ICC World Cup 2023: পাকিস্তান নিখুঁত খেলাটা তুলে ধরতে পারেনি… টানা ৪ ম্যাচ হেরে বলছেন মিকি আর্থার

পাক দলের এই বিশ্বকাপে এমন হতশ্রী পারফরম্যান্সে মন ভেঙেছে সে দেশের সমর্থকদের। কারণ, এ বারের বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপে পাকিস্তানের এমন পারফরম্যান্সের জন্য পাক টিমের ক্রিকেট ডিরেক্টর দায়ী করছেন, সকল প্লেয়ারদের সব বিভাগে একসঙ্গে জ্বলে উঠতে না পারাকে

ICC World Cup 2023: পাকিস্তান নিখুঁত খেলাটা তুলে ধরতে পারেনি... টানা ৪ ম্যাচ হেরে বলছেন মিকি আর্থার
বিশ্বকাপে পাকিস্তানের টানা ৪ ম্যাচ হারের পর কী বললেন মিকি আর্থার?Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 5:32 PM

চেন্নাই: বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা ৪ ম্যাচে হেরেছে পাকিস্তান (Pakistan)। চরম সমালোচনা চলছে পাক টিমকে নিয়ে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে মন ভেঙেছে পাক সমর্থকদের। কারণ, এ বারের বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপে পাকিস্তানের এমন পারফরম্যান্সের জন্য পাক টিমের ক্রিকেট ডিরেক্টর দায়ী করছেন, সকল প্লেয়ারদের সব বিভাগে একসঙ্গে জ্বলে উঠতে না পারাকে। চেন্নাইয়ে লক্ষ্মীবারে এক রোমাঞ্চকর লড়াই দেখা গিয়েছে। মাত্র ১ উইকেটে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। এই ম্যাচ হারতেই বাবরদের এ বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে কার্যত জল পড়ে গিয়েছে। বাকি ৩ ম্যাচে কি পাকিস্তানের নিখুঁত খেলা দেখা যাবে? কী বলছেন মিকি আর্থার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরে ভার্চুয়ালি বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে পাকিস্তানের। যদি টুর্নামেন্টে বাকি থাকা ৩ ম্যাচ পাকিস্তান জিতেও যায়, তা হলেও বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পাক ক্রিকেটারদের উপর আঙুল তুলছেন তাঁদের অনুরাগীরা। প্রোটিয়াদের কাছে অবশ্য হারার পর পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট মিকি আর্থার বলেন, ‘সত্যি বলতে গেলে, আমরা এখনও একসঙ্গে নিখুঁত খেলাটা তুলে ধরতে পারিনি। আমি মনে করি না যে আমরা এখনও ইউনিট হিসেবে যথেষ্ট ভালো ব্যাটিং করেছি। আমার মনে হয় এই পিচে অবশ্যই ৩০০ রান হওয়া উচিত। আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি।’

মিকির কথায়, ‘আমরা বোলিংয়ের দিক থেকেও ভালো পারফর্ম করতে পারিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের ছেলেদের সেরা বোলিং পারফরম্যান্স দেখা গিয়েছে। আমরা সত্যিই ভালো বোলিং করেছি। আমরা এই মুহূর্তে যথেষ্ট ফর্মে থাকা ক্রিকেটার পাইনি। বিশেষ করে ব্যাটিংয়ে। দলের ফাঁক ফোকর কোথায়, তা দেখে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বাকি তিন ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে হবে।’