India vs Pakistan: ইরফান পাঠানের টুইট ঘিরে তুমুল হইচই, কী লিখছেন প্রাক্তন ক্রিকেটার?

Asia Cup 2023, Irfan Pathan: বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এশিয়া কাপকে। ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া বাবর আজমের টিম। প্রস্তুতিও বেশ ভালোই। এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে দুরন্ত জয়ও এসেছে। ভারতের সেই পাকিস্তান যদি হারত, প্রবল সমালোচনা হত।

India vs Pakistan: ইরফান পাঠানের টুইট ঘিরে তুমুল হইচই, কী লিখছেন প্রাক্তন ক্রিকেটার?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 3:14 PM

কলকাতা: এক টুইটে আগুন জ্বালিয়ে দিয়েছেন, বললে কমই বলা হয়। ওয়াঘার ওপারে যে অনেকের মনে জ্বালা ধরেছে, সন্দেহ নেই। ক্যান্ডিতে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখিয়ে হয়েছিল এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ লিগের ম্যাচে। কিন্তু বৃষ্টিতে ধুয়ে গিয়েছে সেই মহারণ। ভারত আগে ব্যাট করে ২৬৬ করেছিল। ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া টিমকে টেনেছেন। চমৎকার পারফর্ম করেছেন পাকিস্তানি বোলাররা। বাবর আজমের টিম প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে। বাবর ও ইফতিকার আহমেদ সেঞ্চুরি করেছে। সেই নিরিখে পাক টিমের প্রস্তুতি ভালো মাত্রাতেই ছিল। রোহিত শর্মার টিমের রান তাড়া করে জেতার জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টিতে আর জয়ের স্বপ্নপূরণ হয়নি। তার মধ্যেই কিনা ইরফান পাঠানের মন্তব্য জ্বালিয়ে দিয়েছে পাকিস্তান সমর্থকদের। কী বলেছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচ ভেস্তে যাওয়ার পর ইরফান টুইট করেছেন, ‘প্রতিবেশি দেশের অনেক টিভি বেঁচে গেল আজ!’ ভারতে যেমন ক্রিকেট ঘিরে আবেগ, আবেদন আকাশছোঁয়া, পাকিস্তানেও তাই। প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনা থেকে ধিক্কার, সবই সইতে হয় ক্রিকেটারদের। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো বাবর আজম, মহম্মদ রিজওয়ানদেরও একই রকম পরিস্থিতির মুখে পড়তে হয়। ভারত-পাকিস্তান ম্যাচে তা মাত্রা ছাড়িয়ে যায়। ভারতের কাছে হেরে ব্যাপক সমালোচনায় পড়তে হয় পাক ক্রিকেটারদের। অতীতেও হয়েছে। হয়তো আগামী দিনেও হবে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এশিয়া কাপকে। ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া বাবর আজমের টিম। প্রস্তুতিও বেশ ভালোই। এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে দুরন্ত জয়ও এসেছে। ভারতের সেই পাকিস্তান যদি হারত, প্রবল সমালোচনা হত। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তা অবশ্য হয়নি। তার মধ্যেই ইরফানের এই টুইট ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে পাকিস্তানে। ইরফান নিজে ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি কী করে এমন টুইট করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যে ম্যাচের একটা ইনিংস বৃষ্টিতে ভেস্তে গিয়েছে, তা নিয়ে কি করে ইরফান ইঙ্গিত দিলেন যে, পাকিস্তান ম্যাচটা হারত?

এক পাক সমর্থক লিখেছেন, ‘প্রাক্তন এক ক্রিকেটারের তরফে ভীষণ অবিবেচকের মতো মন্তব্য। উনি আবার এশিয়া কাপের কমেন্ট্রিতেও রয়েছেন। সবাই জানত, ম্যাচটা ফিফটি-ফিফটি জায়গায় দাঁড়িয়ে আছে। কোনও টিমকেই খোঁচা দেওয়ার মতো পরিস্থিতিই ছিল না।’