Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammad Shami: প্র্যাক্টিস নাকি ম্যাচ! বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কী বললেন সামি?

India vs New Zealand: জসপ্রীত বুমরাকে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি। তাঁকে ফের কবে ম্যাচ ফিট পাওয়া যাবে, বড় প্রশ্ন। তাঁর অনুপস্থিতি কতটা ধরা পড়ছে?

Mohammad Shami: প্র্যাক্টিস নাকি ম্যাচ! বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কী বললেন সামি?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 9:20 PM

রায়পুর : আর কয়েকটা মাস। এ বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। আইসিসি টুর্নামেন্টে ভারতের পারফরম্য়ান্স স্ক্যানারে। ২০১৩ সালে শেষ বার কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত। এর পর থেকে সেমিফাইনাল, এমনকি ফাইনালে পৌঁছলেও খালি হাতেই ফিরতে হয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এ বারও ঘরের মাঠে বিশ্বকাপ। জিততে মরিয়া ভারতীয় শিবির। তার প্রস্তুতি বহু আগেই শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মহম্মদ সামি। জসপ্রীত বুমরার চোট ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নাকি ম্যাচ খেলা! অনেক বিষয়েই খোলামেলা মহম্মদ সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে সাংবাদিক সম্মেলনে সামি যা বললেন, তুলে ধরল TV9Bangla

সিরিজ জেতায় শেষ ম্যাচে ভারতীয় শিবির কি পরীক্ষার পথে হাঁটবে? সামি বলছেন, ‘তৃতীয় ম্যাচে পরীক্ষা হবে কী না, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। এটুকু বলতে পারি, সিরিজ যেহেতু জিতে গিয়েছি, ম্যানেজমেন্ট যদি এমন সিদ্ধান্ত নেয়, খারাপ হবে না। সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টই নেবে।’ রায়পুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হল। উদ্ধোধনী ম্যাচই লো-স্কোরিং। এর জন্য় অবশ্য ভারতীয় বোলিং আক্রমণকে বাড়তি কৃতিত্ব দিতে হবে। ভারতকে শুরুটা ভালো দিয়েছেন সামি। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরাও। সামি বলছেন, ‘রঞ্জি ট্রফি, আইপিএলে এখানে খেলেছি। এখানকার পিচ খুবই ভালো হয়। এই ম্যাচে পিচ একটু ড্যাম্প ছিল। আমাদের প্রয়োজন ছিল দলকে ভালো শুরু দেওয়া, লাইন লেন্থ ঠিক রাখা। বোলারদের সকলেই সেটা করতে পেরেছে। ফলাফল চোখের সামনেই।’

বিশ্বকাপের জন্য যে সমস্ত ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে, বোর্ড তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর দেবে। এমনকি আইপিএলেও তাঁদের যাতে পর্যাপ্ত বিশ্রাম মেলে, সে দিকেও খেয়াল রাখবে বোর্ড। মহম্মদ সামিও বিশ্বকাপের সংক্ষিপ্ত তালিকায় থাকায়, তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও বাড়তি নজর থাকবে বোর্ডের। সামির নিজের কী পছন্দ? বলছেন, ‘আমি সবসময় প্র্যাক্টিসের চেয়ে ম্যাচ খেলা বেশি পছন্দ করি। যত বেশি ম্যাচ খেলব, বড় টুর্নামেন্টের প্রস্তুতি তত ভালো হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে, আগামীতেও হবে।’

জসপ্রীত বুমরাকে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি। তাঁকে ফের কবে ম্যাচ ফিট পাওয়া যাবে, বড় প্রশ্ন। তাঁর অনুপস্থিতি কতটা ধরা পড়ছে? সামি বলছেন, ‘ভালো প্লেয়ারের (বুমরা) না থাকাটা অবশ্যই বোঝা যায়। তবে এমনও নয়, ও নেই বলে বাকিরা ভালো খেলতে পারছে না। ও এলে দল আরও শক্তিশালী হবে। আমরাও চাই সুস্থ হয়ে দ্রুত দলে ফিরুক।’