Sourav Ganguly: মেয়ে সানার জীবনের বিশেষ দিন, গর্বিত সৌরভ কী বার্তা দিলেন?
বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর স্ত্রী ডোনা ও মেয়ে সানার সঙ্গে লন্ডনে রয়েছেন।
লন্ডন থেকে ফেসবুকে মহারাজ দু’টি ছবি পোস্ট করেছেন। তার একটিতে সৌরভ কন্যা সানার মাথায় রয়েছে কালো রংয়ের সমাবর্তন অনুষ্ঠানের টুপি এবং পরনে লাল রংয়ের ফর্মাল ড্রেস। অপর এক ছবিতে সৌরভ ও ডোনার মাঝে রয়েছেন সানা। এই পোস্টের ক্যাপশনে সৌরভ লেখেন, ‘সমাবর্তনের দিন। শুভেচ্ছা সানা। এমন আরও অনেক পথ এগিয়ে যাওয়া বাকি।’
শুধু সৌরভই নয়, মেয়ে সানা গ্র্যাজুয়েট হওয়ার পর সমাবর্তন অনুষ্ঠানের একঝাঁক ছবি ও ভিডিয়ো তুলে ধরেছেন ডোনাও। যেখানে সানাকে দেখা গিয়েছে তাঁর বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করতে।
কয়েকদিন আগেই লন্ডনে মেয়ে সানার কাছে পৌঁছে গিয়েছিলেন সৌরভ ও ডোনা। রবিবার সপরিবারে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে গিয়েছিলেন মহারাজ। আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ উপভোগ করেছেন সৌরভ-ডোনা ও সানা।
অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সানা গঙ্গোপাধ্যায়। ২০১৯ সাল থেকে সানা লন্ডনেই থাকেন। মেয়ে সানার জন্য মাঝে মাঝেই লন্ডনে গিয়ে থাকেন ডোনা এবং সৌরভও। আপাতত লন্ডনে কিছুদিন থাকার কথা সৌরভের। অবশ্য বিশ্বকাপের আগে কলকাতায় ফিরবেন মহারাজ। যদিও সৌরভ এখন আর বিসিসিআই সভাপতি নন। সিএবির দায়িত্বেও নেই। তা সত্ত্বেও বিশ্বকাপে বড় দায়িত্ব রয়েছে সৌরভের। আসলে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে। আর বিশ্বকাপের পাঁচ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সিএবি একটি আয়োজক কমিটি গঠন করেছে। তাতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই বিশ্বকাপের আগেই সৌরভ ফিরে আসবেন তিলোত্তমায়।