টেস্ট ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এলেন বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে আইসিসি ব়্যাঙ্কিং অনেকটাই আত্মবিশ্বাস দেবে কোহলিকে। অজিদের বিরুদ্ধে একটি টেস্ট খেলবেন বিরাট।

টেস্ট ব়্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এলেন বিরাট
অজিদের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে বিরাটের কাছে প্রত্যাশা অনেক। ছবি সৌজন্যে - টুইটার (বিরাট কোহলি)
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 6:49 PM

TV9 বাংলা ডিজিটাল– অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগেই বিরাট কোহলির (Virat Kohli) মনোবল তুঙ্গে। মঙ্গলবার প্রকাশিত আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test rankin) দুইয়ে (second) উঠে এলেন ভারতীয় ক্যাপ্টেন। একে আছেন স্টিভ স্মিথই। বিরাটের পয়েন্ট ৮৮৬। স্মিথের ৯১১। তিনে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয়। সাতে চেতেশ্বর পূজারা, দশে অজিঙ্ক রাহানে। চার থেকে ছয়ে যথাক্রমে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেন, পাকিস্তানের বাবর আজম ও চোটের জন্য ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আটে ও নয়ে ইংল্যান্ডের বেন স্টোকস ও জো রুট।

পেস বোলারদের তালিকায় একে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দুইয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, নিউজিল্যান্ডের নিল ওয়াগনার। ভারতের যশপ্রীত বুমরা রয়েছেন আটে। দশে রবিচন্দ্রন অশ্বিন।

অলরাউন্ডারদের তালিকায় তিনে রবীন্দ্র জাডেজা। এক নম্বরে যথারীতি বেন স্টোকসই। অশ্বিন রয়েছেন ছ’নম্বরে।

আরও পড়ুন – বিরাটকে থামানোর ছক তৈরি অস্ট্রেলিয়ার