আহমেদাবাদে বসবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা

আহমেদাবাদের নতুন স্টেডিয়ামে বোর্ডের ৮৯তম বার্ষিক সাধারণ সভা। ২৩ ডিসেম্বর RT-PCR পদ্ধতিতে হবে সদস্যদের কোভিড পরীক্ষা।

আহমেদাবাদে বসবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা
প্রস্তুতি শুরু বোর্ডের বার্ষিক সাধারণ সভার। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 1:46 PM

TV9 বাংলা ডিজিটাল – ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বার্ষিক সাধারণ সভা হবে ২৪ তারিখ। কিছুদিন আগেই একথা জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। মঙ্গলবার রাতে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভেন্যুও। আহমেদাবাদের (Ahmedabad) মোতেরায় হবে বিসিসিআইয়ের ৮৯তম (89th) এজিএম (AGM)। বোর্ড সচিব জয় শাহ ইমেল করে এই কথা জানিয়ে দিয়েছেন বোর্ড সদস্যদের।

আরও পড়ুন – টেস্ট ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এলেন বিরাট

কোভিড পরিস্থিতির জন্য এবারের এজিএমে থাকছে চমক। ২৩ তারিখের মধ্যে সমস্ত সদস্যকে পৌঁছে যেতে হবে আহমেদাবাদ। ২৩ তারিখ সবার RT-PCR পদ্ধতিতে হবে কোভিড টেস্ট। সদস্যদের মধ্যে কেউ করোনা আক্রান্ত রয়েছেন কিনা সেটা দেখেই শুরু হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বৈঠকে ভোট দানের অধিকার থাকছে ২৮টি রাজ্য সংস্থার।

আরও পড়ুন – মুস্তাক আলি ট্রফি থেকেই মাঠে ফিরছেন শ্রীসন্থ ?

একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বোর্ডের এজিএমে আলোচনা হবে। তার মধ্যে সাধারণ ক্রিকেট প্রেমীদের আগ্রহ একটি বিষয়কে কেন্দ্র করেই। আইপিএলে কি আসেছে নতুন দল? ২৪ তারিখের বৈঠকে এই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। একই সঙ্গে তিনজন নতুন নির্বাচক নিয়োগ এবং আইসিসিতে বোর্ডের প্রতিনিধি নির্বাচনের মত এজেন্ডাও স্থান পাবে বার্ষিক সাধারণ সভায়।