Virat Kohli MS Dhoni: লালে-হলুদে মিশে গেল, চিন্নাস্বামীতে কোহলি-মাহির ব্রোম্য়ান্স

IPL 2023: ম্যাচের পর দুটো দলেরই ফ্যানরা যেটার জন্য অপেক্ষা করছিলেন, তা হল Dhoni ও Virat-এর সাক্ষাৎ। বাইশ গজে এই জুটিকে আইপিএল (IPL 2023) ছাড়া দেখার সুযোগ নেই।

Virat Kohli MS Dhoni: লালে-হলুদে মিশে গেল, চিন্নাস্বামীতে কোহলি-মাহির ব্রোম্য়ান্স
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 2:07 PM

কলকাতা: আজ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৫ বছর পূর্তি। এতগুলো বছরের মধ্যে যে গুটি কয়েক বিষয় ধারাবাহিক তা হলেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করছেন বিরাট কোহলি। একইভাবে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং চেন্নাই সুপার কিংস একে অপরের পরিপূরক। দলের ভালো, খারাপ, উত্থান-পতন যাই হোক, নিজেদের ফ্র্যাঞ্চাইজির প্রতি ১০০ শতাংশ কমিটেড ভারতীয় ক্রিকেটের এই দুই আইকন। সোমবার ছিল ২০২৩ আইপিএলের প্রথম ধোনি বনাম বিরাট ম্যাচ। জোরদার টক্করের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটদের (Virat Kohli) আরসিবিকে ৮ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে এমএস ধোনির চেন্নাই। ম্যাচের পর দুটো দলেরই ফ্যানরা যেটার জন্য অপেক্ষা করছিলেন, তা হল ধোনি ও বিরাটের সাক্ষাৎ। বাইশ গজে এই জুটিকে আইপিএল (IPL 2023) ছাড়া দেখার সুযোগ নেই। তাই দুই তারকা যখন মাঠের একপাশে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে খোশ গল্পে মেতে গেলেন, ক্যামেরা তাক করে রইল তাঁদের দিকেই। কী গল্প হল তাঁদের মধ্যে? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আইপিএলে আরসিবি বনাম সিএসকে ম্যাচ দক্ষিণের ডার্বি নামে পরিচিত। দুই দলের ম্যাচ থাকলে টিভির সামনে হামলে পড়েন ক্রিকেট অনুরাগীরা। বাইশ গজে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি একে অপরকে হারিয়ে বাজিমাত করার প্রাণপণ চেষ্টা করেন। ম্যাচ শেষ হতেই প্রতিদ্বন্দ্বিতা উধাও। জাতীয় দল থেকে কোহলি ও ধোনির বন্ডিং চোখে পড়ার মতো। বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্নভাবে তাঁর কেরিয়ারে ধোনির অবদানের কথা স্বীকার করেছেন কোহলি। সোমবারের হাইভোল্টেজ ম্যাচের পর দু দণ্ড দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলার সময় বের করে নিলেন দু’জনই। হাত নেড়ে নেড়ে গল্প, কখনও হেসে গড়িয়ে পড়লেন কোহলি। দু’জনকে এক ফ্রেমে দেখে চোখ জুড়োল ক্রিকেট বিশ্বের।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে কোনও কারণ ছাড়াই ধোনিকে নিয়ে পোস্ট করেন বিরাট। সোমবারের মাহি-সাক্ষাতের ঘোর বোধহয় কাটেনি বিরাটের। মঙ্গলবার দুপুর নাগাদ সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে পোস্ট করলেন। ছবিতে দেখা যাচ্ছে, একে অপরকে আলিঙ্গন করছেন ধোনি এবং বিরাট। কোহলি পোস্টের ক্যাপশনে কোনও শব্দ লেখেননি। শুধুমাত্র কয়েকটি ইমোজির মাধ্যমে তাঁদের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। লাল ও হলদু হৃদয়ের ইমোজির পাশাপাশি জাতীয় দলের পতাকাও রয়েছে তাঁর পোস্টে। দেখুন কোহলির টুইট-