ICC World Cup 2023 : এখনও অনুমতি মেলেনি, বাবর আজমরা ভারতে না এলে কী হবে?
সূচি ঘোষণা হয়ে গেলেও ভারতে এসে বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan Cricket) অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।
কলকাতা : বিসিসিআই আগামী অক্টোবর-নভেম্বরে চতুর্থ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) আয়োজন করতে প্রস্তুত। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের জন্য গত ২৭ জুন আইসিসি সূচি ঘোষণা করে। ১০টি দলের বিশ্বকাপে আটটি টিম নিশ্চিত। জিম্বাবোয়েতে চলছে বাকি দুটি টিমের জন্য বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ বাছাই পর্ব থেকে ছিটকে গিয়েছে। যা এ বারের বিশ্বকাপে বড় অঘটন বলাই যায়। এদিকে সূচি ঘোষণা হয়ে গেলেও ভারতে এসে বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan Cricket) অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। সূচি ঘোষণা করে ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের খেলার বিষয়টি আইসিসি নিশ্চিত করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার আশা, অক্টোবর-নভেম্বরে ভারত সফর করবে পাকিস্তান। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাদের সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। যার জবাব পাওয়া বাকি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সূচি ঘোষণা হওয়ার আগে চারপাশে অনেক জল্পনা ভাসছিল। শোনা যাচ্ছিল, বিসিসিআই-এর সঙ্গে বিভিন্ন মতের পার্থক্যের কারণে ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান। সূচি নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের অভিযোগের শেষ ছিল না। সূচি নিয়ে সমস্যা মিটে গিয়েছে। আইসিসির পদাধিকারীরা ভারত সফরের জন্য পাক ক্রিকেট বোর্ডকে রাজি করিয়েছে। তবে এখনও বাধা রয়েছে। সেটা হল ওদেশের সরকারের অনুমোদন। যে দিকে হা পিত্যেশ করে চেয়ে সকলেই।
এর পাশাপাশি একটা প্রশ্ন উঠে আসছে। পাকিস্তান যদি ভারতে না আসে অর্থাৎ দেশটির সরকার যদি অনুমতি না দেয় তাহলে কী হবে? ১৫ অক্টোবরের ভারত-পাক ম্যাচেরই বা ভবিষ্যৎ কী হবে? আইসিসির সূত্র জানিয়েছে, এই ধরনের পরিস্থিতির জন্যও নিয়ম তৈরি করা হয়েছে। পাকিস্তান যদি ২০২৩ সালের বিশ্বকাপে অংশ নিতে অস্বীকার করে, তাহলে বাছাইপর্বের তৃতীয় শীর্ষ দল এই ইভেন্টে পাকিস্তানের জায়গা নেবে বলে। অর্থাৎ পাকিস্তানের অনুপস্থিতিতে অন্য একটা দল সুযোগ পেয়ে যাবে বিশ্বকাপ খেলার। ঘোষিত সময়সূচী অনুসারে, ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সবচেয়ে প্রত্যাশিত ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দুটি দল সেমিফাইনালে উঠলে বিশ্বকাপে ফের মুখোমুখি হতে পারে।