Pakistan Cricket : পাকিস্তান চলবে না! চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতছাড়া হচ্ছে বাবরদের

Champions Trophy 2025 : বিসিসিআইয়ের চূড়ান্ত আপত্তির পর এশিয়া কাপ হাতছাড়া হওয়ার মুখে পিসিবির। এ বার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতছাড়া হওয়ার মুখে।

Pakistan Cricket : পাকিস্তান চলবে না! চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতছাড়া হচ্ছে বাবরদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 9:13 PM

কলকাতা: আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এশিয়া কাপ প্রায় হাতছাড়া পাকিস্তানের (Pakistan Cricket)। টুর্নামেন্ট সরতে পারে শ্রীলঙ্কায়। যা নিয়ে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই মধ্যে ফের একটা দুঃসংবাদ পাক ক্রিকেটের জন্য। শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর সন্ত্রাসবাদী হামলার পর দীর্ঘদিন ধরে দেশটিতে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ধীরে ধীরে দেশটিতে ক্রিকেট ফিরলেও আইসিসি, এসিসি টুর্নামেন্ট আয়োজন করতে বেগ পেতে হচ্ছে পাকিস্তানকে। বলা ভালো, পাকিস্তান বিভিন্ন কারণে বারবার সুযোগ হারাচ্ছে। বিসিসিআইয়ের চূড়ান্ত আপত্তির পর এশিয়া কাপ হাতছাড়া হওয়ার মুখে পিসিবির। যতদূর জানা গিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও (2025 Champions Trophy) পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে।  এর পিছনে কারণ কী? বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

পাকিস্তানের ভাগ্য পুড়েছে আমেরিকার জন্য। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আইসিসির মনে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজন করতে তৈরি নয়। তাই আগামী বছরের টি-২০ বিশ্বকাপ অন্য কোনও ভেনুতে আয়োজিত হতে পারে। এই জায়গা পূরণের জন্য পাকিস্তান থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র আরও কিছুটা সময় পেয়ে যাবে। পাশাপাশি বিশ্বকাপের মাপের টুর্নামেন্ট না হওয়ায় আর্থিক ক্ষতির সম্ভাবনা কম। চ্যাম্পিয়ন্স ট্রফি সরে গেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিয়ে দেবে আইসিসি।

তবে পুরো বিষয়টিই এখন আলোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড, আইসিসি ও অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইংল্যান্ডে আয়োজিত হতে পারে। জুন মাস নাগাদ ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন করার জন্য সেরা সময়।