T20 World Cup 2024: এ কী অবস্থা! রোহিতদের কাছে হেরে বাংলাদেশের সাহায্য চাইছেন অজি ক্যাপ্টেন মার্শ
IND vs AUS: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে অবশেষে অজি কাঁটা পেরোল ভারত। ভারতীয় ক্রিকেট প্রেমীদের অনেকেই বলছেন, টি-২০ বিশ্বকাপের সুপার এইটে এই জয় ভারতের ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে একটু প্রলেপ দিল।

কলকাতা: এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, হয়তো ভাবতেই পারেনি অজি শিবির। ভারত ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ ইতিহাস দেখার কথা বলেছিলেন। টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জও দিয়েছিলেন। দুই দলের পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিতে বলেছিলেন। কিন্তু কোথায় কী! ভারতের কাছে বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচে ২৪ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এ বার ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সকালের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে নজর থাকবে সকলের, নজর থাকবে অস্ট্রেলিয়ার। কারণ বাংলাদেশ যদি আফগানিস্তকে হারাতে পারে তা হলে নেট রানরেট ভালো থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে অস্ট্রেলিয়া। এ বার তাই রোহিতদের কাছে হেরে বাংলাদেশের সাহায্য চাইছেন অজি ক্যাপ্টেন মার্শ।
আপাতত বাংলাদেশের উপর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর মিচেল মার্শ বলেন, ‘কাম অন বাংলাদেশ।’ যা শুনেই বোঝা যায় যে এ বার বাংলাদেশকে সমর্থন করছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ভারতীয় টিমের প্রশংসা শোনা যায় তাঁর গলায়। গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়োকচিত ইনিংস উপহার দিয়েছেন রোহিত শর্মা। ৪১ বলে ৮টি ছয়, ৭টি চার দিয়ে ৯১ রানের ইনিংস সাজিয়েছিলেন হিটম্যান। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। সঙ্গে গড়েছেন কয়েকটি রেকর্ডও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সকল রেকর্ড গড়েছেন রোহিত শর্মা সেগুলি হল —
- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০টি ছয় মারা প্রথম ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা।
- এ বারের বিশ্বকাপে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। যা টুর্নামেন্টের এই সংস্করণে সবচেয়ে দ্রুত।
- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও।
- এ বারের টি-২০ বিশ্বকাপে পাওয়ার প্লে-তে ৫০ রান করা প্রথম ক্রিকেটার হলেন রোহিত শর্মা।
- টি-২০ বিশ্বকাপে এক ইনিংসে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৭টি ছয় মেরেছিলেন। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি ছয় মেরেছেন তিনি।
- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাবর আজমকেও টপকে গিয়েছেন রোহিত শর্মা। টি-২০তে বাবরের সংগ্রহ ৪১৪৫ রান। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের পর রোহিতের সংগ্রহ ৪১৬৫ রান।
- টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে এক ম্যাচে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছেন রোহিত শর্মা।





