Cricket World Cup: এবিডি থেকে লারা, সেই দশ হতভাগ্য ক্রিকেটার যাঁরা কখনও ওডিআই বিশ্বকাপ জেতেননি
১০ দলের মহারণ শুরু হওয়ার আগে ফিরে যাওয়া যাক অতীতে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে তুলে ধরা হল তেমন ১০ কিংবদন্তিদের কথা, যাঁরা কখনও ওডিআই বিশ্বকাপ জেতেননি।
কলকাতা: এ বারের ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) দিন ধীরে ধীরে ঘনিয়ে আসছে। ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনাও দ্বিগুণ হচ্ছে। বিশ্বজয়ের আনন্দে এ বার মাতোয়ারা হবে কোন দেশ? তা সময়ই বলবে। ১০ দলের মহারণ শুরু হওয়ার আগে ফিরে যাওয়া যাক অতীতে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে তুলে ধরা হল তেমন ১০ কিংবদন্তিদের কথা, যাঁরা কখনও ওডিআই বিশ্বকাপ জেতেননি।
লারা থেকে এবিডি, সেই দশ হতভাগ্য ক্রিকেটার যাঁরা কখনও ওডিআই বিশ্বকাপ জেতেননি…
- ব্রায়ান লারা – ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার জীবনে ওডিআই বিশ্বকাপ না জেতার আক্ষেপটা চিরকাল থেকে যাবে। তিনি যখন ওয়েস্ট ইন্ডজ টিমের ক্যাপ্টেন ছিলেন, সেই সময় ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ দু’বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও লারার বিশ্বকাপের স্বপ্নপূরণ হয়নি।
- এবি ডে ভিলিয়ার্স – সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন প্রোটিয়া তারকা এবি ডে ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে একাধিক ম্যাচে তিনি দাপট দেখিয়েছেন। তবে পুরো ক্রিকেট কেরিয়ারে এবিডির বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্নপূরণ হয়নি।
- গ্রাহাম গুচ – ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচ ১৯৯২ সালে দলকে ফাইনালে তুলেছিলেন। সে বার অল্পের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড। পাকিস্তানের কাছে সে বার হেরে যায় ইংল্যান্ড। পরবর্তীতে মোট ৩ বার বিশ্বকাপে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি গ্রাহাম গুচ।
- ক্রিস গেইল – সারা বিশ্বে ক্রিস গেইলের খ্যাতি ছড়িয়ে রয়েছে। তাঁর পাওয়ার হিটিং ক্ষমতা সকল ক্রিকেট প্রেমীর নজর কাড়ে। ওয়েস্ট ইন্ডিজ টিমে টি-২০ ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু ক্যারিবিয়ান কিংবদন্তির ঝুলিতেও নেই ওডিআই বিশ্বকাপ।
- সৌরভ গঙ্গোপাধ্যায় – ২০০০ সালের শুরুর দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের হাল ধরেন। ২০০৩ সালের বিশ্বকাপে খুব কাছে পৌঁছে গিয়েও ট্রফি হাতের মুঠোয় ভরতে পারেননি সৌরভ। সে বার অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ফলে বর্ণময় ক্রিকেট কেরিয়ারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়নি প্রিন্স অব কলকাতার।
- জ্যাক ক্যালিস – ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসও রয়েছেন এই তালিকায়। প্রোটিয়া তারকা ক্রিকেটার ক্যালিস একবারও বিশ্বকাপ জিততে পারেননি।
- কুমার সঙ্গাকারা – শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারা প্রথম ক্রিকেটার যিনি বিশ্বকাপে পরপর ৪টি শতরান করেছিলেন। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপে তাঁর কাছে সুযোগ ছিল সোনালি ট্রফিটি হাতে তুলে নেওয়ার। কিন্তু তিনি পারেননি।
- স্যার ইয়ান বোথাম – সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন স্যার ইয়ান বোথাম। কিন্তু ইংল্যান্ডের এই কিংবদন্তি একবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি।
- ওয়াকার ইউনিস – পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিসও রয়েছেন এই তালিকায়। ১৯৯২ সালের বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি ওয়াকার ইউনিস। ফলে বিশ্বজয়ের স্বাদও পাননি প্রাক্তন পাক তারকা।
- লান্স ক্লুজনার – ৯০’এর সময় অন্যতম বিধ্বংসী ব্যাটার ছিলেন দক্ষিণ আফ্রিকার লান্স ক্লুজনার। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছিলেন। কিন্তু বিশ্বজয়ের আনন্দ পাননি।