Bangladesh vs India Women : ডেবিউ ম্যাচে ৪ উইকেট অমনজ্যোতের, বাংলাদেশকে ১৫২ রানে গুটিয়ে দিল ভারত
৯ ওভারে দুটি মেডেন-সহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন অমনজ্যোৎ। বাংলাদেশের প্রথম তিনটি উইকেট নেওয়ার পিছনে তাঁরই অবদান রয়েছে।
ঢাকা : অভিষেক ম্যাচেই দাপুটে পারফরম্যান্স অলরাউন্ডার অমনজ্যোৎ কৌরের (Amanjot Kaur)। আজ, রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম ভারত মেয়েদের ওডিআই ম্যাচ। শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে ১৫২ রানে আটকে দিয়েছে ভারতীয় দল (Bangladesh vs India)। টাইগ্রেসদের স্বল্প রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা নিলেন ডেবিউট্যান্ট অমনজ্যোৎ কৌর। ৯ ওভারে দুটি মেডেন-সহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন অমনজ্যোৎ। বাংলাদেশের প্রথম তিনটি উইকেট নেওয়ার পিছনে তাঁরই অবদান রয়েছে। চারটি উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউট করেন অমনজ্যোৎ। বাংলাদেশের হয়ে ৬৪ বলে সর্বাধিক ৩৯ রান নিগার সুলতানার। ৪৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শুরুর আগে থেকে চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। বৃষ্টির দাপটে ম্যাচ শুরু হতে দেরী হয়। ব্যাট করতে নেমে ১৪ রানে দুটো উইকেট খুইয়ে ফেলেছিল বাংলাদেশ। মুর্শিদা খাতুনকে ১৩ রানে ফেরান অমনজ্যোৎ কৌর। প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচের প্রথম উইকেট এই ডান হাতি পেসারের। এরপর শূন্য রানে ফেরান অপর ওপেনার শার্মিন আখতারকে। অমনজ্যোতের বলে যস্তিকা ভাটিয়ার হাতে ধরা পড়েন ফরজানা হক (২৭)। বাংলাদেশের সর্বাধিক রান করা নিগার সুলতানা (৩৯) এলবিডব্লিউ করেন অভিষেককারী কৌর। মাত্র ৪৩ ওভারেই ১৫২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
An impressive start to ODIs for Amanjot Kaur ?
She registers a 4️⃣-wicket haul on debut ????
Bangladesh 142/8, with four overs remaining.
Live streaming ? https://t.co/uqKIFERSmS…
Ball by ball updates – https://t.co/qnZ6yqupn6… #BANvIND pic.twitter.com/bRdW1czUfR
— BCCI Women (@BCCIWomen) July 16, 2023
প্রথম ম্যাচে অমনজ্যোতের পারফরম্যান্স বাহবা আদায় করে নিয়েছেন। তাঁর চারটি উইকেট ছাড়াও, দুটি উইকেট নিয়েছেন দেবিকা বৈদ্য।