COPA AMERICA 2021: মেসির কাঁধে ভর করেই কলম্বিয়াকে হারাতে চায় আর্জেন্টিনা
চলতি কোপা আমেরিকায় (Copa America) দুরন্ত ছন্দেই আছেন মেসিরা (Lionel Messi)। চিলির কাছে প্রথম ম্যাচে আটকে গেলেও বাকি ম্যাচগুলিতে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে বাড়তি সতর্ক কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ ব্রাজিলের কাছে হারলেও দুরন্ত লড়াই চালিয়েছিলেন ডেভিড ওসপিনারা (David Ospina)। উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে কলম্বিয়া। কোচ স্কালোনি চাইছেন ৯০ মিনিটেই ম্যাচ জিততে।
রিও: ফাইনালে ব্রাজিল (Brazil) পৌঁছে গিয়েছে। সেমিফাইনালে নামার আগেই একটা অদৃশ্য চাপ আর্জেন্টিনা (Argentina) শিবিরে। লিওনেল মেসির (Lionel Messi) কাছে প্রত্যাশার চাপও বেড়েছে অনেকটা। তবে ফাইনাল ভাবনার আগে মেসি-ডি মারিয়াদের ভাবনায় সেমিফাইনাল। কাল সকালে কলম্বিয়ার (Colombia) মুখোমুখি হতে চলে আর্জেন্টিনা (Argentina)। চলতি কোপা আমেরিকায় (Copa America) দুরন্ত ছন্দেই আছেন মেসিরা (Lionel Messi)। চিলির কাছে প্রথম ম্যাচে আটকে গেলেও বাকি ম্যাচগুলিতে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়াকে নিয়ে বাড়তি সতর্ক কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ ব্রাজিলের কাছে হারলেও দুরন্ত লড়াই চালিয়েছিলেন ডেভিড ওসপিনারা (David Ospina)। উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে কলম্বিয়া। কোচ স্কালোনি চাইছেন ৯০ মিনিটেই ম্যাচ জিততে।
আরও পড়ুন: COPA AMERICA 2021 : ফাইনালে ব্রাজিল, আর্জেন্তিনার অপেক্ষায় স্বপ্নের ফাইনাল
হেড টু হেড
মুখোমুখি ৪০ বার
আর্জেন্টিনার জয় ২৩ বার
কলম্বিয়ার জয় ৯ বার
অমীমাংসিত ৮ বার
৮ জুন, ২০২১ প্রাক বিশ্বকাপে শেষ সাক্ষাতে ফলাফল ২-২
৩ দিনের ব্যবধানে ২টো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলাররা স্বাভাবিক ভাবেই একটু ক্লান্ত। তাই দল নির্বাচন নিয়ে ধন্ধে আছেন কোচ স্কালোনি। সম্প্রতি প্রাক বিশ্বকাপের ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও জিততে পারেননি মেসিরা। প্রতিপক্ষকে সমীহই করছেন স্কালোনি (Lionel Scaloni)।
#SelecciónMayor @lioscaloni ?️: “Hablando como hincha argentino, estoy convencido de que estos chicos van a dar el máximo para llegar a la final. Siempre van a dejar bien parada la camiseta y la bandera. Creo que la gente eso lo valora. No dan una pelota por perdida”. pic.twitter.com/gOaDDHqQhr
— Selección Argentina ?? (@Argentina) July 5, 2021
আন্তর্জাতিক ফুটবলে ৭৬ গোল করে ফেলেছেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিরুদ্ধে একটা গোল করলেই ধরে ফেলবেন পেলের ৭৭ গোলের রেকর্ডকে। তবে সে সবের বাইরে মেসির ভাবনায় শুধুই খেতাব জয়। তার আগে পেরোতে হবে কলম্বিয়ার বাধা।
চলতি কোপায় মেসি
ম্যাচ ৫ গোল ৪ অ্যাসিস্ট ৪ ম্যাচের সেরা ৪
কলম্বিয়ার শারীরিক ফুটবল ভাবনায় রাখছে আর্জেন্টাইন শিবিরকে। মেসি রুখতেও প্ল্যান কষে রাখবেন ইয়েরি মিনারা। কাজটা কঠিন। তবু লক্ষ্যপূরণের স্বপ্নে বুঁদ মেসি-ওটামেন্ডিরা।