অ্যাডিলেডে প্রথম একাদশে ঋদ্ধি,মায়াঙ্কের সঙ্গে ওপেনে পৃথ্বী

বিদেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে চলেছে ভারতীয় দল।

অ্যাডিলেডে প্রথম একাদশে ঋদ্ধি,মায়াঙ্কের সঙ্গে ওপেনে পৃথ্বী
অ্যাডিলেডে প্রথম টেস্টের প্রথম একাদশে ঋদ্ধি।ছবি-বিসিসিআই।
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 2:49 PM

TV9 বাংলা ডিজিটাল: অ্যাডিলেডে গোলাপি টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করবেন পৃথ্বী শ। ফলে ডনের শহরে খেলা হচ্ছে না শুভমান গিলের। টেস্ট সিরিজ শুরুর আগে প্রথম দুটো প্রস্তুতি ম্যাচেই বড় রান পাননি পৃথ্বী। তাসত্বেও মুম্বইয়ের তরুণ ওপেনারের ওপরই ভরসা রাখলেন কোহলি-শাস্ত্রী। অন্যদিকে ওয়ার্ম আপ ম্যাচে রান করেও টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা বাড়ল পঞ্জাবের শুভমনের।উইকেটকিপার হিসাবে দলে জায়গা পেয়েছেন ঋদ্ধিমান সাহা। তাই প্রস্তুতি ম্যাচে শতরান করেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে ঋষভ পন্থকে।

ভারতীয় দলের তিন পেসার হলেন জশপ্রীত বুমরা,মহম্মদ সামি আর উমেশ যাদব। নভদীপ সাইনি,মহম্মদ সিরাজকে টেক্কা দিয়ে তৃতীয় পেসার হিসাবে দলে জায়গা করে নিয়েছেন উমেশ। একমাত্র স্পিনার হিসাবে দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন। বছরের শুরুতে মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিল ভারতীয় দল। সেই টেস্ট দলে দুটো পরিবর্তন হয়েছে। ঋষভ আর জাদেজার জায়গায় দলে এসেছেন ঋদ্ধি আর অশ্বিন।

আরও পড়ুন: বেঞ্জেমার জোড়া গোলে রিয়ালের জয়

অ্যাডিলেডেই অস্ট্রেলিয়া সফরের একমাত্র টেস্ট খেলবেন কোহলি। তারপর সন্তানসম্ভবা অনুষ্কার পাশে থাকতে দেশে ফিরে যাবেন ভারত অধিনায়ক।