Ind vs Aus Highlight, T20 CWG 2022 : হার দিয়ে শুরু, স্নায়ুর চাপ ধরে রাখতে ব্যর্থ ভারত
India vs Australia Live Score in Bangla : টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে প্রথম ম্যাচ বাড়তি গুরুত্ব রাখে। শুরুটা ভালো হলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। হরমনপ্রীতদের লক্ষ্য সেটাই।
বার্মিংহ্যাম : জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গেমস ভিলেজের অনুভূতি। প্রথম বার কমনওয়েলথ গেমসের মতো কোনও মাল্টি ইভেন্টে মেয়েদের ক্রিকেট। প্রথম ম্যাচেই দুই শক্তিশালী দেশ ভারত বনাম অস্ট্রেলিয়া। এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ এ তে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আকর্ষণীয় হবে এমনটাই প্রত্যাশা ছিল। হলও তাই। যদিও শেষ অবধি স্নায়ুর চাপ ধরে রেখে জিতল অস্ট্রেলিয়া। অথচ ম্যাচের ৮০ শতাংশ ভাগ জুড়ে ভারতের জয়ের সম্ভাবনাই ছিল। ব্যাট হাতে হরমনপ্রীত, শেফালি ভার্মার দারুণ ইনিংস। বোলিংয়ে রেনুকা সিং ঠাকুরের বিধ্বংসী শুরু। সব ব্যর্থ হল। বাঁ হাতি দুই স্পিনার রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াররা একটু ভালো পারফর্ম করতে পারলে, কিংবা বোর্ডে আরও একটু রান থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ফিল্ডিংও আশানুরূপ হয়নি ভারতের। গ্রুপ এ তে ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।
Key Events
প্রথম স্পেলেই ৪ উইকেট নিয়ে অনবদ্য শুরু দিয়েছিলেন রেনুুকা সিং ঠাকুর। কিন্তু সতীর্থদের থেকে একই রকম সাহায্য পেলেন না।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়াকে জেতালেন অ্যাশলে গার্ডনার এবং গ্রেস হ্যারিস।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।
- প্রথম স্পেলেই ৪ উইকেট নেন রেনুকা সিং ঠাকুর।
- শেষ দিকে অনবদ্য ব্যাটিং অ্যাশলে গার্ডনার এবং গ্রেস হ্যারিসের।
- এক ওভার বাকি থাকতেই ম্যাচ জয় অস্ট্রেলিয়ার।
-
ভারতের হার
এক ওভার বাকি থাকতেই জয় অস্ট্রেলিয়ার।
-
-
রুদ্ধশ্বাস শেষের পথে
২ ওভারে মাত্র ১২ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার।
-
জুটি ভাঙল
একশো রান পূর্ণ অস্ট্রেলিয়ার। এর পরই জুটি ভাঙলেন অভিষেককারী মেঘনা সিং। উঁচু ক্যাচ। দারুণ ক্যাচ হরমনপ্রীতের। গ্রেস হ্যারিস ফিরলেন ২০ বলে ৩৭ রানে।
-
চাপ বাড়াচ্ছেন হ্যারিস
ভারতীয় ব্যাটিংয়ে নজর কেড়েছেন হ্যারি। অস্ট্রেলিয়ার হয়ে দাপট দেখাচ্ছেন হ্যারিস। গ্রেস হ্যারিস বিগ ব্যাশে ওপেন করেন। জাতীয় দলে খেলছেন সাত নম্বরে। প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাটিং করছেন।
-
-
ঠাকুর বন্দনায় এজবাস্টন
৪ ওভার ১৮ রান দিয়ে ৪ উইকেট। অস্ট্রেলিয়ার সেরা ব্যাটারদের ফিরিয়ে চমকে দিয়েছেন। স্পেল শেষ হতেই এজবাস্টনের গ্যালারিতে হাততালির শব্দব্রহ্ম।
-
পাওয়ার প্লে শেষ
প্রথম পাওয়ার প্লে তে ৪১-৪ অস্ট্রেলিয়া। স্পেলের শেষ ওভার করছেন রেনুকা।
-
নতুন ওভার, উইকেট
রেনুকা সিং। অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট। চারটিই রেনুকা সিং ঠাকুরের খাতায়। অস্ট্রেলিয়া ৩৮-৪
-
এবারও রেনুকা
ওভারে দ্বিতীয় এবং সব মিলিয়ে তিন উইকেট রেনুকা সিং ঠাকুরের। নিজের দু ওভারেই অসিদের বিপদে ফেললেন রেনুকা।
-
রেনুকার দ্বিতীয় ধাক্কা
অধিনায়ক মেগ ল্যানিংও আউট। এবার রেনুকা সিং ঠাকুর। ব্যাকওয়ার্ড পয়েন্টে অনবদ্য ক্যাচ রাধা যাদবের।
-
নিখুঁত শুরু
দ্বিতীয় বলেই বিপজ্জনক অ্যালিসা হিলিকে ফেরালেন রেনুকা সিং ঠাকুর। স্লিপে ক্যাচ দীপ্তি শর্মার।
-
এক নজরে
- টসে জিতে ব্যাটিং ভারতের। ২০ ওভারে ১৫৪-৮।
- শেফালি ভার্মা ৪৮ রানে ফেরেন।
- অধিনায়ক হরমনপ্রীত কৌর ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন।
- অসি বাঁ হাতি স্পিনার জেস জোনাসেন ৪ উইকেট নেন।
-
অনবদ্য ইনিংসের ইতি
অর্ধশতরানের পরই ফিরলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩৪ বলে ৫২ রান করেন তিনি।
-
হ্যারির হাফ সেঞ্চুরি
কমনওয়েলথ গেমসে প্রথম। এবারই মেয়েদের ক্রিকেট যুক্ত হয়েছে। প্রথম অর্ধশতরান এল হরমনপ্রীত কউরের ব্যাট থেকে। ইতিহাসে হ্যারি।
-
জোড়া উইকেট
জেমিমার পর একই ওভারে ফিরলেন দীপ্তি শর্মাও। ভারত ১৬ ওভারে ১১৭-৫।
-
জেমিমা আউট
ভারতের বড় স্কোরের সম্ভামনা ক্রমশ কমছে। আউট জেমিমা রডরিগজ। ভারত ১১৭-৪
-
শেফালির অর্ধশতরান হল না
একাদশ ওভারে ডার্সি ব্রাউনের শেষ তিন বলেই বাউন্ডারি। বিধ্বংসী মেজাজে শেফালি। পরের ওভারে স্পিনার জেস জোনাসেন। সুইপ করেন। অ্যালিসা হিলির আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। রিভিউতে ধরা পড়ে লেগ সাইডে কট বিহাইন্ড শেফালি। ৩৩ বলে ৪৮ রানে ফিরলেন শেফালি।
-
মাঝপথে ভারতীয় ইনিংস
পাওয়াল প্লে তে স্মৃতির উইকেট। ইনিংসের মাঝ পথের কিছু আগে রান আউট যস্তিকা। ১০ ওভারে ভারতের স্কোর ৭৫-২। ক্রিজে শেফালির সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌর।
-
হিলির ভুলে শেফালির স্বস্তি, যস্তিকার উইকেট
ক্রিজ থেকে অনেকটাই বাইরে শেফালি। বাঁ হাতে বল, ডান হাতে স্টাম্পিং করলেন। যতক্ষণে বুঝেছেন, বেল উড়িয়ে দেওয়া হয়েছে। আউট করতে হলে স্টাম্প তুলে নিতে হত। যদিও স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। কয়েক বলের ব্যবধানে যস্তিকা রানের কল করে প্রায় মাঝ পিচে। শেফালি মানা করলেও পা হড়কায় যস্তিকার। ফিরতে পারেননি। রান আউট হলেন তিনি।
-
পাওয়ার প্লে আপটেড
পাওয়ার প্লে খুব বেশি পাওয়ারফুল হল না। স্মৃতি মান্ধানার আউটেই ছন্দপতন হয়েছিল। তাঁর উইকেট হারিয়ে পাওয়ার প্লে তে ৩৫ রান তুলল ভারত।
-
বড় ধাক্কা
অনবদ্য ব্যাটিং করছিলেন স্মৃতি মান্ধানা। ডার্সি ব্রাউনের অফ সাইটে প্রায় এক হাত বাইরের বল তাড়া করে কট বিহাইন্ড। ১৭ বলে ২৪ রানে ফিরলেন স্মৃতি। ক্রিজে শেফালির সঙ্গে যস্তিকা ভাটিয়া।
-
স্মৃতির ব্যাটে ভালো শুরু
অনবদ্য দুটি বাউন্ডারি স্মৃতির ব্যাটে। আতঙ্কের পরিস্থিতিও তৈরি হল। পয়েন্টে ক্যাচ পড়ে তাঁর। যদিও কঠিন সুযোগ ছিল। চোখ ধাঁধানো একটা ক্যাচ হতে পারত।
-
কাম অন ইন্ডিয়া
স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার ওপেনিং জুটি মাঠে নামতেই এজবাস্টনের গ্যালারি থেকে আওয়াজ এল, কাম অন ইন্ডিয়া। স্মৃতি স্ট্রাইকে। বোলিং ওপেন করছেন ডার্সি ব্রাউন।
-
কিংবদন্তিদের বার্তা
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা।
Wonderful to see cricket back in the Commonwealth Games. Hope this takes our beautiful game to newer audiences. Best wishes to @BCCIWomen’s team for their #CWG22 campaign.
— Sachin Tendulkar (@sachin_rt) July 29, 2022
My best wishes to the Indian women’s cricket team and all our athletes participating in the Commonwealth Games. ???
— Virat Kohli (@imVkohli) July 28, 2022
-
দেখে নিন ঐতিহাসিক ম্যাচের একাদশ
ভারত : হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, জেমিমা রডরিগজ, হরলীন দেওল, দীপ্তি শর্মা, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং, রেনুকা সিং ঠাকুর
অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি, বেথ মুনি, মেগ ল্যানিং, তাহিলা ম্যাকগ্রা, রাচেল হেইনেস, অ্যাশলে গার্ডনার, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট, ডার্সি ব্রাউন
-
টস আপটেড
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের।
-
মেঘনার অভিষেক
আন্তর্জাতিক টি ২০ তে অভিষেক হতে চলেছে পেসার মেঘনা সিংয়ের। সতীর্থদের মধ্যমণি মেঘনা। কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে অভিষেক। আপ্লুত এই পেসার।
Published On - Jul 29,2022 2:31 PM