৯ ব্যবধানে দ্বিতীয় গেমটা জিতলেন লক্ষ্য।

  • 08 Aug 2022 03:48 PM (IST)

    ব্যাডমিন্টন: প্রথম গেমে হারলেন লক্ষ্য

    ২১-১৯ ব্যবধানে প্রথম গেমটা হেরে গেলেন লক্ষ্য সেন। টান টান ফাইনালের লড়াই চলছে।

  • 08 Aug 2022 03:24 PM (IST)

    ব্যাডমিন্টন: অ্যাকশনে লক্ষ্য

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল ম্যাচে অ্যাকশনে লক্ষ্য সেন। সোনার পদক ম্যাচে লক্ষ্যর প্রতিপক্ষ মালয়েশিয়ার এনজি ইয়ং জে।

  • 08 Aug 2022 03:15 PM (IST)

    টেবল টেনিস: সাথিয়ানের ব্রোঞ্জের লড়াই

    আজ বিকেস ৩.৩৫ মিনিটে টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলস ব্রোঞ্জ পদক ম্যাচে ভারতের সাথিয়ান গণশেখরনের প্রতিপক্ষ ইংল্যান্ডের পল ড্রিঙ্কারহল।

  • 08 Aug 2022 02:56 PM (IST)

    বার্মিংহ্যামে সিন্ধুগর্জন

    বার্মিংহ্যাম কমনওয়েলথের শেষদিনে সিন্ধুর সোনার পদক দিয়ে অভিযান শুরু করল ভারত।

    পড়ুন বিস্তারিত: CWC 2022: বার্মিংহ্যামে সিন্ধুগর্জন, কমনওয়েলথে সোনার পদক তারকা শাটলারের

  • 08 Aug 2022 02:50 PM (IST)

    ব্যাডমিন্টন: কমনওয়েলথ গেমস থেকে সিন্ধুর পঞ্চম পদক

    কমনওয়েলথ গেমস থেকে এই নিয়ে সিন্ধু পঞ্চম পদক পেলেন। এবং দ্বিতীয় সোনা এল তাঁর। মহিলাদের সিঙ্গলসে এর আগে কমনওয়েলথে তাঁর ২০১৪ সালে ব্রোঞ্জ ও ২০১৮ সালে রুপো ছিল। সেখানে এ বার জুড়ল সোনাও। এই প্রথম মহিলাদের সিঙ্গলসে সোনা পেলেন পুসারলা।

  • 08 Aug 2022 02:50 PM (IST)

    ব্যাডমিন্টন: সাত্বিক-চিরাগ জুটির সোনার লড়াই

    আজ বিকেল ৩টে নাগাদ শুরু হবে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনাল। সেই ম্যাচে ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির প্রতিপক্ষ ইংল্যান্ডের লেন বেন-ভেন্ডি সিন।

  • 08 Aug 2022 02:47 PM (IST)

    ব্যাডমিন্টন: সোনা জিতলেন সিন্ধু

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সোনা জিতলেন পিভি সিন্ধু। কানাডার প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারালেন সিন্ধু। ম্যাচের ফল ২১-১৫, ২১-১৩ সিন্ধুর পক্ষে।
  • 08 Aug 2022 02:26 PM (IST)

    ব্যাডমিন্টন: প্রথম গেমে এগিয়ে সিন্ধু

    সোনার পদকের ম্যাচে কানাডার মিশেল লি-র বিরুদ্ধে ২১-১৫ ব্যবধানে প্রথম গেমে জিতলেন পিভি সিন্ধু।

  • 08 Aug 2022 02:06 PM (IST)

    সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কারা?

    ভারতীয় দলের শেফ দি মিশন রাজেশ ভান্ডারি জানিয়েছেন, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবে থাকবেন নিখাত জারিন ও শরথকমল।

  • 08 Aug 2022 02:04 PM (IST)

    হকি: ফাইনাল ম্যাচে থাকছেন না বিবেক সাগর প্রসাদ

    ভারতের পুরুষ হকি দলের মিডফিল্ডার বিবেক সাগর প্রসাদকে আজ পাবে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ ভারতের পুরুষ হকি দল নামবে সোনার পদকের ম্যাচে। বিবেকের হাঁটুতে চোট রয়েছে। যে কারণে তাঁকে আজকের ম্যাচে পাওয়া যাবে না।

  • 08 Aug 2022 02:01 PM (IST)

    ব্যাডমিন্টন: সিন্ধুর সোনার লড়াই শুরু

    কানাডার মিশেল লি-র বিরুদ্ধে মহিলাদের সিঙ্গলসের ফাইনালের লড়াই শুরু পিভি সিন্ধুর। কানাডিয়ান শাটলার মিশেলের বিরুদ্ধে শেষ ৬ বারের সাক্ষাতে সিন্ধু জিতেছেন।

  • 08 Aug 2022 02:00 PM (IST)

    ব্যাডমিন্টন: লক্ষ্যর ফাইনালের লড়াই

    পুরুষদের সিঙ্গলস ফাইনাল ম্যাচ – লক্ষ্য সেন বনাম এনজি ইয়ং জে (দুপুর ২.১০)।

  • 08 Aug 2022 01:15 PM (IST)

    ভারতীয় ক্রীড়াবিদদের শেষ দিনের সূচি দেখে নিন...

    আজ বিশেষ নজরে থাকবেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন-শরথকমলরা। একইসঙ্গে এ বারের কমনওয়েলথ গেমসের শেষ দিনে নজর রাখতে হবে পুরুষ হকি দলের ফাইনালে এবং ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের মতো ইভেন্টেও।

    পড়ুন বিস্তারিত: CWG 2022 India Day 11 Schedule: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিনে নজরে সিন্ধু-শরথকমল-মনপ্রীতরা

  • 08 Aug 2022 01:10 PM (IST)

    পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

    আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন। আজও ভারতের ঝুলি ভরবে একাধিক পদকে।

    পড়ুন বিস্তারিত: CWG 2022 India Medals Tally: কমনওয়েলথ গেমসের শেষ দিনের আগে জানুন পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত…

  • 08 Aug 2022 01:05 PM (IST)

    জেনে নিন অ্যাকশন প্যাকড সানডে-তে ভারতের জয়-হারের খতিয়ান

    আজ টেবল টেনিস, ব্যাডমিন্টন ও হকিতে ভারতের সোনার পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন অ্যাকশন প্যাকড সানডে-তে ভারতের জয়-হারের খতিয়ান।

    পড়ুন বিস্তারিত: CWG 2022, Day 10 Final Result: সুপার সানডে-তে কমনওয়েলথ গেমস থেকে কত পদক এল ভারতে জানেন?

  • 08 Aug 2022 12:59 PM (IST)

    আর কিছুক্ষণ পরই অ্যাকশনে সিন্ধু

    আজ ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস ফাইনাল – পিভি সিন্ধু বনাম মিশেল লি। দুপুর ১.২০ মিনিটে শুরু হবে সোনার পদকের ম্যাচ।

Published On - Aug 08,2022 12:00 PM

Follow Us: