Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane: একশো টেস্ট খেলতে দৃঢ়প্রতিজ্ঞ অজিঙ্ক রাহানে, দলে ফেরা সম্ভব?

Ajinkya Rahane Test Cricket: ওয়েস্ট ইন্ডিজ সফরেও স্কোয়াডে ছিলেন রাহানে। সীমিত সুযোগ কাজে লাগাতে পারেননি। সেসময় ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে প্রয়োজন। অথচ দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে জায়গাই হয়নি রাহানের! এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের স্কোয়াডেও নেই। এর থেকেই যেন পরিষ্কার হওয়া যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ইতি।

Ajinkya Rahane: একশো টেস্ট খেলতে দৃঢ়প্রতিজ্ঞ অজিঙ্ক রাহানে, দলে ফেরা সম্ভব?
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 7:00 AM

কলকাতা: অস্ট্রেলিয়ার মাটিতে টানা দু-বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। ২০১৮-র সিরিজ জয় বিশেষ তাৎপর্য ছিল। সে বারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট জয়। বিরাট কোহলির নেতৃত্বে ইতিহাস গড়েছিল ভারতীয় দল। তবে গত সিরিজটাও একইরকম গুরুত্বপূর্ণ ছিল। এরও বিশেষ কারণ রয়েছে। বিদেশের মাটিতে প্রথম বার গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জা। এরপরও সিরিজ জিতে ফিরেছিল ভারত। সেটা হয়েছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বে। ভারতীয় দলে এখন যদিও ব্রাত্য। রাহানে অবশ্য স্বপ্ন দেখছেন একশো টেস্ট খেলার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

গত অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। অজিঙ্ক রাহানের সেঞ্চুরি এবং অনবদ্য নেতৃত্ব। দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরায় ভারত। সিডনিতে চোয়ালচাপা লড়াইয়ে ড্র। ব্রিসবেন টেস্টে মহাকাব্যিক জয়। কার্যত বি টিম নিয়ে সিরিজ জিতেছিল রাহানের ভারত। দীর্ঘ সময় সহ অধিনায়ক ছিলেন, নেতৃত্বও দিয়েছেন। আবার বাদও পড়েছেন, ফিরেও এসেছেন। এ বার সেই সম্ভাবনা ক্ষীণ।

দীর্ঘ ১৮ মাসের বিরতিতে সরাসরি গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন রাহানে। দুই ইনিংসেই ব্যাট হাতে অবদান রেখেছিলেন। ভারত যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও স্কোয়াডে ছিলেন রাহানে। সীমিত সুযোগ কাজে লাগাতে পারেননি। সে সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে প্রয়োজন। অথচ দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে জায়গাই হয়নি রাহানের! এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের স্কোয়াডেও নেই। এর থেকেই যেন পরিষ্কার হওয়া যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ইতি।

রাহানে অবশ্য হাল ছাড়ছেন না। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক তিনি। চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে দল জিতলেও ব্যাটার রাহানের অবদান শূন্য। ৮৫টি টেস্ট খেলা রাহানে বলছেন, ‘রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করা যেমন লক্ষ্য, তেমনই আমার নজরে আরও বড় দিক। দেশের হয়ে একশো টেস্ট খেলতে চাই। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এক পা করে এগতে চাই।’

রাহানের চাওয়া বা এই দৃঢ়প্রতিজ্ঞা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে ৩৫ বছরে দল থেকে বাদ পড়ার পর আর ফেরাটাও কঠিন। তরুণ ব্রিগেড যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করে, রাহানের ইচ্ছেটা হয়তো কোনওদিনই বাস্তবে পরিণত হবে না।