T20 World Cup 2024: যে কোনও দলকে মাঠের বাইরে ফেলব… বিশ্বকাপে ইতিহাস গড়ে হুঙ্কার আমেরিকার
USA in T20 WC: টি-২০ বিশ্বকাপের 'এ' গ্রুপে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় সুপার এইটে পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং খুব সম্ভবত ইংল্যান্ডের (জস বাটলারের টিম এখনও সুপার এইটের টিকিট পায়নি। কিন্তু ইংল্যান্ডের সুপার এইটে ওঠার সম্ভাবনা প্রবল) বিরুদ্ধে খেলবে আমেরিকা।
কলকাতা: ক্রিকেট বিশ্বকাপের দুনিয়ায় আমেরিকা (USA) নবাগত। তা ঠিকই, কিন্তু প্রথম বার বিশ্বকাপের সুপার এইটে উঠে নিজেদের শক্তি প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে ইতিহাস গড়ে আলোচনায় উঠে এসেছে আমেরিকা। তারপর হুঙ্কার দিয়ে ফের লাইমলাইটে মার্কিনিরা। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ-এ থেকে ভারতের পাশাপাশি সুপার এইটে উঠেছে আমেরিকা। তারপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস ক্যাপ্টেন অ্যারন জোন্স জানিয়েছেন, বিশ্বের যে কোনও টিমকে হারানোর ক্ষমতা রাখে আমেরিকা।
টি-২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় সুপার এইটে পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং খুব সম্ভবত ইংল্যান্ডের (জস বাটলারের টিম এখনও সুপার এইটের টিকিট পায়নি। কিন্তু ইংল্যান্ডের সুপার এইটে ওঠার সম্ভাবনা প্রবল) বিরুদ্ধে খেলবে আমেরিকা।
এ বার আমেরিকার সহ-অধিনায়ক অ্যারন জোন্স বলেছেন, ‘সত্যি বলতে গেলে, অনেক মানুষই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে গুরুত্বই দেয় না। সম্ভবত বিশ্বের সকলে জানেই না যে আমাদের এখানে প্রতিভার অভাব নেই। আমাদের অনেক ভালো ক্রিকেটার রয়েছে। সেটা আমাদের জন্য হয়তো কিছুটা সুবিধার। তবে যে নির্দিষ্ট দিবে আমরা প্রপার ক্রিকেট খেলব, নিশ্চিতভাবেই আমরা বিশ্বের যে কোনও দলকে হারাতে পারব।’
HISTORY IN THE MAKING!!! 🇺🇸🔥🙌
For the first time ever, #TeamUSA have qualified for the Super 8 stage of the @ICC @T20WorldCup! 🤩✨
Congratulations, #TeamUSA! 🙌❤️ pic.twitter.com/tkquQhAVap
— USA Cricket (@usacricket) June 14, 2024
প্রথম বার টি-২০ বিশ্বকাপে খেলে, সুপার এইটে ওঠায় মার্কিন যুক্তরাষ্ট্র শিবির বেজায় খুশি। অ্যারন জোন্স বলেন, ‘সত্যি বলতে আমাদের জন্য এটা (সুপার এইটে ওঠা) বিরাট ব্যাপার। গত ২টো বছর ধরে আমরা আলোচনা করতাম যে পূর্ণ সদস্যের দেশগুলোর বিরুদ্ধে খেলব। এখন সেটা খেলছি আমরা। সুপার এইটে ওঠায় আমরা দারুণ খুশি।’