Virat Kohli: নিজেই কিংবদন্তি, বিরাটের দুই গ্রেটেস্ট ক্রিকেটার কারা জানেন?
সব খেলারই GOAT আছে। অর্থাৎ, গ্রেটেস্ট অফ অল টাইম। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়।
বেঙ্গালুরু: যে খেলার যিনি কিংবদন্তি, তিনিও কাউকে না কাউকে দেখে বড় হয়েছেন। তাঁর আইডলের খেলা, পারফরম্যান্স, সাফল্য এতটাই মোহিত করেছে, মোটিভেট করেছে যে, তরুণ ক্রিকেটার নিজেকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। সাফল্য পেতে মরিয়া হয়েছেন। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারাদের যেমন আইডল ছিল, তেমনই সুনীল গাভাসকর, অ্যালান বর্ডারদেরও আইডল ছিল। যাঁদের দেখে তাঁরা ক্রিকেট খেলতে এসেছিলেন। এই প্রজন্মের ক্রিকেটে সেরা প্লেয়ার বিরাট কোহলি (Virat Kohli)। সাফল্য থেকে শুরু ব্র্যান্ডিং, সবেতেই এগিয়ে রয়েছে তিনি। সেই বিরাটের আইডল কে? এতদিন এ নিয়ে কখনও কথা বলতে শোনা যায়নি। কিন্তু আইপিএলের (IPL) ঠিক আগে বিরাট খুললেন মন। এক ভিডিয়োতে নিজের সেরা দুই ক্রিকেটারের নাম বলেছেন ভিকে। কারা তাঁরা? তুলে ধরল TV9Bangla।
সব খেলারই GOAT আছে। অর্থাৎ, গ্রেটেস্ট অফ অল টাইম। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। বিরাট কোহলির কাছে এই দুই কিংবদন্তি ক্রিকেটার কে? দু’জনকে বেছেছেন তিনি। এক জন ভারতীয়, অন্য জন ক্যারিবিয়ান ক্রিকেটার। প্রথম জনের নাম সচিন তেন্ডুলকর। অন্য জন ভিভিয়ান রিচার্ডস। ক্রিকেটে সচিন প্রথম ব্যাটার, যিনি সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে করেছেন ১০০টা সেঞ্চুরি। আর ভিভ ছিলেন সাত ও আটের দশকের সেরা বিধ্বংসী ক্রিকেটার। ঠান্ডা মাথায় বিপক্ষের বোলারদের পাঠাতেন বাউন্ডারির বাইরে। ভিভ যেমন এত বছর পরও ক্রিকেটে থেকে গিয়েছেন প্রাসঙ্গিক, তেমনই সচিন থেকে যাবেন আগামী প্রজন্মের কাছে।
এক ভিডিয়োতে বিরাট বলেছেন, ‘এই রকম প্রসঙ্গ এলে আমি সব সময় দু’জনের কথা ভাবি— সচিন তেন্ডুলকর ও ভিভ রিচার্ডস। এরা ক্রিকেটের কিংবদন্তি। সচিন পাজি আমার হিরো। এই দু’জন ওদের ব্যাটিংয়ের মধ্যে দিয়ে ওদের প্রজন্মে বিপ্লব এনেছিল। ক্রিকেটটাকেই একেবারে পাল্টে দিয়েছিল। আর সেই কারণেই এই দু’জনকে আমি গ্রেটেস্ট বলে মনে করি।’
Behind the Scenes with Virat Kohli at RCB Team Photoshoot
Current playlist, new tattoo, trump cards and more… Know more about the personal side of @imVKohli, on Bold Diaries.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 pic.twitter.com/nCatZhgFAQ
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 29, 2023
বিরাটকে জিজ্ঞেস করা হয়, যদি টেনিস কিংবদন্তি রজার ফেডেরার ও ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আড্ডা মারার সুযোগ পান, তা হলে কী জানতে চাইবেন ওঁদের কাছে? বিরাটের জবাব, ‘আমি চুপ করে শুধু ওদের কথা শুনব। ওদের আলোচনার মধ্যে আমার তেমন কিছু বলার থাকবে না। কিন্তু আমার অনেক কিছু শোনার থাকবে। খেলার সেরা দুই কিংবদন্তির কাছে থেকে অনেক কিছু জানার থাকবে।