মুস্তাক আলি ট্রফি থেকেই মাঠে ফিরছেন শ্রীসন্থ ?
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ফিরছেন শ্রীসন্থ (Sreesanth)।
মুস্তাক আলি ট্রফি থেকেই কি মাঠে ফিরতে চলেছেন শান্তাকুমারন শ্রীসন্থ (Sreesanth)? সম্ভাবনা তেমনই। করোনা পরবর্তী সময়ে মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) দিয়েই শুরু হচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেট। সেই টুর্নামেন্টের, কেরালার প্রথামিক দলে জায়গা পেলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় পেস বোলার। ২৬ জনের প্রথমিক দল বাছাই করেছে কেরালা ক্রিকেট সংস্থা। তাতেই রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, সচিন বেবিদের পাশাপাশি আছে শ্রীসন্থের নাম।
আরও পড়ুন : টেস্ট ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এলেন বিরাট
২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। সুপ্রিম কোর্টে একাধিক আবেদনের পর সাত বছরের নির্বাসন পর্ব কাটান শ্রীসন্থ। চলতি বছরের ১৩ ই সেপ্টেম্বর খেলার যোগ্যতা অর্জন করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগেই ২২ গজে ফিরবেন শ্রীসন্থ। ১৭ ই ডিসেম্বর থেকে কেরালার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টস কাপে খেলবেন তিনি।
আরও পড়ুন : ফ্লাডলাইটে গোলাপি বল সামলানো কঠিন, বলছেন রাহানে
অত্যন্ত চর্চিত এই পেসারের জাতীয় দলে অভিষেক হয়েছিল, ২০০৫ সালে। তিনি মোট ২৭টি টেস্ট ম্যাচে ৮৭টি উইকেট নিয়েছেন। ৫৩টি একদিনের ম্যাচে ৭৫টি উইকেট ছিল শ্রীসন্থের নামের পাশে। ভারতীয় দলের জার্সিতে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন কেরালার এই পেসার।