Afghanistan Cricket : দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ড, প্রতিবাদে বিশ্বকাপের আগে ‘ছুটি’ নিলেন তারকা ক্রিকেটার!
fghanistan Cricket Board : আফগানিস্তানের এক তারকা ব্যাটার ক্রিকেট থেকে বিরতি ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত।
কলকাতা : আফগানিস্তান ক্রিকেট এক দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৩ আইসিসি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে আফগানিস্তানকে কালো ঘোড়া হিসেবে ধরা হচ্ছে। রশিদ খান, মহম্মদ নবিরা পাশা পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। বছর শেষে বিশ্বকাপের জন্য নিজেদের জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রশিদ খানরা। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছেন আফগানরা। তিন ম্যাচের ওডিআই সিরিজের পর ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। এমন সময়ে আফগান ক্রিকেট বোর্ডের উপর লাগল দুর্নীতির কলঙ্ক। দলেরই এক ক্রিকেটার বোর্ডের দিকে দুর্নীতির আঙুল তুলেছেন। এই অভিযোগের পাশাপাশি একটি বড় পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আফগানিস্তানের ব্যাটার উসমান গনি ঘোষণা করেছেন, তিনি ক্রিকেট থেকে আপাতত বিরতি নেবেন। একইসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে না থাকা গনি লিখেছেন, “অনেক বিবেচনার পর আমি আফগানিস্তান ক্রিকেট থেকে বিরতির সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব আমাকে পিছিয়ে আসতে বাধ্য করেছে। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব। এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি সঠিক ম্যানেজমেন্ট এবং নির্বাচন কমিটি গঠনের জন্য।
After careful consideration, I have decided to take a break from Afghanistan Cricket. The corrupt leadership in the cricket board has compelled me to step back. I will continue my hard work and eagerly await the right management and selection committee to be put in place. 1/3 pic.twitter.com/lGWQUDdIwJ
— Usman Ghani (@IMUsmanGhani87) July 3, 2023
গনি আরও একটি টুইটে লেখেন, “একবার এমনটা ঘটলে, আমি গর্বিতভাবে আফগানিস্তানের হয়ে খেলায় ফিরব। ততক্ষণ পর্যন্ত, আমি আমার প্রিয় দেশের প্রতিনিধিত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারিনি। কারণ তিনি উপলব্ধ ছিলেন না।” ওডিআই বিশ্বকাপের আগে গনির এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো। দুর্নীতিগ্রস্ত বোর্ড কর্তাদের দিকে আঙুল তোলার সাহসের জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছে নেটমাধ্যম।