PAK vs BAN : ‘আমি আউট হতেই…’ রেগে আগুন বাংলাদেশ ক্যাপ্টেন
Asia Cup 2023, POST MATCH COMMENT: সুপার ফোরে পরবর্তী ম্যাচগুলি কলম্বোয়। এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। দ্রুত ভুল শুধরে নিতে চান সাকিব।
লাহোর: পিচ বুঝতে ভুল হয়েছিল! লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ। টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সুযোগটা নিতে পারেনি তাঁর দল। পাকিস্তানে যে দুই ভেনুতে এ বার এশিয়া কাপের খেলা হয়েছে, শুরুর দিকে পেসাররা কিছুটা সুবিধা পেলেও ব্যাটিং পিচ। সেখানে মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিলেন সাকিবরা। সেই ম্যাচে সেঞ্চুরি করেন মেকশিফ্ট ওপেনার মেহদি হাসান মিরাজ। একই পরিকল্পনা নিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধেও। হারের পর রেগে আগুন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সুপার ফোর পর্ব শুরুর আগে ধাক্কা খায় বাংলাদেশ শিবির। লিটন দাসের ফেরা স্বস্তির ছিল। তেমনই গত ম্যাচে সেঞ্চুরি করা তরুণ ব্যাটার নাজমুল হাসান শান্ত ছিটকে যাওয়ায় চাপে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের বোলিং লাইন আপের সামনে ১৯৩ রানেই গুটিয়ে যায় ইনিংস। পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। সাকিব যখন আউট হন, ২৯.১ ওভারে দলের স্কোর ১৪৭। সেখান থেকে মাত্র ১৯৩ রানেই অলআউট হওয়া মেনে নিতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।
সুপার ফোরে প্রথম ম্যাচ হেরে সাকিব বলছেন, ‘অত্যন্ত বাজে শট খেলে দ্রুত কিছু উইকেট হারিয়েছি। এই ধরনের পিচে প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত ছিল না। কিছু ক্ষেত্রে হয়। মুশফিকুরের সঙ্গে আমার জুটিটা ভালোই হয়েছিল। আরও অন্তত ৭-৮ ওভার থাকতে পারলে, ভালো হত। এরকম একটা পিচে অতি সাধারণ মানের ব্যাটিং করেছি আমরা। পাকিস্তান এক নম্বর দল। বিশ্বমানের তিন পেসার রয়েছে। আমি আউট হতেই সব কেমন হয়ে গেল।’
সুপার ফোরে পরবর্তী ম্যাচগুলি কলম্বোয়। এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। দ্রুত ভুল শুধরে নিতে চান সাকিব।