15 Years of IPL: আইপিএলের বয়স ১৫ বছর, প্রথম ম্যাচের তারকারা এখন কে কোথায়?
IPL 2023: আইপিএলের দেড় দশকের পূর্তি। ১৫ বছর আগে আজকের দিনেই ৮টি দল নিয়ে শুরু হয়েছিল আইপিএল। ভারত তথা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের পথ প্রদর্শক ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL)।
কলকাতা: দেখতে দেখতে ১৫টা বছর। ২০০৮ সালে জন্ম হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (IPL) । এখন ১৫ বছরের উচ্ছ্বল কিশোর। শুরু হয়েছিল আটটি দল নিয়ে। সারা বিশ্বের সেরা ক্রিকেটাররা এক ছাদের তলায় চলে এসেছিলেন। এখন দশ দলের প্রতিযোগিতা। এতগুলো বছর কেটে গেলেও এখনও ক্রিকেটপ্রেমীদের চোখের সামনে ভাসে আইপিএলের প্রথম ম্যাচ। ২০০৮ সালের ১৮ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম সেদিন কানায় কানায় পূর্ণ ছিল। প্রথম ম্যাচে মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়। গোটা কেরিয়ার জুড়ে যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন, তাঁরাই সেদিন একে অপরের মুখোমুখি। কী দেখবেন, কী হবে, সেসব না ভেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) ম্যাচ দেখার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের আসন বুক করে রেখেছিলেন দর্শকরা। প্রত্যাশাবিহীন সেই ম্যাচই আইপিএলের ছন্দ বেঁধে দিয়েছিল। চিন্নাস্বামীতে সেদিন ওঠে ব্রেন্ডন ম্যাকালাম ঝড়। শতরান হাঁকিয়ে ইতিহাসে ঢুকে পড়েছিলেন ম্যাকালাম। গ্যালারিতে বলিউডের বাদশা শাহরুখ খান-সহ একঝাঁক সেলিব্রিটিদের ভিড়। সবমিলিয়ে ঐতিহাসিক এক রাত। আজ ১৫ বছর পর সেদিনের ম্যাচের তারকারা এখন কে কোথায়? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
১৩টি ছয় এবং ১০টি চারের সাহায্যে ম্যাকালামের ব্যাটে এসেছিল ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান। কেকেআরের খাতায় ওঠে ২২২ রানের বড় স্কোর। বিশাল রান তাড়া করতে গিয়ে আরসিবির ব্যাটিং বিপর্যয়। ১৪০ রানের বড় ব্যবধানে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলি, জ্যাক কালিস, মার্ক বাউচার, রাহুল দ্রাবিড়দের ৮২ রানে আটকে দেন অজিত আগারকর, অশোক দিন্দারা। সৌরভও হাত ঘুরিয়ে সেদিন দুটো উইকেট পেয়েছিলেন।
১৫ বছর পর আইপিএল এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। যাই হোক, সেদিনের ম্যাচের মাত্র তিনজন ক্রিকেটার এখনও আইপিএলে খেলছেন। তাঁরা হলেন বিরাট কোহলি, ঋদ্ধিমান সাহা এবং ইশান্ত শর্মা। ১৫টা বছর ধরে আরসিবির হয়ে ছয় হাজারের বেশি রান করেছেন বিরাট। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। প্রায় এক দশক আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। জাতীয় দলে এখন তাঁর আগের মতো কদর না থাকলেও বাংলার কিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান্সের স্কোয়াডে দাপটে খেলছেন। ২০২২ সাল থেকে গুজরাটের সদস্য হার্দিক। চলতি মরসুমে ওপেনিং করছেন। বর্তমানে নিজের সেরা ফর্মে না থাকলেও দিল্লি ক্যাপিটালসের সদস্য ইশান্ত শর্মা। চলতি মরসুমে এখনও মাঠে নামা হয়নি ইশান্তের।
কেকেআর দলের বাকিরা কে কোথায়?
- ব্রেন্ডন ম্যাকালাম: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ
- সৌরভ গঙ্গোপাধ্যায়: ডিরেক্টর অব ক্রিকেট, দিল্লি ক্যাপিটালস
- রিকি পন্টিং: হেড কোচ, দিল্লি ক্যাপিটালস
- ডেভিড হাসি: মেন্টর, কলকাতা নাইট রাইডার্স
- মহম্মদ হাফিজ: পাকিস্তানের হয়ে খেলছেন
- লক্ষ্মীরতন শুক্লা: কোচ, বাংলা দল
- অজিত আগারকর: বোলিং কোচ, দিল্লি ক্যাপিটালস
- মুরলী কার্তিক: ধারাভাষ্যকার
- অশোক দিন্দা: রাজনীতি ও ধারাভাষ্য
আরসিবির বাকি সদস্যরা কে কোথায়?
- রাহুল দ্রাবিড়: হেড কোচ, ভারতীয় ক্রিকেট টিম
- ওয়াসিম জাফর: ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ
- জ্যাক কালিস: কোচিং এবং ধারাভাষ্য
- ক্যামেরন হোয়াইট: কোচিং, বিবিএল
- মার্ক বাউচার: হেড কোচ, মুম্বই ইন্ডিয়ান্স
- বালাচন্দ্র অখিল: জানা যায়নি
- অশোক নোফকে: কোচিং, দ্য হান্ড্রেড উইমেন
- প্রবীণ কুমার: অবসর জীবন কাটাচ্ছেন
- জাহির খান: ডিরেক্টর অব ক্রিকেট, মুম্বই ইন্ডিয়ান্স
- সুনীল জোশী: জাতীয় দলের প্রাক্তন নির্বাচক