ICC World Cup: বিশ্বকাপের আগে ভারতে বাবর-শাহিনের নয়া বিজ্ঞাপন, শুটিংয়ের ভিডিয়ো ভাইরাল

Shaheen Afridi-Babar Azam: ২৭ সেপ্টেম্বর ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট টিম। হায়দরাবাদে পাক ক্রিকেট টিমকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে হায়দরাবাদবাসী। আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। তার আগে নেটদুনিয়ায় ভাইরাল বাবর ও শাহিনের বিজ্ঞাপনের শুটিংয়ের ভিডিয়ো।

ICC World Cup: বিশ্বকাপের আগে ভারতে বাবর-শাহিনের নয়া বিজ্ঞাপন, শুটিংয়ের ভিডিয়ো ভাইরাল
ICC World Cup: বিশ্বকাপের আগে ভারতে বাবর-শাহিনের নয়া বিজ্ঞাপন, শুটিংয়ের ভিডিয়ো ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 10:00 AM

নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC World Cup) আবহ তৈরি হয়ে গিয়েছে। কাউন্টডাউন চলছে। ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হবে ৫ অক্টোবর। তার আগে সোশ্যাল মিডিয়ায় পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) এবং শাহিন শাহ আফ্রিদির (Shaheen Afridi) দু’টি ভিডিয়ো ভাইরাল। যা দেখে বোঝা গিয়েছে, ভারতে তাঁরা কোনও বিজ্ঞাপনের শুটিং করছেন। ২৭ সেপ্টেম্বর ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট টিম। হায়দরাবাদে পাক ক্রিকেট টিমকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে হায়দরাবাদবাসী। আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। তার আগে নেটদুনিয়ায় ভাইরাল বাবর ও শাহিনের বিজ্ঞাপনের শুটিংয়ের ভিডিয়ো। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়া সাইট X মারফত জানা গিয়েছে, এক ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপন করছেন পাক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। যেখানে তাঁকে লং কোর্ট, শ্রাগ পরা লুকে দেখা গিয়েছে। এ ছাড়াও পাকিস্তানের জার্সি পরে বল হাতেও দেখা গিয়েছে শাহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদিকে। সম্ভবত ওডিআই বিশ্বকাপ চলাকালীন ওই বিজ্ঞাপন টেলিভিশনে দেখা যেতে পারে।

অবশ্য শুধু পাক পেসার শাহিন আফ্রিদির বিজ্ঞাপনের শুটিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়নি। গ্রিন আর্মির নেতা বাবর আজমকে দেখা গিয়েছে এক বিজ্ঞাপনের শুটিংয়ে। যেখানে তিনি পাকিস্তানের জার্সি পরে ব্যাটিং করছেন। এবং ওই ভিডিয়ো দেখে মনে হচ্ছে, একটি শট নিয়ে তিনি সেঞ্চুরি পূর্ণ করলেন। তারপর শতরানের সেলিব্রেশন করছেন। ঠিক যেভাবে ২২ গজে সেঞ্চুরি হাঁকালে সেলিব্রেশন করেন, তেমনই অভিনয় করতে দেখা যায় বাবরকে। নেটদুনিয়ায় অনেকেই বলছেন, এটিও ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনের শুটিংয়ের ভিডিয়ো।

নেটদুনিয়ায় নিম্নের এই ছবি ভাইরাল হয়েছে। যা এক জনপ্রিয় ঠাণ্ডা পানীয়র স্পেশাল এডিশনের বোতলের ছবি। নেটিজেনদের মতে সম্ভবত, এই ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনের শুট করছেন বাবর-শাহিনরা।