RR vs LSG LIVE Streaming, IPL 2023: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ
Rajasthan Royals vs Lucknow Super Giants, IPL Live Streaming: আইপিএলের ১৬তম সংস্করণ চলছে। আগামী কাল, বুধবার রয়েছে রাজস্থান বনাম লখনউ ম্যাচ।
জয়পুর: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। ইতিমধ্যে ২৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। চলতি মরসুমে এই প্রথম বার ঘরের মাঠে খেলতে নামছে রাজস্থান রয়্যালস (IPL 2023)। রাজস্থানের দুটি হোম গ্রাউন্ড। প্রথমটি জয়পুর ও দ্বিতীয়টি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। বর্ষাপাড়ায় দুটি হোম ম্যাচ খেলেছে রাজস্থান। এ বার জয়পুরে নামবে গোলাপি বাহিনী। চলতি আইপিএলের পয়েন্ট টেবলে ছুটছে রাজস্থান। গতবারের রানার্স টিম এ বারও দুর্দান্ত খেলছে। পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দলটি আগামী প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। পরপর ম্যাচ হেরে বিপাকে পড়ে গিয়েছেন লোকেশ রাহুলরা। রাজস্থানকে তাদেরই ঘরের মাঠে হারানোর চ্যালেঞ্জ লখনউয়ের সামনে। TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ১৬তম আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ।
রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি কোথায় হবে?
রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে হবে।
রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি শুরু হবে সন্ধা ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।