IPL 2025, KKR Captain: অভিজ্ঞ অজিঙ্ক রাহানেই কি ক্যাপ্টেন? যা বলছেন KKR কর্তা…
IPL 2025 Mega Auction: অকশনের শেষ মুহূর্তে বেস প্রাইস ১.৫০ কোটিতে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগেও এই টিমে খেলেছেন জিঙ্কস। তা হলে কি অজিঙ্কই ক্যাপ্টেন্সি করবেন? কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর যা বলছেন...।
আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হবে, এই নিয়ে জল্পনার অন্ত নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। কিন্তু ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেন করা হয়নি। অকশনেও একটা সময় পর হাল ছেড়ে দেয় শ্রেয়সের জন্য। নেওয়া হয়নি নীতীশ রানাকেও। শেষ অবধি ভেঙ্কটেশ আইয়ারকে চড়া দামে কেনে কলকাতা। অথচ ঋষভ পন্থ কিংবা লোকেশ রাহুলের জন্যও ঝাঁপায়নি। লোকেশ রাহুলকে মাত্র ১৪ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাঁকেও ট্রাই করা যেত। অকশনের শেষ মুহূর্তে বেস প্রাইস ১.৫০ কোটিতে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগেও এই টিমে খেলেছেন জিঙ্কস। তা হলে কি অজিঙ্কই ক্যাপ্টেন্সি করবেন? কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর যা বলছেন…।
কলকাতা নাইট রাইডার্স এ বার ৬ জন প্লেয়ার রিটেন করেছিল। তার মধ্যে রয়েছেন রিঙ্কু সিংও। এ বছর উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে ক্যাপ্টেন্সি করেছেন রিঙ্কু। কেকেআর তাঁকে রিটেন করায় জল্পনা শুরু হয়, রিঙ্কু সিং হয়তো কেকেআরকেও নেতৃত্ব দেবেন। তবে অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে নিতে কেকেআর যে ভাবে ঝাঁপিয়েছে, তারপর মনে করা হচ্ছে তাঁকেই ক্যাপ্টেন করা হবে। শেষ মুহূর্তে রাহানের এন্ট্রি নতুন জল্পনা তৈরি করেছে।
এই খবরটিও পড়ুন
এর আগে ২০২২ সালে কেকেআরে খেলেছেন রাহানে। সাত ম্যাচে ১৩৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১০৪-এর মতো। আইপিএল মেগা অকশন এবং রাহানেকে নিয়ে কেকেআর-সিইও ভেঙ্কি মাইসোর বলছেন, ‘আমরা এখনও ক্যাপ্টেন্সি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমরা দ্রুতই বসব। সমস্ত দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সবে অকশন শেষ হল। আলোচনা এবং সব দিক ভেবে দেখার জন্য একটু সময় চাই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’